১ কোটি ছুঁয়ে ফেলল দর্শনার্থীর সংখ্যা...! দিঘার জগন্নাথ মন্দিরের বিরাট মাইলফলক স্পর্শ! পূর্ব ভারতের আধ্যাত্মিক পর্যটনে বাংলার মুকুটে নতুন পালক!
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Digha Jagannath Temple: ভারতের আধ্যাত্মিক পর্যটনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল দিঘার জগন্নাথ ধাম মন্দির। দিঘার জগন্নাথ মন্দিরে ১ কোটি ছুঁয়ে ফেলল দর্শনার্থীর সংখ্যা। আজ (২৮ ডিসেম্বর ২০২৫, বিকেল পর্যন্ত) মন্দিরে উপস্থিত হলেন এক কোটিতম দর্শনার্থী।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আগত ভক্তদের জপ, কীর্তন ও জগন্নাথ সংস্কৃতি চর্চার এক পীঠস্থান হয়ে উঠেছে এই মন্দির। অনেক আন্তর্জাতিক ভক্তের কাছে এই মন্দির দেশের অন্যান্য ঐতিহ্যবাহী তীর্থকেন্দ্রগুলির তুলনায় আরও সহজলভ্য ও শান্ত এক বিকল্প হয়ে উঠেছে বলেই দাবি মন্দির কর্তৃপক্ষের।
advertisement
advertisement
হোটেল, লজ, পরিবহণ পরিষেবা, রেস্তোরাঁ, ফুল বিক্রেতা, কারুশিল্পী, পুরোহিত ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ধারাবাহিকভাবে লাভবান হচ্ছেন এর ফলে। তীর্থযাত্রীরের ভিড় কার্যত লেগেই আছে দিঘায়। যা সরাসরি ও পরোক্ষভাবে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। বিশেষত স্থানীয় যুবসমাজ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বেশ কার্যকর হয়ে উঠেছে এই জগন্নাথ মন্দিদের উপস্থিতি।
advertisement
মন্দিরের এই মাইলচুম্বি সাফল্যে দিঘার প্রধান পুরোহিত ও ট্রাস্টি রাধারমন দাস বলেন,“এক কোটিতম ভক্তের আগমন কেবল একটি সংখ্যাগত সাফল্য নয়; এটি জগন্নাথদেবের সর্বজনীন আলিঙ্গনের এক পবিত্র স্বীকৃতি। জগন্নাথ ধাম, দিঘা আজ জাতি, সংস্কৃতি ও হৃদয়ের মিলনস্থল—যেখানে ভক্তি আত্মাকে যেমন উন্নত করে, তেমনই সমাজকেও ঋদ্ধ করে।”
advertisement
এই প্রসঙ্গে রাজ্য নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তাঁর দূরদর্শী উদ্যোগেই এই মন্দির সম্ভব হয়েছে। এই প্রকল্প শুধু বাংলার আধ্যাত্মিক ঐতিহ্যকে সুদৃঢ় করেনি, সাধারণ মানুষের জন্য স্থায়ী অর্থনৈতিক সম্ভাবনাও সৃষ্টি করেছে।”
advertisement






