Digha Jagannath Temple Rathyatra: দিঘায় জগন্নাথ মন্দিরে এ বছরই ধুমধাম করে রথযাত্রা? মন্দিরের দরজা খুলবে কবে? মমতার ট্যুইটে জল্পনার অবসান
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha Jagannath Temple Rathyatra: দুর্গাপুজোর সময় দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা হচ্ছে না এ বছর।
advertisement
advertisement
advertisement
*দিঘা থানার অদূরের এই রাস্তা ধরেই যেতে হয় জগন্নাথঘাটের জগন্নাথ মন্দিরে। সেখানেই মাসির বাড়ির আয়োজন। উল্টোরথ পর্যন্ত মন্দিরের সামনে এসে থাকবে জগন্নাথদেবের রথ নন্দীঘোষ, বলরামের রথ তলধ্বজ, এবং সুভদ্রার রথ দলদর্পণ। তার বন্দোবস্তও চোখে পড়েছে। নতুন পথবাতি বসানো, মাটি সমান করা এমন নানান কাজের ব্যস্ততা চোখে পড়ার মতো।
advertisement
advertisement
advertisement
*আজ শুক্রবার বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পুরীর মতো দিঘাতেও আগামী দিনে রথযাত্রা উদযাপন হবে। ট্যুইট করে মুখ্যমন্ত্রী জানান, এ বছর সেখানে রথ না চললেও সামনের বছর থেকেই দিঘাতে রথযাত্রা উদযাপন হবে। কিছু কাজ ও প্রক্রিয়া এখনও বাকি রয়েছে, সেগুলো সম্পূর্ণ হবে দ্রুত। আগামী বছর থেকেই দিঘার জগন্নাথ মন্দিরে রথের রশিতে টান পড়বে।