Indian Railways: মাত্র ৩০ টাকায় দিঘা! বাড়লো পাঁশকুড়া-দিঘা লোকাল ট্রেনের সময়সীমা, খুশি পর্যটকেরা

Last Updated:
Digha Local Train: আবারও চালু হল দিঘা যাওয়ার পথে স্পেশাল লোকাল ট্রেন। পাঁশকুড়া থেকে দিঘা স্পেশাল লোকাল ট্রেনটি নতুন করে চালু করল দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। রইল টাইমটেবিল
1/6
পাঁশকুড়া থেকে দিঘাগামী লোকাল ট্রেনের সময়সীমা বাড়ান হল। এর ফলে উপকৃত হবে দিঘা যাওয়ার বহু পর্যটক। অল্প খরচে দিঘা ভ্রমণের জন্য এই লোকাল ট্রেন অত্যন্ত জনপ্রিয়। (ছবি ও তথ্য সৈকত শী)
পাঁশকুড়া থেকে দিঘাগামী লোকাল ট্রেনের সময়সীমা বাড়ান হল। এর ফলে উপকৃত হবে দিঘা যাওয়ার বহু পর্যটক। অল্প খরচে দিঘা ভ্রমণের জন্য এই লোকাল ট্রেন অত্যন্ত জনপ্রিয়।
advertisement
2/6
আবারও চালু হল দিঘা যাওয়ার পথে স্পেশাল লোকাল ট্রেন। পাঁশকুড়া থেকে দিঘা স্পেশাল লোকাল ট্রেনটি নতুন করে চালু করল দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন।
আবারও চালু হল দিঘা যাওয়ার পথে স্পেশাল লোকাল ট্রেন। পাঁশকুড়া থেকে দিঘা স্পেশাল লোকাল ট্রেনটি নতুন করে চালু করল দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন।
advertisement
3/6
 প্রতিদিন বহু পর্যটক দিঘায় আসেন। কম খরচে দিঘা আসার জন্য লোকাল ট্রেন একমাত্র উপায়। দিঘা যাওয়ার উদ্দেশ্যে স্পেশাল লোকাল ট্রেনের সময়সীমা বাড়িয়ে পুনরায় চালু করল রেল। ট্রেনটি প্রতিদিন পাঁশকুড়া থেকে দিঘা, আবার ফিরতি পথে দিঘা থেকে পাঁশকুড়া যাতায়াত করবে।
প্রতিদিন বহু পর্যটক দিঘায় আসেন। কম খরচে দিঘা আসার জন্য লোকাল ট্রেন একমাত্র উপায়। দিঘা যাওয়ার উদ্দেশ্যে স্পেশাল লোকাল ট্রেনের সময়সীমা বাড়িয়ে পুনরায় চালু করল রেল। ট্রেনটি প্রতিদিন পাঁশকুড়া থেকে দিঘা, আবার ফিরতি পথে দিঘা থেকে পাঁশকুড়া যাতায়াত করবে।
advertisement
4/6
জানা যায় ১৭ আগস্ট পর্যন্ত ০৮১১৭আপ এবং ০৮১১৮ ডাউন পাঁশকুড়া-দিঘা স্পেশাল লোকাল ট্রেন চলাচল করত। ১৮ আগস্ট থেকে বন্ধ হয়ে যায়। কিন্তু দক্ষিণ-পূর্ব রেল নতুন করে নাটক নোটিশ জারি করে। আবার সময় সীমা বাড়ান হল। ১৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে পাঁশকুড়া থেকে দিঘা আপ ও ডাউন পেশাল ট্রেনটি।
জানা যায় ১৭ আগস্ট পর্যন্ত ০৮১১৭আপ এবং ০৮১১৮ ডাউন পাঁশকুড়া-দিঘা স্পেশাল লোকাল ট্রেন চলাচল করত। ১৮ আগস্ট থেকে বন্ধ হয়ে যায়। কিন্তু দক্ষিণ-পূর্ব রেল নতুন করে নাটক নোটিশ জারি করে। আবার সময় সীমা বাড়ান হল। ১৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে পাঁশকুড়া থেকে দিঘা আপ ও ডাউন পেশাল ট্রেনটি।
advertisement
5/6
এই ট্রেনটি চলাচলের ফলে উপকৃত হবেন পর্যটকেরা। কারণ পাঁশকুড়া থেকে দিঘা পর্যন্ত এই ট্রেনের ভাড়া মাত্র ৩০ টাকা। ফলে বহু পর্যটক এই ট্রেনে যাতায়াত পছন্দ করে। ট্রেনটি প্রতিদিন সকাল সাতটায় পাঁশকুড়া থেকে ছেড়ে দিঘা পৌঁছাবে ৯:২০ কুড়ি মিনিটে। আবার দিঘা থেকে ৯:৩০ মিনিটে ছেড়ে পাঁশকুড়া পৌঁছাবে ১১:১৫ মিনিটে।
এই ট্রেনটি চলাচলের ফলে উপকৃত হবেন পর্যটকেরা। কারণ পাঁশকুড়া থেকে দিঘা পর্যন্ত এই ট্রেনের ভাড়া মাত্র ৩০ টাকা। ফলে বহু পর্যটক এই ট্রেনে যাতায়াত পছন্দ করে। ট্রেনটি প্রতিদিন সকাল সাতটায় পাঁশকুড়া থেকে ছেড়ে দিঘা পৌঁছাবে ৯:২০ কুড়ি মিনিটে। আবার দিঘা থেকে ৯:৩০ মিনিটে ছেড়ে পাঁশকুড়া পৌঁছাবে ১১:১৫ মিনিটে।
advertisement
6/6
ট্রেনটি তার যাত্রাপথে প্রতিটি স্টেশন স্টপেজ দেয়। ফলে পর্যটকদের পাশাপাশি জেলাবাসীর কাছে এই ট্রেন বিশেষ জনপ্রিয়। এ বিষয়ে পাঁশকুড়ার বাসিন্দা অঞ্জন মন্ডল জানান, 'ট্রেনটি পাঁশকুড়া থেকে যাত্রা শুরু করে তমলুক নন্দকুমার কাঁথি রামনগর সহ রুটের প্রতিটি স্টেশনে দাঁড়ায়। ফলে দিঘা যাওয়ার পাশাপাশি জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজেই যাতায়াত করা যায়।' অল্প খরচে দিঘা যাওয়ার এই ট্রেন ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে। জেলাবাসীর অনুমান পুজোর সময় এই ট্রেন চালু থাকবে।
ট্রেনটি তার যাত্রাপথে প্রতিটি স্টেশন স্টপেজ দেয়। ফলে পর্যটকদের পাশাপাশি জেলাবাসীর কাছে এই ট্রেন বিশেষ জনপ্রিয়। এ বিষয়ে পাঁশকুড়ার বাসিন্দা অঞ্জন মন্ডল জানান, 'ট্রেনটি পাঁশকুড়া থেকে যাত্রা শুরু করে তমলুক নন্দকুমার কাঁথি রামনগর সহ রুটের প্রতিটি স্টেশনে দাঁড়ায়। ফলে দিঘা যাওয়ার পাশাপাশি জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজেই যাতায়াত করা যায়।' অল্প খরচে দিঘা যাওয়ার এই ট্রেন ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে। জেলাবাসীর অনুমান পুজোর সময় এই ট্রেন চালু থাকবে।
advertisement
advertisement
advertisement