Indian Railways: মাত্র ৩০ টাকায় দিঘা! বাড়লো পাঁশকুড়া-দিঘা লোকাল ট্রেনের সময়সীমা, খুশি পর্যটকেরা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha Local Train: আবারও চালু হল দিঘা যাওয়ার পথে স্পেশাল লোকাল ট্রেন। পাঁশকুড়া থেকে দিঘা স্পেশাল লোকাল ট্রেনটি নতুন করে চালু করল দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। রইল টাইমটেবিল
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ট্রেনটি তার যাত্রাপথে প্রতিটি স্টেশন স্টপেজ দেয়। ফলে পর্যটকদের পাশাপাশি জেলাবাসীর কাছে এই ট্রেন বিশেষ জনপ্রিয়। এ বিষয়ে পাঁশকুড়ার বাসিন্দা অঞ্জন মন্ডল জানান, 'ট্রেনটি পাঁশকুড়া থেকে যাত্রা শুরু করে তমলুক নন্দকুমার কাঁথি রামনগর সহ রুটের প্রতিটি স্টেশনে দাঁড়ায়। ফলে দিঘা যাওয়ার পাশাপাশি জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজেই যাতায়াত করা যায়।' অল্প খরচে দিঘা যাওয়ার এই ট্রেন ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে। জেলাবাসীর অনুমান পুজোর সময় এই ট্রেন চালু থাকবে।