East Medinipur News: ছুটকো ছুটিতে দিঘা! স্পেশাল ট্রেন...প্রত্যেক শনি আর রবিবার, কখন ছাড়বে আর কখন পৌঁছবে? এখন চলবে আরও বেশি দিন

Last Updated:
রেলের এই সিদ্ধান্তকে খুশি দিঘার হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাঁদের মতে, স্পেশাল ট্রেনের মেয়াদ বৃদ্ধি হলে পর্যটকের সংখ্যা বাড়বে। এর সরাসরি প্রভাব পড়বে দিঘার পর্যটন অর্থনীতিতে
1/6
নতুন বছর শুরু হওয়ার আগেই রেলের তরফে বড় সুখবর। শীতের মরসুমে পর্যটকদের ভিড়ের কথা মাথায় রেখে দিঘাগামী স্পেশাল ট্রেনের সময়সীমা বাড়াল দক্ষিন-পূর্ব রেল। দিঘা ভ্রমণকে আরও সহজ ও স্বচ্ছন্দ করতেই এই উদ্যোগ বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। শীতের মরসুমে সপ্তাহান্তে দিঘামুখী যাত্রীদের চাহিদা বেড়ে যাওয়ায় এই বিশেষ ট্রেনগুলির মেয়াদ বাড়ান হয়েছে বলে খবর। (তথ্য ও ছবি : মদন মাইতি)
নতুন বছর শুরু হওয়ার আগেই রেলের তরফে বড় সুখবর। শীতের মরসুমে পর্যটকদের ভিড়ের কথা মাথায় রেখে দিঘাগামী স্পেশাল ট্রেনের সময়সীমা বাড়াল দক্ষিণ-পূর্ব রেল। দিঘা ভ্রমণকে আরও সহজ ও স্বচ্ছন্দ করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। শীতের মরসুমে সপ্তাহান্তে দিঘামুখী যাত্রীদের চাহিদা বেড়ে যাওয়ায় এই বিশেষ ট্রেনগুলির মেয়াদ বাড়ানো হয়েছে বলে খবর। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
2/6
বিজ্ঞপ্তি অনুযায়ী, ০২৮৪৭ সাঁতরাগাছি-দিঘা স্পেশাল ট্রেন এবং ০২৮৪৮ দিঘা-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন নতুন বছরে ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। পাশাপাশি ০২৮৯৭ সাঁতরাগাছি-দিঘা স্পেশাল ট্রেন ও ০২৮৯৮ দিঘা-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন চলবে ৪ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সিদ্ধান্তে পর্যটকদের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও অনেকটাই সুবিধা হল। (তথ্য ও ছবি : মদন মাইতি)
বিজ্ঞপ্তি অনুযায়ী, ০২৮৪৭ সাঁতরাগাছি-দিঘা স্পেশাল ট্রেন এবং ০২৮৪৮ দিঘা-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন নতুন বছরে ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। পাশাপাশি, ০২৮৯৭ সাঁতরাগাছি-দিঘা স্পেশাল ট্রেন ও ০২৮৯৮ দিঘা-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন চলবে ৪ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সিদ্ধান্তে পর্যটকদের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও অনেকটাই সুবিধা হল। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
3/6
০২৮৪৭ সাঁতরাগাছি-দিঘা স্পেশাল ট্রেনটি প্রতি শনিবার সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল ৯টা ১০ মিনিটে রওনা দেয়। ট্রেনটি দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ দিঘায় পৌঁছায়। অপরদিকে, ০২৮৪৮ দিঘা-সাঁতরাগাছি স্পেশাল ট্রেনটি দিঘা থেকে দুপুর ১টা ১০ মিনিটে ছাড়ে এবং বিকেল ৪টা ৫০ মিনিটে সাঁতরাগাছি পৌঁছায়। (তথ্য ও ছবি : মদন মাইতি)
০২৮৪৭ সাঁতরাগাছি-দিঘা স্পেশাল ট্রেনটি প্রতি শনিবার সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল ৯টা ১০ মিনিটে রওনা দেয়। ট্রেনটি দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ দিঘায় পৌঁছায়। অপরদিকে, ০২৮৪৮ দিঘা-সাঁতরাগাছি স্পেশাল ট্রেনটি দিঘা থেকে দুপুর ১টা ১০ মিনিটে ছাড়ে এবং বিকেল ৪টা ৫০ মিনিটে সাঁতরাগাছি পৌঁছায়। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
4/6
অন্যদিকে, ০২৮৯৭ সাঁতরাগাছি-দিঘা স্পেশাল ট্রেনটি প্রতি রবিবার সকাল ৮টা ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে রওনা দেয় এবং ১১টা ৫৫ মিনিটে দিঘায় পৌঁছায়। ফিরতি পথে ০২৮৯৮ দিঘা-সাঁতরাগাছি স্পেশাল ট্রেনটি দিঘা থেকে দুপুর ১টা ১০ মিনিটে যাত্রা শুরু করে এবং বিকেল ৪টা ৫০ মিনিট নাগাদ সাঁতরাগাছি পৌঁছায়। (তথ্য ও ছবি : মদন মাইতি)
অন্যদিকে, ০২৮৯৭ সাঁতরাগাছি-দিঘা স্পেশাল ট্রেনটি প্রতি রবিবার সকাল ৮টা ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে রওনা দেয় এবং ১১টা ৫৫ মিনিটে দিঘায় পৌঁছায়। ফিরতি পথে ০২৮৯৮ দিঘা-সাঁতরাগাছি স্পেশাল ট্রেনটি দিঘা থেকে দুপুর ১টা ১০ মিনিটে যাত্রা শুরু করে এবং বিকেল ৪টা ৫০ মিনিট নাগাদ সাঁতরাগাছি পৌঁছায়। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
5/6
এই স্পেশাল ট্রেনগুলি যাত্রাপথে কাঁথি, তমলুক, মেছেদা, বাগনান এবং উলুবেড়িয়ার মতো গুরুত্বপূর্ণ স্টেশনে থামে। ফলে শুধু দিঘাগামী পর্যটকরাই নন, পথবর্তী সাধারণ যাত্রীরাও উপকৃত হন। শীতের মরসুমে সপ্তাহান্তে শনিবার ও রবিবার দিঘায় পর্যটকদের বাড়তি ভিড়ের কথা মাথায় রেখেই রেলের এই পরিকল্পনা। (তথ্য ও ছবি : মদন মাইতি)
এই স্পেশাল ট্রেনগুলি যাত্রাপথে কাঁথি, তমলুক, মেছেদা, বাগনান এবং উলুবেড়িয়ার মত গুরুত্বপূর্ণ স্টেশনে থামে। ফলে শুধু দিঘাগামী পর্যটকরাই নন, পথবর্তী সাধারণ যাত্রীরাও উপকৃত হন। শীতের মরসুমে সপ্তাহান্তে শনিবার ও রবিবার দিঘায় পর্যটকদের বাড়তি ভিড়ের কথা মাথায় রেখেই রেলের এই পরিকল্পনা। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
6/6
রেলের এই সিদ্ধান্তকে খুশি দিঘার হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাঁদের মতে, স্পেশাল ট্রেনের মেয়াদ বৃদ্ধি হলে পর্যটকের সংখ্যা বাড়বে। এর সরাসরি প্রভাব পড়বে দিঘার পর্যটন অর্থনীতিতে। যাত্রী চলাচল বৃদ্ধি পেলে হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসা চাঙ্গা হবে। নতুন বছরের শুরুতেই এই উদ্যোগ দিঘার পর্যটন শিল্পে নতুন আশার আলো জ্বালাল বলে মনে করছেন ব্যবসায়ী মহল। (তথ্য ও ছবি : মদন মাইতি)
রেলের এই সিদ্ধান্তকে খুশি দিঘার হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাঁদের মতে, স্পেশাল ট্রেনের মেয়াদ বৃদ্ধি হলে পর্যটকের সংখ্যা বাড়বে। এর সরাসরি প্রভাব পড়বে দিঘার পর্যটন অর্থনীতিতে। যাত্রী চলাচল বৃদ্ধি পেলে হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসা চাঙ্গা হবে। নতুন বছরের শুরুতেই এই উদ্যোগ দিঘার পর্যটন শিল্পে নতুন আশার আলো জ্বালাল বলে মনে করছেন ব্যবসায়ী মহল। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
advertisement
advertisement