ঠকঠক করে কাঁপছে রাজ্য! বছর শেষে জাঁকিয়ে শীত! তাপমাত্রা কোথায় কত? দেখুন আবহাওয়ার পূর্বাভাস

Last Updated:
Bengal weather forecast till 29 december| বর্ষ শেষের দিনগুলিতে জাঁকিয়ে শীতের দাপট অব্যাহত পশ্চিমবঙ্গে। কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পশ্চিমের জেলাগুলিতেও পারদ ৮ ডিগ্রির কাছাকাছি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার পর্যন্ত এই শীতের পরিস্থিতি বজায় থাকবে। মঙ্গল ও বুধবার থেকে ধীরে ধীরে সামান্য তাপমাত্রা বাড়তে পারে। আগামী দু’-তিন দিনে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
1/8
বর্ষ শেষের দিনগুলিতে পশ্চিমবঙ্গে জাঁকিয়ে শীতের দাপট অব্যাহত।
বর্ষ শেষের দিনগুলিতে জাঁকিয়ে শীতের পরিস্থিতি। নববর্ষে শুরুতেই সামান্য বাড়তে পারে তাপমাত্রা। রাজ্যের প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে। বেলা বাড়তেও জাঁকিয়ে শীত! তাপমাত্রা কততে নামল জানেন? আগামী ক'দিন কেমন থাকবে জানুন!
advertisement
2/8
জাঁকিয়ে পড়েছে শীত। বড়দিন কেটেছে শীতলতম দিন হিসেবেই। উৎসব শেষ হয়নি। নিউ ইয়ারের প্রস্তুতি চলছে। আবহাওয়া দফতর বলছে, আগামী চারদিন সর্বনিম্ন তাপমাত্রা একই থাকবে। যা স্বাভাবিকের চেয়ে ২-৩ ডিগ্রী মতো কম।
জাঁকিয়ে পড়েছে শীত। বড়দিন কেটেছে শীতলতম দিন হিসেবেই। উৎসব শেষ হয়নি। নিউ ইয়ারের প্রস্তুতি চলছে। আবহাওয়া দফতর বলছে, আগামী চারদিন সর্বনিম্ন তাপমাত্রা একই থাকবে। যা স্বাভাবিকের চেয়ে ২-৩ ডিগ্রী মতো কম।
advertisement
3/8
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে শীতের আমেজ স্পষ্ট, অন্যদিকে উত্তরবঙ্গে কুয়াশার দাপটে স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে শীতের আমেজ স্পষ্ট, অন্যদিকে উত্তরবঙ্গে কুয়াশার দাপটে স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
advertisement
4/8
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা রেকর্ড হয়েছে শ্রীনিকেতনে। উত্তরবঙ্গের সমতলে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে আলিপুরদুয়ারে। পাহাড়ি এলাকায় শীত আরও তীব্র। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৪.৫ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা রেকর্ড হয়েছে শ্রীনিকেতনে। উত্তরবঙ্গের সমতলে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে আলিপুরদুয়ারে। পাহাড়ি এলাকায় শীত আরও তীব্র। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৪.৫ ডিগ্রি সেলসিয়াসে।
advertisement
5/8
কলকাতায় শীতের দাপট স্পষ্ট। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ০.৯ ডিগ্রি কম। গতকাল বিকেলে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ৪.৪ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৪ থেকে ৮৮ শতাংশের মধ্যে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ১৩ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
কলকাতায় শীতের দাপট স্পষ্ট। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ০.৯ ডিগ্রি কম। গতকাল বিকেলে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ৪.৪ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৪ থেকে ৮৮ শতাংশের মধ্যে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ১৩ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
advertisement
6/8
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত রাজ্যে এই শীতের পরিস্থিতি বজায় থাকবে। মঙ্গলবার ও বুধবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী হতে পারে। পরবর্তী দু’-তিন দিনে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত রাজ্যে এই শীতের পরিস্থিতি বজায় থাকবে। মঙ্গলবার ও বুধবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী হতে পারে। পরবর্তী দু’-তিন দিনে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
7/8
উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট আরও উদ্বেগ বাড়াচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার—এই চার জেলায় ঘন কুয়াশার প্রভাব সবচেয়ে বেশি থাকবে বলে পূর্বাভাস। পাশাপাশি কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু জেলাতেও সকালের দিকে কুয়াশা থাকলেও, আপাতত কোথাও ঘন কুয়াশার জন্য আলাদা সতর্কতা জারি করা হয়নি।
উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট আরও উদ্বেগ বাড়াচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার—এই চার জেলায় ঘন কুয়াশার প্রভাব সবচেয়ে বেশি থাকবে বলে পূর্বাভাস। পাশাপাশি কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু জেলাতেও সকালের দিকে কুয়াশা থাকলেও, আপাতত কোথাও ঘন কুয়াশার জন্য আলাদা সতর্কতা জারি করা হয়নি।
advertisement
8/8
সকালের দিকে রাজ্যের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। গোটা রাজ্যেই আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সকালের দিকে রাজ্যের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। গোটা রাজ্যেই আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
advertisement
advertisement