East Bardhaman News: ২৫ শে ডিসেম্বরই শেষ নয়! আসছে আরও এক বড়দিন! সেটা আবার কবে? জেনে নিন

Last Updated:
East Bardhaman News: ডিসেম্বর মাস চলে গেল মানেই কি ক্রিসমাস শেষ ? না রয়েছে আরও এক ক্রিসমাস।শুনে আবাক হচ্ছেন তো ? আরও এক ক্রিসমাস ? এটাও কি হয় ? কবে সেই দিন?
1/6
ডিসেম্বর মাস চলে গেল মানেই কি ক্রিসমাস শেষ ? না রয়েছে আরও এক ক্রিসমাস।শুনে আবাক হচ্ছেন তো ? আরও এক ক্রিসমাস ? এটাও কি হয় ? কবে সেই দিন? (ছবি ও তথ্য: সায়নী সরকার)
ডিসেম্বর মাস চলে গেল মানেই কি ক্রিসমাস শেষ ? না রয়েছে আরও এক ক্রিসমাস।শুনে আবাক হচ্ছেন তো ? আরও এক ক্রিসমাস ? এটাও কি হয় ? কবে সেই দিন?(ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/6
২৫ শে ডিসেম্বরের ঠিক ১৩ দিনের মাথায় পালিত হয় আরও এক ক্রিসমাস।এর নাম অর্থডক্স ক্রিসমাস। নতুন বছর শুরু হতে না হতেই আবার পালন হয় আরও এক ক্রিসমাস। কিন্ত কি এই অর্থডক্স ক্রিসমাস ?
২৫ শে ডিসেম্বরের ঠিক ১৩ দিনের মাথায় পালিত হয় আরও এক ক্রিসমাস।এর নাম অর্থডক্স ক্রিসমাস। নতুন বছর শুরু হতে না হতেই আবার পালন হয় আরও এক ক্রিসমাস। কিন্ত কি এই অর্থডক্স ক্রিসমাস ?
advertisement
3/6
এই ক্রিসমাস হল পূর্ব অর্থডক্স খ্রিস্টান সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ দিন। এটি তাদের একটি ধর্মীয় উৎসব যা প্রতিবছর পালন করা হয় ৭ ই জানুয়ারি।
এই ক্রিসমাস হল পূর্ব অর্থডক্স খ্রিস্টান সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ দিন। এটি তাদের একটি ধর্মীয় উৎসব যা প্রতিবছর পালন করা হয় ৭ ই জানুয়ারি।
advertisement
4/6
এটি গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ২৫ ডিসেম্বারর পরিবর্তে জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে উদযাপন করা হয়।যারা পশ্চিমা খ্রিস্টান,তারা এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করেন।
এটি গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ২৫ ডিসেম্বারর পরিবর্তে জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে উদযাপন করা হয়।যারা পশ্চিমা খ্রিস্টান,তারা এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করেন।
advertisement
5/6
রাশিয়ান অর্থডক্স,গ্রীক অর্থডক্স, সিরিয়ান অর্থডক্স সহ অন্যান্য অর্থডক্সগুলি জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করেন,যা প্রাচীন রোমান যুগের।তাই তাদের কাছে ক্রিসমাস ২৫ শে ডিসেম্বর।কিন্ত পশ্চিমা খ্রিস্টানদের কাছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ক্রিসমাস ৭ ই জানুয়ারি।
রাশিয়ান অর্থডক্স,গ্রীক অর্থডক্স, সিরিয়ান অর্থডক্স সহ অন্যান্য অর্থডক্সগুলি জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করেন,যা প্রাচীন রোমান যুগের।তাই তাদের কাছে ক্রিসমাস ২৫ শে ডিসেম্বর।কিন্ত পশ্চিমা খ্রিস্টানদের কাছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ক্রিসমাস ৭ ই জানুয়ারি।
advertisement
6/6
৭ ই জানুয়ারি ক্রিসমাস পালন করেন তারা।তাই ২৫ শে ডিসেম্বর মানেই ক্রিসমাস শেষ না।এর পরেও আপনি পালন করতে পারবেন ক্রিসমাস।তার জন্য অপেক্ষা করতে হবে মাত্র ১২ দিন। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
৭ ই জানুয়ারি ক্রিসমাস পালন করেন তারা।তাই ২৫ শে ডিসেম্বর মানেই ক্রিসমাস শেষ না।এর পরেও আপনি পালন করতে পারবেন ক্রিসমাস।তার জন্য অপেক্ষা করতে হবে মাত্র ১২ দিন। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement