কালিয়া নাগ দমনের লীলা জীবন্ত! ভক্তির স্রোতে ভাসল দাসপুর

Last Updated:
নৌকো চড়ে সয়ং শ্রীকৃষ্ণের কালিয়া দমন যাত্রা দেখতে ভিড় জমে বিভিন্ন জায়গায়। গ্রামবাসীরা ঘাটে দাঁড়িয়ে রাধাকৃষ্ণের দর্শন লাভ করেন।
1/6
টানা বৃষ্টিকে উপেক্ষা করেই বিকেল থেকেই দাসপুরের নাড়াজোল থেকে সামাট পর্যন্ত ভক্তদের ঢল নামে। নৌকো চড়ে সয়ং শ্রীকৃষ্ণের কালিয়া দমন যাত্রা দেখতে ভিড় জমে বিভিন্ন জায়গায়। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
টানা বৃষ্টিকে উপেক্ষা করেই দাসপুরের নাড়াজোল থেকে সামাট পর্যন্ত ভক্তদের ঢল নামে। নৌকো চড়ে সয়ং শ্রীকৃষ্ণের কালিয়া দমন যাত্রা দেখতে ভিড় জমে বিভিন্ন জায়গায়। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
2/6
এবার ৪০৯ তম বর্ষে পদার্পণ করল দাসপুরের কিসমত নাড়াজোলের শ্রী শ্রী রাধা মদন মোহন জিউয়ের কাঁসাই নদী বক্ষে কালিয়া দমন যাত্রা। পাশাপাশি পালিত হচ্ছে রসিকানন্দ প্রভুর ৪৩৫ তম বর্ষপূর্তি। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
এবার ৪০৯ তম বর্ষে পদার্পণ করল দাসপুরের কিসমত নাড়াজোলের শ্রী শ্রী রাধা মদন মোহন জিউয়ের কাঁসাই নদী বক্ষে কালিয়া দমন যাত্রা। পাশাপাশি পালিত হচ্ছে রসিকানন্দ প্রভুর ৪৩৫ তম বর্ষপূর্তি। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
3/6
পুরাণ মতে, একদিন খেলতে খেলতে শ্রীকৃষ্ণের খেলার সামগ্রী যমুনার কালিয়া দহে ডুবে যায়। সতর্কবাণী সত্ত্বেও কৃষ্ণ জলে নেমে কালিয়া নাগকে দমন করেন এবং তাকে যমুনা ত্যাগ করে সমুদ্রের রমণক দ্বীপে চলে যেতে নির্দেশ দেন। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
পুরাণ মতে, একদিন খেলতে খেলতে শ্রীকৃষ্ণের খেলার সামগ্রী যমুনার কালিয়া দহে ডুবে যায়। সতর্কবাণী সত্ত্বেও কৃষ্ণ জলে নেমে কালিয়া নাগকে দমন করেন এবং তাকে যমুনা ত্যাগ করে সমুদ্রের রমণক দ্বীপে চলে যেতে নির্দেশ দেন। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
4/6
প্রতি বছর অমাবস্যা তিথিতে এই বিশেষ উৎসব পালিত হয়। রীতি মেনে রাধা কৃষ্ণের বিগ্রহ কিসমত নাড়াজোল মন্দির থেকে সাজান নৌকায় বসিয়ে কাঁসাই নদীর স্রোতের নিম্নমুখে সামাটের দিকে আনা হয়। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
প্রতি বছর অমাবস্যা তিথিতে এই বিশেষ উৎসব পালিত হয়। রীতি মেনে রাধা কৃষ্ণের বিগ্রহ কিসমত নাড়াজোল মন্দির থেকে সাজান নৌকায় বসিয়ে কাঁসাই নদীর স্রোতের নিম্নমুখে সামাটের দিকে আনা হয়। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
5/6
হাজার হাজার ভক্ত এই যাত্রায় যোগ দেন। নৌকায় ভক্তরা নাম গান করতে করতে প্রতি ঘাটে ঘাটে পৌঁছে যান। গ্রামবাসীরাও ঘাটে দাঁড়িয়ে রাধাকৃষ্ণের দর্শন লাভ করেন। এমনটাই জানাচ্ছেন গ্রামবাসীরা ।( ছবি ও তথ্য মিজানুর রহমান )
হাজার হাজার ভক্ত এই যাত্রায় যোগ দেন। নৌকায় ভক্তরা নাম গান করতে করতে প্রতি ঘাটে ঘাটে পৌঁছে যান। গ্রামবাসীরাও ঘাটে দাঁড়িয়ে রাধাকৃষ্ণের দর্শন লাভ করেন। এমনটাই জানাচ্ছেন গ্রামবাসীরা ।( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
6/6
কালিয়া দমন যাত্রা ঘিরে পরিবেশ ভক্তিময় হয়ে ওঠে। নদীর দুই পাড়েই ভিড় জমে যায় ভক্তদের। রাত অবধি চলে এই বিশেষ উৎসবের নানা অনুষ্ঠান। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
কালিয়া দমন যাত্রা ঘিরে পরিবেশ ভক্তিময় হয়ে ওঠে। নদীর দুই পাড়েই ভিড় জমে যায় ভক্তদের। রাত অবধি চলে এই বিশেষ উৎসবের নানা অনুষ্ঠান। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
advertisement
advertisement