Cyclone Yaas: ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে বাঁধ ভেঙে বানভাসি মৌসুনি দ্বীপ

Last Updated:
উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগণাতেও ১৫ টি নদী বাঁধ ভেঙেছে
1/5
শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে ওড়িশা উপকূলে। ‘‌ইয়াসের’‌ ল্যান্ডফল না হলেও বাংলায় উপকূলবর্তী এলাকায় সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসের জেরে ভেঙেছে একাধিক নদী বাঁধ। হু হু করে জল ঢুকছে সমুদ্র তীরবর্তী এলাকা গুলিতে। উত্তাল সাগর।
শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে ওড়িশা উপকূলে। ‘‌ইয়াসের’‌ ল্যান্ডফল না হলেও বাংলায় উপকূলবর্তী এলাকায় সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসের জেরে ভেঙেছে একাধিক নদী বাঁধ। হু হু করে জল ঢুকছে সমুদ্র তীরবর্তী এলাকা গুলিতে। উত্তাল সাগর।
advertisement
2/5
রবাড়ি ভেসে যাচ্ছে। বন্যার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। নামখানা থেকে হিঙ্গলগঞ্জ- একাধিক এলাকায় বাঁধ উপচে বা ভেঙে জল ঢুকেছে। ভাঙন কবলিত মৌসুনি দ্বীপের বালিয়াড়ায় চিনাই নদীর বাঁধে বড়সড় ফাটল তৈরি হয়েছে
রবাড়ি ভেসে যাচ্ছে। বন্যার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। নামখানা থেকে হিঙ্গলগঞ্জ- একাধিক এলাকায় বাঁধ উপচে বা ভেঙে জল ঢুকেছে। ভাঙন কবলিত মৌসুনি দ্বীপের বালিয়াড়ায় চিনাই নদীর বাঁধে বড়সড় ফাটল তৈরি হয়েছে
advertisement
3/5
এ দিন, সকাল ৯টা থেকে ইয়াসের ল্যান্ডফল (Cyclone Yaas landfall) প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানাল মৌসম ভবন। বালাসোর ও ধামড়ার মধ্যে ল্যান্ডফল শুরু হল ইয়াসের। কয়েক ঘণ্টা ধরে এই প্রক্রিয়া চলবে বলে জানা যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, বুধবার দুপুরের মধ্যে শেষ হবে এই ল্যান্ডফল।
এ দিন, সকাল ৯টা থেকে ইয়াসের ল্যান্ডফল (Cyclone Yaas landfall) প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানাল মৌসম ভবন। বালাসোর ও ধামড়ার মধ্যে ল্যান্ডফল শুরু হল ইয়াসের। কয়েক ঘণ্টা ধরে এই প্রক্রিয়া চলবে বলে জানা যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, বুধবার দুপুরের মধ্যে শেষ হবে এই ল্যান্ডফল।
advertisement
4/5
ঘূর্ণিঝড় ইয়াস আসার আগেই পরিস্থিতি সামাল দিতে ১০টি জেলায় নামানো হয় সেনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান, হাওড়া, হুগলি ও নদিয়ায় ১৭ কোম্পানি সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সিভিক ভলান্টিয়ার, অফিসার সহ ৩ লক্ষ পুলিশ মোতায়েত করা হয়েছে।
ঘূর্ণিঝড় ইয়াস আসার আগেই পরিস্থিতি সামাল দিতে ১০টি জেলায় নামানো হয় সেনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান, হাওড়া, হুগলি ও নদিয়ায় ১৭ কোম্পানি সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সিভিক ভলান্টিয়ার, অফিসার সহ ৩ লক্ষ পুলিশ মোতায়েত করা হয়েছে।
advertisement
5/5
 উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগণাতেও ১৫ টি নদী বাঁধ ভেঙেছে। ইয়াস মোকাবিলায় রাজ্য সরকারের হেল্পলাইন নম্বর - দক্ষিণ ২৪ পরগনা: ০৩৩-২২১৪-৩৫২৬/০৩৩-২৪৪৮-৮০৫১/০৩৩-২৪৪৮-৮০৫২
উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগণাতেও ১৫ টি নদী বাঁধ ভেঙেছে। ইয়াস মোকাবিলায় রাজ্য সরকারের হেল্পলাইন নম্বর - দক্ষিণ ২৪ পরগনা: ০৩৩-২২১৪-৩৫২৬/০৩৩-২৪৪৮-৮০৫১/০৩৩-২৪৪৮-৮০৫২
advertisement
advertisement
advertisement