Cyclone Update IMD:'দানা' দুর্বল হলেও বিপদ কাটেনি! ১১ জেলায় অশনি সংকেত...! তালিকায় কলকাতাও,কী হবে এর পর?
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Dana Cyclone After Effect: টানা বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার দাপটে বিপর্যস্ত বাংলার একাধিক জেলা। জলমগ্ন হয়ে পড়েছে উপকূল এলাকা। আতঙ্কিত সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে আবহাওয়ার গতিপ্রকৃতি কী হবে?
Cyclone Dana After Effect: ঘূর্ণিঝড় 'দানা' তাণ্ডব করলেও তেমন দাঁত বসাতে পারেনি বঙ্গে। ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক কম হলেও, পরবর্তী প্রভাব পড়েছে আবহাওয়ায়। টানা বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার দাপটে বিপর্যস্ত বাংলার একাধিক জেলা। জলমগ্ন হয়ে পড়েছে উপকূল এলাকা। আতঙ্কিত সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে আবহাওয়ার গতিপ্রকৃতি কী হবে? জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
'দানা'-র প্রভাবে কলকাতা-সহ ১১ জেলায় বৃষ্টির সর্তকতা রয়েছে। আগামী দুই থেকে তিন ঘন্টায় একটানা বৃষ্টি হবে জেলায়। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দু-এক পশলা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপু্ কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম 'দানা'র ল্যান্ড ফল প্রক্রিয়া সামগ্রিকভাবে শেষ। বৃহস্পতিবার রাত ১১:৩০ নাগাদ দানার সামনের অংশ বা ফরওয়ার্ড সেক্টর স্থলভাগ স্পর্শ করে। ঘূর্ণিঝড়ের মধ্যভাগ বা আই মধ্যরাতে মাটি স্পর্শ করে। রাত দেড়'টা থেকে শুক্রবার ভোর সাড়ে তিনটে পর্যন্ত সময় নেয়। মূল ল্যান্ডফল হয় রাত আড়াই'টে নাগাদ। ঘূর্ণিঝড় দানার টেইল বা রিয়ার পার্টস অর্থাৎ লেজের অংশ সম্পূর্ণভাবে স্থলভাগে ঢুকে পড়ে শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ।
advertisement
advertisement
ঘূর্ণিঝড় ‘দানা’-র প্রভাবে প্রবল বৃষ্টি শুরু হয়েছে আট জেলায়। সকালে কয়েক ঘণ্টা টানা বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আজ, শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে আট জেলায়। উত্তর ও দই সব ক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম জেলায় অধিক বৃষ্টির সম্ভাবনা। সর্তকতা আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
advertisement
advertisement