Cyclone Fengal Update: আসছে ‘ফেনজল’ ! শীতের পথে বাধা হতে পারে এই ঘূর্ণিঝড়, এর অভিমুখ কোনদিকে? জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- local18
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চার জেলায়। শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি।
ঘূর্ণিঝড়েই পরিণত হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপ। আজ, বুধবার অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় এ পরিণত হবে। ঘূর্ণিঝড়-এর নাম ‘ফেনজল’। নাম দিয়েছে সৌদি আরব। এর প্রভাবে উইকেন্ডে উপকূলে বৃষ্টি হবে। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চার জেলায়। শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
advertisement
advertisement
advertisement
বঙ্গোপসাগরের নিম্নচাপ আপাতত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত। পন্ডিচেরি থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান। শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা। আপাতত শ্রীলঙ্কা উপকূল এড়িয়ে এর অভিমুখ তামিলনাড়ু উপকূল। শনিবার এটি স্থলভাগে প্রবেশ করতে পারে।
advertisement
কলকাতায় আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে। আগামী শনিবার পর্যন্ত ক্রমশ তাপমাত্রা বাড়তে পারে। আগামী ৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। নভেম্বরের শেষে রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। রাতের তাপমাত্রা বাড়লেও দিনের তাপমাত্রা কমতে পারে নভেম্বরের শেষে। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। মনোরম আবহাওয়া। নভেম্বরের শেষে মেঘলা আকাশের সম্ভাবনা।
advertisement
কলকাতায় আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৯ থেকে ৮৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।