ঘূর্ণিঝড় অশনির প্রভাবে উত্তাল সমুদ্র। উপকূল এলাকাজুড়ে চূড়ান্ত সতর্কতা অবলম্বন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের। দিঘা, মন্দারমনি, তাজপুর, শঙ্করপুর সহ জেলার বিভিন্ন সমুদ্র সৈকত পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের জন্য সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র স্নানে নামতে না পেরে হতাশ পর্যটকেরা।
প্রাথমিকভাবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত উপকূল এলাকায় প্রশাসনের কড়া নজরদারি চলছে। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ৬৮ কিলোমিটার উপকূল এলাকা। অশনির প্রভাবে উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতি কমাতে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে। দিঘায় টহলদারি শুরু করেছে এনডিআরএফ টিম।