সাইকেলে ভারত ভ্রমণে পাঞ্জাবের তিন যুবক, লক্ষ্য শুনলে...

Last Updated:
ইতিমধ্যেই তাঁরা ছুঁয়ে ফেলেছেন জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা ও বিহারের বিস্তীর্ণ এলাকা। প্রতিটি জায়গায় তাঁরা স্থানীয় মানুষের কাছে দূষণমুক্ত পরিবেশের গুরুত্ব তুলে ধরেছেন
1/5
দূষণমুক্ত ভারত গড়ার বার্তা নিয়ে সাইকেল ভ্রমণে বেরিয়েছে পাঞ্জাবের তিন যুবক। পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে তাঁরা সাইকেলকেই সঙ্গী করেছেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বর্তমানে পূর্ব বর্ধমান জেলায় প্রবেশ করেছেন ওই তিন পাঞ্জাব তনয়।[তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী]
advertisement
2/5
এই ভ্রমণ শুরু হয়েছিল চার মাস আগে পাঞ্জাবের লুধিয়ানা থেকে। এই তিন যুবক হলেন- নীতিশ চোপড়া ওরফে নিশু, বিট্টু পাল ও সন্দ্বীপ। দূষণমুক্ত ভারত গড়ার অঙ্গীকারে তাঁরা হাতিয়ার করেছেন সম্পূর্ণ দূষণবিহীন সাইকেলকে। তাঁদের মূল লক্ষ্য, সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা।[তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী]
advertisement
3/5
ইতিমধ্যেই তাঁরা ছুঁয়ে ফেলেছেন জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা ও বিহারের বিস্তীর্ণ এলাকা। প্রতিটি জায়গায় তাঁরা স্থানীয় মানুষের কাছে দূষণমুক্ত পরিবেশের গুরুত্ব তুলে ধরেছেন। এবার পশ্চিমবঙ্গে প্রবেশ করে পূর্বস্থলীতে তাঁদের দেখা মিলল।[তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী]
advertisement
4/5
নীতিশ চোপড়া জানান, তাঁদের এই স্বপ্ন ভারত ভ্রমণ শেষ করেই থেমে থাকবে না। এরপর তাঁরা আন্তর্জাতিক ভ্রমণে বেরোতে চান। তাঁর কথায়, ঘুরে বেড়ানোটা আমাদের শখ, কিন্তু কাছে এত অর্থ নেই। তাই সাইকেলকেই ভরসা করেছি। সাইকেল দিয়েই দেশ ভ্রমণ করছি, একদিন হয়তো বিশ্ব ভ্রমণও করব।[তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী]
advertisement
5/5
সব মিলিয়ে বলা যায়, তিন যুবকের এই উদ্যোগ কেবল নিছক ভ্রমণ নয়, বরং পরিবেশ রক্ষার এক দৃঢ় বার্তা। দূষণমুক্ত ভারত গড়ার লড়াইয়ে তাঁদের এই প্রচেষ্টা সর্বস্তরের মানুষকে অনুপ্রাণিত করছে।[তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী]
advertisement
advertisement
advertisement