সাইকেলে ভারত ভ্রমণে পাঞ্জাবের তিন যুবক, লক্ষ্য শুনলে...
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Kaustav
Last Updated:
ইতিমধ্যেই তাঁরা ছুঁয়ে ফেলেছেন জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা ও বিহারের বিস্তীর্ণ এলাকা। প্রতিটি জায়গায় তাঁরা স্থানীয় মানুষের কাছে দূষণমুক্ত পরিবেশের গুরুত্ব তুলে ধরেছেন
![দূষণমুক্ত ভারত গড়ার বার্তা নিয়ে সাইকেল ভ্রমণে বেরিয়েছে পাঞ্জাবের তিন যুবক। পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে তাঁরা সাইকেলকেই সঙ্গী করেছেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বর্তমানে পূর্ব বর্ধমান জেলায় প্রবেশ করেছেন ওই তিন পাঞ্জাব তনয়।[তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী] দূষণমুক্ত ভারত গড়ার বার্তা নিয়ে সাইকেল ভ্রমণে বেরিয়েছে পাঞ্জাবের তিন যুবক। পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে তাঁরা সাইকেলকেই সঙ্গী করেছেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বর্তমানে পূর্ব বর্ধমান জেলায় প্রবেশ করেছেন ওই তিন পাঞ্জাব তনয়।[তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী]](https://images.news18.com/static-bengali/uploads/2025/08/HYP_5417068_img20250830wa0060_watermark_30082025_153112_1.jpg?impolicy=website&width=827&height=620)





