বিশাল সরীসৃপ আপনার হাতের নাগালের মধ্যে, পরিবারের খুদেরা পাবে দারুণ মজা, কোথায় জানেন

Last Updated:
এই গরমে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে চান। সেই সঙ্গে জঙ্গল ও পাখি দেখার আনন্দ উপভোগ করতে চান‌। তাহলে ঘুরে আসুন ভগবতপুর কুমির প্রকল্পে।
1/6
এই গরমে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে চান। সেই সঙ্গে জঙ্গল ও পাখি দেখার আনন্দ উপভোগ করতে চান‌। তাহলে ঘুরে আসুন ভগবতপুর কুমির প্রকল্পে।
এই গরমে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে চান। সেই সঙ্গে জঙ্গল ও পাখি দেখার আনন্দ উপভোগ করতে চান‌। তাহলে ঘুরে আসুন ভগবতপুর কুমির প্রকল্পে।
advertisement
2/6
ভগবতপুর কুমির প্রকল্পের প্রথম সূচনা হয় ১৯৭৬ সালে। প্রথমে কুমীরের ডিম সংগ্রহ করা হয়েছিল। এরপর সেখানে কৃত্রিম উপায়ে ডিম ফুটিয়ে কুমির উৎপাদন করা হয়।
ভগবতপুর কুমির প্রকল্পের প্রথম সূচনা হয় ১৯৭৬ সালে। প্রথমে কুমীরের ডিম সংগ্রহ করা হয়েছিল। এরপর সেখানে কৃত্রিম উপায়ে ডিম ফুটিয়ে কুমির উৎপাদন করা হয়।
advertisement
3/6
তবে এই গরমে দুপুর বেলা আপনি কুমির নাও দেখতে পারেন। গরমের সময় কুমির জলের তলায় থাকতে ভালবাসে। তবে বিকালে কুমির অবশ্যই দেখতে পাবেন।
তবে এই গরমে দুপুর বেলা আপনি কুমির নাও দেখতে পারেন। গরমের সময় কুমির জলের তলায় থাকতে ভালবাসে। তবে বিকালে কুমির অবশ্যই দেখতে পাবেন।
advertisement
4/6
বর্তমানে এই কুমির প্রকল্প থেকে কুমির উৎপাদন করে সুন্দরবনের একাধিক নোনাজলের নদী ও খাঁড়িতে ছাড়া হয়। সারাবছরই এই কুমির দেখতে সেখানে পর্যটকরা ভিড় করেন।
বর্তমানে এই কুমির প্রকল্প থেকে কুমির উৎপাদন করে সুন্দরবনের একাধিক নোনাজলের নদী ও খাঁড়িতে ছাড়া হয়। সারাবছরই এই কুমির দেখতে সেখানে পর্যটকরা ভিড় করেন।
advertisement
5/6
এই কুমির প্রকল্পে আপনি জীবন্ত কুমির ছাড়াও দেখতে পাবেন, সংরক্ষিত মৃত কুমির, কুমিরের ডিম, বিভিন্ন পরিযায়ী পাখি, সুন্দরবনের একাধিক ম্যানগ্রোভ উদ্ভিদ।
এই কুমির প্রকল্পে আপনি জীবন্ত কুমির ছাড়াও দেখতে পাবেন, সংরক্ষিত মৃত কুমির, কুমিরের ডিম, বিভিন্ন পরিযায়ী পাখি, সুন্দরবনের একাধিক ম্যানগ্রোভ উদ্ভিদ।
advertisement
6/6
বর্তমানে কুমির প্রকল্প সংলগ্ন এলাকায় একাধিক খাবার দোকান তৈরী হয়েছে। তবে এই কুমির প্রকল্পে আপনি থাকতে পারবেনা। কুমির প্রকল্প দেখে ফিরে আসতে হবে আপনাকে।
বর্তমানে কুমির প্রকল্প সংলগ্ন এলাকায় একাধিক খাবার দোকান তৈরী হয়েছে। তবে এই কুমির প্রকল্পে আপনি থাকতে পারবেনা। কুমির প্রকল্প দেখে ফিরে আসতে হবে আপনাকে।
advertisement
advertisement
advertisement