Richa Ghosh : রিচার সাফল্যে গুমায় উৎসবের আবহ! বাংলার মেয়ের জয়ে বদলে গেল পুরো এলাকা, গর্বে ভাসছেন মহিলারা

Last Updated:
Richa Ghosh : আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক কৃতিত্বে বাংলার মুখ উজ্জ্বল করেছেন রিচা ঘোষ। তাঁকে ঘিরে এখন গুমায় উৎসবের আমেজ।
1/6
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: রিচা ঘোষের সাফল্যে যেন উৎসবের আবহ গুমায়, গর্বে ভাসছে সুকান্তপল্লী মহিলারা। উত্তর ২৪ পরগনার গুমার সুকান্তপল্লীতে তাই এখন এক অন্যরকম পরিবেশ
রিচা ঘোষের সাফল্যে যেন উৎসবের আবহ গুমায়, গর্বে ভাসছেন সুকান্তপল্লী মহিলারা। উত্তর ২৪ পরগনার গুমার সুকান্তপল্লীতে তাই এখন এক অন্যরকম পরিবেশ। <strong>(ছবি ও তথ্য - রুদ্র নারায়ণ রায়)</strong>
advertisement
2/6
কারণ, বাংলার মেয়ে রিচা ঘোষের সাম্প্রতিক সাফল্য। আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক কৃতিত্বে বাংলার মুখ উজ্জ্বল করেছেন এই তরুণী, আর তাই তাঁকে ঘিরে এখন গুমায় উৎসবের আমেজ। এলাকার প্রবীণ থেকে শুরু করে মহিলা, যুবক এবং কচিকাঁচারাও রিচাকে নিয়ে মেতে
কারণ, বাংলার মেয়ে রিচা ঘোষের সাম্প্রতিক সাফল্য। আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক কৃতিত্বে বাংলার মুখ উজ্জ্বল করেছেন এই তরুণী। আর তাই তাঁকে ঘিরে এখন গুমায় উৎসবের আমেজ। এলাকার প্রবীণ থেকে শুরু করে মহিলা, যুবক এবং কচিকাঁচারাও রিচাকে নিয়ে মেতে উঠেছে।
advertisement
3/6
পাড়ার মোড়ে মোড়ে টাঙানো রয়েছে রিচার ছবি, সাজানো ফুল ও শুভেচ্ছা বার্তায়। ছোটদের হাতে তুলে দেওয়া হয় চকোলেট ও ফুল। দেশাত্মবোধ জাগাতে পরিবেশিত হয় দেশাত্মবোধক সংগীতও
পাড়ার মোড়ে মোড়ে টাঙানো রয়েছে রিচার ছবি, সাজানো ফুল ও শুভেচ্ছা বার্তায়। ছোটদের হাতে তুলে দেওয়া হয় চকোলেট ও ফুল। দেশাত্মবোধ জাগাতে পরিবেশিত হয় দেশাত্মবোধক সংগীতও।
advertisement
4/6
অনুষ্ঠানের উদ্যোক্তাদের বক্তব্য, রিচা শুধু একজন ক্রিকেটার নন, তিনি আজ বাংলার মেয়ে, আমাদের গর্ব, আমাদের অনুপ্রেরণা। আমরা চাই, তিনি আরও বড় মঞ্চে ভারতের হয়ে অধিনায়কত্ব করুন এবং আরও বহু ম্যাচ জেতান। প্রত্যন্ত এলাকার মহিলারাও তাকে দেখে লড়াইয়ের সাহস পাচ্ছেন
অনুষ্ঠানের উদ্যোক্তাদের বক্তব্য, রিচা শুধু একজন ক্রিকেটার নন, তিনি আজ বাংলার মেয়ে, আমাদের গর্ব, আমাদের অনুপ্রেরণা। আমরা চাই, তিনি আরও বড় মঞ্চে ভারতের হয়ে অধিনায়কত্ব করুন এবং আরও বহু ম্যাচ জেতান। প্রত্যন্ত এলাকার মহিলারাও তাকে দেখে লড়াইয়ের সাহস পাচ্ছেন।
advertisement
5/6
এলাকার মহিলাদের মুখেও ফুটে উঠল গর্ব ও অনুপ্রেরণার এই সুর। তাঁদের কথায়, রিচার মতো মেয়েরাই প্রমাণ করে দিচ্ছে- মহিলারাও যেকোনও ক্ষেত্রে পিছিয়ে নেই। একবার রিচাকে সামনাসামনি দেখা- এটাই এখন এলাকার মহিলা সহ সকলের স্বপ্ন বলেও জানান
এলাকার মহিলাদের মুখেও ফুটে উঠল গর্ব ও অনুপ্রেরণার এই সুর। তাঁদের কথায়, রিচার মতো মেয়েরাই প্রমাণ করে দিচ্ছে, মহিলারাও কোনও ক্ষেত্রে পিছিয়ে নেই। একবার রিচাকে সামনাসামনি দেখা, এটাই এখন এলাকার মহিলা সহ সকলের স্বপ্ন হয়ে উঠেছে।
advertisement
6/6
এলাকার মহিলাদের এমন উচ্ছ্বাস ও আবেগে যেন বলছে, রিচা ঘোষ শুধু দেশের তারকা নন, তিনি বাংলার প্রত্যন্ত এলাকা গুমা এলাকার মানুষদেরও হৃদয় ছুঁয়েছেন
এলাকার মহিলাদের এমন উচ্ছ্বাস ও আবেগে যেন বলছে, রিচা ঘোষ শুধু দেশের তারকা নন, তিনি বাংলার প্রত্যন্ত এলাকা গুমা এলাকার মানুষদেরও হৃদয় ছুঁয়েছেন। <strong>(ছবি ও তথ্য - রুদ্র নারায়ণ রায়)</strong>
advertisement
advertisement
advertisement