বৃষ্টি থামার নাম নেই, ২০১৭ সাল ফিরবে না তো? আশঙ্কায় ঘাটাল
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
আশঙ্কার কথা হল আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। আর তা সত্যি হলে ঘাটালে বন্যার আশঙ্কা প্রবল হয়ে উঠবে। শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর যদি আরও বাড়ে তবে একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়তে পারে। ২০১৭ সালের ভয়াবহ বন্যার স্মৃতি উঁকি মারছে স্থানীয়দের মনে
![নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে ফের বিপর্যয়ের ভ্রুকুটি ঘাটাল মহকুমা জুড়ে। সকাল থেকে রাত অবধি আকাশে কালো মেঘ, মাঝে মাঝে ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বর্ষণ। কার্যত দুর্ভোগ নেমে এসেছে সাধারণ মানুষের জীবনে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এমন বৃষ্টির কারণে রাস্তাঘাটে হাঁটাচলা করাই দুষ্কর হয়ে পড়েছে। ঘরের ভেতরেও জল ঢোকার মত পরিস্থিতি তৈরি হয়েছে কোথাও কোথাও।[ছবি ও তথ্য: মিজানুর রহমান] নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে ফের বিপর্যয়ের ভ্রুকুটি ঘাটাল মহকুমা জুড়ে। সকাল থেকে রাত অবধি আকাশে কালো মেঘ, মাঝে মাঝে ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বর্ষণ। কার্যত দুর্ভোগ নেমে এসেছে সাধারণ মানুষের জীবনে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এমন বৃষ্টির কারণে রাস্তাঘাটে হাঁটাচলা করাই দুষ্কর হয়ে পড়েছে। ঘরের ভেতরেও জল ঢোকার মত পরিস্থিতি তৈরি হয়েছে কোথাও কোথাও।[ছবি ও তথ্য: মিজানুর রহমান]](https://images.news18.com/static-bengali/uploads/2025/08/HYP_5399908_img20250823wa0016_watermark_23082025_102254_1.jpg?impolicy=website&width=827&height=620)