Bankura News: মুখে হুইসেল! রোদ হোক কিংবা বৃষ্টি সাতসকালে হাজির ওরা...স্বচ্ছ বাঁকুড়ার স্বপ্ন পূরণে কারা?
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
প্রতিদিন সকালে বাঁকুড়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে দেখা যায় এই কয়েকজন মহিলাকে, শহরের আবর্জনা এক জায়গায় জুটিয়ে শহরকে পরিষ্কার রাখে তারা। প্রতিদিন সকালে এটাই রুটিন তাদের।
advertisement
advertisement
বাঁকুড়া পৌরসভা থেকে ১৫ টা ওয়ার্ডে ইতিমধ্যেই প্রতিদিন ভোরবেলা পৌঁছে যান কয়েকজন মহিলা যারা ঘরের আবর্জনা থেকে শুরু করে কিছু ক্ষেত্রে রাস্তাঘাটের আবর্জনা পরিষ্কার করে থাকেন। শুধু আবর্জনা পরিষ্কার করাই নয়! প্লাস্টিক এবং পচনশীল আবর্জনা আলাদা আলাদা করে নীল এবং সবুজ বালতি বন্দি করা হয়। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই কাজটি করে থাকেন।
advertisement
advertisement
advertisement
সপ্তাহে সাত দিন ভোর পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এই মহিলারা পরিষ্কার করে থাকেন বাঁকুড়া শহরকে। প্রত্যেকেরই সংসারে রয়েছে অভাব অনটন। এই কাজ করে তাদের সংসার না চললেও সংসারে অনেকটাই সাহায্য হয় বলে জানিয়েছেন তারা। সঙ্গে ভোরবেলা থেকে মহিলা সাফাই কর্মীদের এই কাজ যথেষ্ট গুরুত্ব সঙ্গে গ্রহণ করেছে বাঁকুড়াবাসী।