Chitfund: মা-মেয়ে মিলে দিত 'টোপ', বাজার থেকে তুলেছিল দশ হাজার কোটি টাকা! দিঘার কাছ থেকে ধরা পড়ল সেই মা-মেয়ে! ওই টাকা কোথায় গেছে জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Chitfund: ওড়িশা পুলিশের ইওডব্লিউ রামনগর থানার হামিরপুর থেকে ইতিমধ্যে গ্রেফতার করে মা ও মেয়েকে ভুবনেশ্বরে নিয়ে গিয়েছে।
advertisement
ওড়িশা পুলিশের ইওডব্লিউ রামনগর থানার হামিরপুর থেকে ইতিমধ্যে গ্রেফতার করে মা ও মেয়েকে ভুবনেশ্বরে নিয়ে গিয়েছে। এই অর্থলগ্নি সংস্থার সঙ্গে বাংলাদেশেরও যোগ রয়েছে বলে তদন্তকারীদের অনুমান। ধৃত মা ও মেয়ের নাম দীপিকা ভঞ্জ ও তন্দ্রা ভঞ্জ। তারা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও বেশ কয়েকটি রাজ্য থেকে কোটি কোটি টাকা তুলেছে বলে অভিযোগ। Representative Image (AI)
advertisement
প্রায় ১০০০০ কোটি টাকা বাজার থেকে তুলে হাওলার মাধ্যমে সেই সব টাকা চিন, দুবাইয়ের মতো জায়গায় পাচার করেছে তারা। জানা গিয়েছে, এই অর্থলগ্নি সংস্থার মূল মাস্টারমাইন্ড দীপিকা ভঞ্জের স্বামী তুষার ভঞ্জ। বেশ কয়েক বছর আগে কয়েকটি কম্পানি খুলেছিল তুষার। সেই সব কোম্পানির কয়েকটির ডিরেক্টর করেন তার স্ত্রী ও কন্যাকে। নিজেও ডিরেক্টর হন। বিভিন্ন জায়গায় কোম্পানির তরফ থেকে অফিস খোলা হয়। Representative Image (AI)
advertisement
সেই সমস্ত কোম্পানির প্রচার করা হতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ক্রমে ক্রমে কম্পানি আরও বিস্তার লাভ করতে শুরু করে। ওড়িশা, বিহার, অসম, ছত্রিশগড় সহ বিভিন্ন রাজ্য থেকে টাকা তুলতে শুরু করে তারা। তবে মাঝে ঘটে বিপত্তি। ওড়িশার ভুবনেশ্বরের এক বাসিন্দা ওই কম্পানিতে টাকা বিনিয়োগ করেছিলেন। তবে পরে টাকা ফেরত না পেয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে। পরে তিনি ওড়িশা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। Representative Image (AI)
advertisement
advertisement