Child Delivery In Indian Railways: শরীরের সবকটি হাড় বোধহয় একসঙ্গে ভেঙে গেল, অসহ্য লেবার পেইনে স্টেশনেই শুয়ে পড়লেন প্রেগন্যান্ট মহিলা, তারপর ভারতীয় রেল যা করল
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Child Delivery In Indian Railways: ট্রেন ধরতে এসে হাওড়া স্টেশনেই প্রসব যন্ত্রণা, আরপিএফ ও জিআরপিএফ কর্মীদের সহযোগিতায় জন্ম শিশুর!
হাওড়া: হাওড়া স্টেশনে জন্ম নিল ফুটফুটে পুত্র সন্তান! সপ্তাহের মাঝখান চরম ব্যস্ত হাওড়া স্টেশনে, বিকেলে স্টেশন জুড়ে ঘরে ফেরার পালা। ব্যস্ত স্টেশনেই জন্ম হল এক শিশু। বৃহস্পতিবার বিকেলে, ঘড়ির কাঁটায় পাঁচটা। স্টেশন জুড়ে যাত্রী প্লাবন, এমন সময় হাওড়া স্টেশনের ১২ নম্বর প্ল্যাটফর্মে প্রসব যন্ত্রণায় কাতর এক মা। Photo Courtesy- Representative (Meta AI)
advertisement
advertisement
হাওড়া স্টেশনের ১২ নম্বর প্লাটফর্মে অন্যান্য যাত্রীদের সঙ্গে ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন সুমিত্রা বাসিল (৩৫) নামের এক মহিলা। সঙ্গে ছিল তার ছোট মেয়ে। কোল্ডফিল্ড এক্সপ্রেসে অন্ডালে বাড়ি ফেরা উদ্দেশে স্টেশনে হাজির হয়েছিলেন। সেই মতোই তিনি ১২ নম্বর প্ল্যাটফর্মে হাজির হয়ে ছিলেন। Photo Courtesy- Representative (Meta AI)
advertisement
advertisement
মহিলা আরপিএফ কর্মীরা ওই মহিলাকে ঘিরে নেয়। চারদিকে কাপড় দিয়ে ঘিরে আধার তৈরি করা হয়। কাপড় ঘেরা চার দেয়ালের মধ্যেই পৃথিবীর আলো দেখল এক শিশু। সুমিত্রা জন্ম দেন ফুটফুটে এক পুত্র সন্তানের। এরপর সেখান থেকে জিআরপির তৎপরতায় অ্যাম্বুলেন্সে করে তাঁকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। বর্তমানে মা এবং শিশু উভয়ই সুস্থ। এমন রেলে এই ঘটনা'য় ভীষণ আনন্দিত অন্যান্য রেল যাত্রীরা। Photo- Representative- Input- Rakesh Maity





