রাইফেল ছেড়ে সাইকেলে টহল! অন্য মেজাজে সীমান্তরক্ষী বাহিনীকে দেখে হতবাক গ্রামবাসীরা, হলটা কী?

Last Updated:
বিএসএফ হেডকোয়ার্টার থেকে বেরোনোর পরে প্রত্যেকের সাইকেলে লাগানো ছিল জাতীয় পতাকা। দেশের নামে জয়ধ্বনি দিতে দিতে তারা এগিয়ে চলেন।
1/6
কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ: খেলো ইন্ডিয়া উপলক্ষে বিএসএফের সাইকেল র‍্যালি। নদিয়া জেলার বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে খেলো ইন্ডিয়া উপলক্ষে একটি সাইকেল র‍্যালির আয়োজন করা হল।
কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ: খেলো ইন্ডিয়া উপলক্ষে বিএসএফের সাইকেল র‍্যালি। নদিয়া জেলার বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে খেলো ইন্ডিয়া উপলক্ষে একটি সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছিল।
advertisement
2/6
এই সাইকেল র‍্যালি বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলের হেডকোয়ার্টার সীমানগর থেকে কৃষ্ণনগর বিএসএফ সেক্টর হেডকোয়ার্টার পর্যন্ত যায়। এই সাইকেল র‍্যালিতে বিএসএফের প্রায় ২০০ জন সৈনিক অফিসাররা যোগদান করেন। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
এই সাইকেল র‍্যালি বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলের হেডকোয়ার্টার সীমানগর থেকে কৃষ্ণনগর বিএসএফ সেক্টর হেডকোয়ার্টার পর্যন্ত যায়। এই সাইকেল র‍্যালিতে বিএসএফের প্রায় ২০০ জন সেনাকর্মী যোগদান করেন। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
3/6
বি এস এফ হেডকোয়ার্টার থেকে বেরোনোর পরে প্রত্যেকের সাইকেলে লাগানো ছিল জাতীয় পতাকা। দেশের নামে জয়ধ্বনি দিতে দিতে তারা এগিয়ে চলেন রাস্তা দিয়ে দুই চাকায় ভর করে।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
বি এস এফ হেডকোয়ার্টার থেকে বেরোনোর পরে প্রত্যেকের সাইকেলে লাগানো ছিল জাতীয় পতাকা। দেশের নামে জয়ধ্বনি দিতে দিতে তারা এগিয়ে চলেন রাস্তা দিয়ে দুই চাকায় ভর করে। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
4/6
বিএসএফের সেনাবাহিনীরা সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের উৎসাহ যোগায় আশেপাশে স্থানীয় বাসিন্দারাও। তারা জানান শরীরকে সুস্থ রাখতে ভবিষ্যতে এই ধরনের র‍্যালিতে অংশগ্রহণ করবেন তারাও।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
বিএসএফের সেনাবাহিনীরা সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের উৎসাহ জোগায় আশেপাশে স্থানীয় বাসিন্দারাও। তাঁরা জানান শরীরকে সুস্থ রাখতে ভবিষ্যতে এই ধরনের র‍্যালিতে অংশগ্রহণ করবেন তাঁরাও। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
5/6
সম্পূর্ণ র‍্যালিটি বিএসএফের সেনারা সাইকেল চালিয়ে কৃষ্ণনগর বিএসএফ সেক্টর হেডকোয়ার্টার পর্যন্ত আসেন। বিএসএফএ ৩২ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট সুজিত কুমারের উদ্যোগে এই বর্ণাট খেলো ইন্ডিয়া উপলক্ষে সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
সম্পূর্ণ র‍্যালিটি বিএসএফের সেনারা সাইকেল চালিয়ে কৃষ্ণনগর বিএসএফ সেক্টর হেডকোয়ার্টার পর্যন্ত আসেন। বিএসএফএ ৩২ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট সুজিত কুমারের উদ্যোগে এই বর্ণাঢ্য খেলো ইন্ডিয়া উপলক্ষে সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
6/6
সাধারণ মানুষ যাতে ফিট থাকে এবং স্বাস্থ্য সচেতন হয় এই বার্তা ছড়িয়ে দেওয়াই এই প্রোগ্রামের মূল উদ্দেশ। এই র‍্যালিতে বিএসএফের সেনাদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্তভাবে এবং তাদের উপস্থিতি ছিল যথেষ্ট চোখে পড়ার মতো।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
সাধারণ মানুষ যাতে ফিট থাকে এবং স্বাস্থ্য সচেতন হয়ে ওঠেন, এই বার্তা ছড়িয়ে দেওয়া এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এই র‍্যালিতে বিএসএফের সেনাদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্তভাবে এবং তাদের উপস্থিতি ছিল যথেষ্ট চোখে পড়ার মতো। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
advertisement
advertisement