East Medinipur News: যোগাসনে কাঁথির ছেলের ভারত জয়, এবার লক্ষ্য বিশ্বজয়
- Reported by:Madan Maity
- hyperlocal
- Published by:Sudip Paul
Last Updated:
East Medinipur: সম্প্রতি কেরালার কোচি শহরে অনুষ্ঠিত জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিবু। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীদের সঙ্গে লড়াইয়ে সে নিজেকে প্রমাণ করে।
যোগাসনে জাতীয় স্তরে জয় ছিনিয়ে নিল কাঁথির ছেলে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সরদা এলাকার তৃতীয় শ্রেণীর ছাত্র শিবু শীট। আর্থিক অনটনের মধ্যেও অদম্য ইচ্ছাশক্তি নিয়ে সম্প্রতি কেরালার কোচিতে অনুষ্ঠিত জাতীয় যোগাসন প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছে সে। এখন তার লক্ষ্য আন্তর্জাতিক মঞ্চ। আগামী অক্টোবর মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় অংশ নেবে এই প্রতিভাবান কিশোর। খবর পেয়ে উচ্ছ্বাসে ভরেছে পরিবার, স্কুল, শিক্ষক ও প্রতিবেশীরা। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
শিবুর পড়াশোনা কাঁথির একটি বেসরকারি স্কুলে। ছোটবেলা থেকেই যোগাসন তার ধ্যান-জ্ঞান। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা একেবারেই অনুকূলে নয়। তবুও অভাবকে সঙ্গী করে অনুশীলন চালিয়ে গেছে সে। তার অধ্যবসায় ও আত্মবিশ্বাসই তাকে জাতীয় স্তরে পৌঁছে দিয়েছে। জাতীয় মঞ্চে সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই গর্বে ভরে উঠেছে কাঁথির মানুষ। ছোট্ট এই ছেলের কৃতিত্বে গর্বিত গোটা পূর্ব মেদিনীপুর।
advertisement
সম্প্রতি কেরালার কোচি শহরে অনুষ্ঠিত জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিবু। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীদের সঙ্গে লড়াইয়ে সে নিজেকে প্রমাণ করে। শেষ পর্যন্ত ব্রোঞ্জ পদক জিতে কাঁথি তথা পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করেছে। প্রতিযোগিতায় শিবুর আত্মবিশ্বাস ও দক্ষতা বিচারকদের মুগ্ধ করেছে। এই জয়ের পরই তার সামনে খুলে গেছে আন্তর্জাতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ।
advertisement
আগামী অক্টোবর মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতা। সেখানে ভারতের প্রতিনিধিত্ব করবে কাঁথির এই প্রতিভাবান কিশোর। এর মধ্যেই শিবুর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক স্তরে খেলতে পারা তার কাছে এক নতুন স্বপ্নের সূচনা। তার এই সাফল্যে স্কুলের সহপাঠী ও শিক্ষকরা উল্লাসে ভাসছেন। কেরালা থেকে বাড়ি ফেরার পথে শুভেচ্ছার জোয়ারে ভেসে উঠেছে শিবু ও তার পরিবার।
advertisement
শিবুর এই অসাধারণ সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই প্রতিবেশী থেকে শুরু করে সহপাঠীরা উচ্ছ্বসিত। শিক্ষকরা মনে করছেন, এই ছোট্ট ছাত্রের জয় গোটা জেলার সম্মান বাড়িয়েছে। অভাবের মধ্যেও শিবুর জেদ আর অধ্যবসায় তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। তার সহপাঠীরা ভবিষ্যতে বিশ্বজয়ের পথে শিবুর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। কেরালায় জয়ের পর বাড়ি ফেরার পথে বারবার শুভেচ্ছা পাচ্ছে সে।
advertisement
শিবুর মা প্রিয়াঙ্কা শীট আবেগঘন কণ্ঠে বলেন, “অভাব-অনটনের মধ্যে থেকেও আমরা ছেলেকে কখনও স্বপ্ন দেখতে বাঁধা দিইনি। আমরা চাই সে যোগাসনে আরও বড় মঞ্চে দেশের নাম উজ্জ্বল করুক। শিবুর জেদ, একাগ্রতা ও পরিশ্রমই তাকে এই জায়গায় নিয়ে এসেছে। এখন তার লক্ষ্য মালয়েশিয়া। সবার আশীর্বাদ থাকলে একদিন সে বিশ্বজয় করবে।”









