Biswa Bangla Biswabidyalay: বিদেশের পড়ুয়ারাও আবেদন জানিয়েছেন! বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে টক্কর দিচ্ছে নামী ইউনিভার্সিটিগুলিকে, এখনই জানুন

Last Updated:
বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ, নেপাল এবং মায়ানমার থেকে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আবেদন জমা পড়েছে, আপনার রয়েছে বিরাট সুযোগ।
1/5
ভিন দেশের পড়ুয়ারাও আবেদন করতে শুরু করলেন বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে।সূত্রের খবর বাংলাদেশে, নেপাল এবং মায়ানমার থেকে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আবেদন জমা পড়েছে।১৪টি নতুন গুরুত্বপূর্ণ বিষয়ে অনুমোদনের পরেই স্নাতকোত্তরে পঠন-পাঠন শুরুর ঘোষণা হতেই পড়ুয়াদের থেকে ভালো সাড়া মিলেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভিন দেশের পড়ুয়ারাও আবেদন করতে শুরু করলেন বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে। সূত্রের খবর বাংলাদেশে, নেপাল এবং মায়ানমার থেকে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আবেদন জমা পড়েছে। ১৪টি নতুন গুরুত্বপূর্ণ বিষয়ে অনুমোদনের পরেই স্নাতকোত্তরে পঠন-পাঠন শুরুর ঘোষণা হতেই পড়ুয়াদের থেকে ভাল সাড়া মিলেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
advertisement
2/5
শুধু বীরভূম বা অন্য রাজ্য নয়, ভিনদেশ থেকেও পড়য়ারা ভরতি হতে যথেষ্টই আগ্রহী।ইতিমধ্যেই আবেদনের তালিকা মিলেছে। শীঘ্রই সেই আবেদনের ভিত্তিতেই ভরতি প্রক্রিয়া ও পঠন-পাঠন শুরু হবে চলতি সপ্তাহেই। উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে সংস্কৃত, ভূগোল, ভাষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিদ্যা, জীববিজ্ঞান, রাসায়নিক বিজ্ঞান, শরীর শিক্ষা, বাণিজ্য সংগীত ও চিত্রকলা-সহ আরও ১৪টি বিষয় পড়ানোর অনুমোদন মিলেছে।
শুধু বীরভূম বা অন্য রাজ্য নয়, ভিনদেশ থেকেও পড়ুয়ারা ভরতি হতে যথেষ্টই আগ্রহী। ইতিমধ্যেই আবেদনের তালিকা মিলেছে। শীঘ্রই সেই আবেদনের ভিত্তিতেই ভরতি প্রক্রিয়া ও পঠন-পাঠন শুরু হবে চলতি সপ্তাহেই। উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে সংস্কৃত, ভূগোল, ভাষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিদ্যা, জীববিজ্ঞান, রাসায়নিক বিজ্ঞান, শরীর শিক্ষা, বাণিজ্য সংগীত ও চিত্রকলা-সহ আরও ১৪টি বিষয় পড়ানোর অনুমোদন মিলেছে।
advertisement
3/5
ফলে নতুন করে আনুমানিক ৭০০ পড়ুয়ার পঠন-পাঠনের সুযোগও তৈরি হয়েছে। শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থাকলেও সিট সংখ্যা সীমিত হওয়ায় সকলের পড়াশোনার সুযোগ ছিল না।ভরসা একমাত্র বর্ধমান, যাদবপুর অথবা কলকাতা বিশ্ববিদ্যালয়। মেধা পড়য়াদের উচ্চশিক্ষার কথা মাথায় রেখেই রাজ্য সরকারের ভাবনা শুরু হয় বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়কে নিয়ে।
ফলে নতুন করে আনুমানিক ৭০০ পড়ুয়ার পঠন-পাঠনের সুযোগও তৈরি হয়েছে। শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থাকলেও আসন সংখ্যা সীমিত হওয়ায় সকলের পড়াশোনার সুযোগ ছিল না। ভরসা একমাত্র বর্ধমান, যাদবপুর অথবা কলকাতা বিশ্ববিদ্যালয়। মেধা পড়য়াদের উচ্চশিক্ষার কথা মাথায় রেখেই রাজ্য সরকারের ভাবনা শুরু হয় বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়কে নিয়ে।
advertisement
4/5
বোলপুরের রায়পুর- সুপুর শিবপুর মৌজায় ৩১ একর জায়গা জুড়ে প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উন্নত মানের শ্রেণিকক্ষ, দুটি ছাত্রীনিবাস, অধ্যাপকদের আবাসন, ইন্ডোর- আউটডোর খেলার মাঠ নির্মাণ করা হয়।
বোলপুরের রায়পুর- সুপুর শিবপুর মৌজায় ৩১ একর জায়গা জুড়ে প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উন্নত মানের শ্রেণিকক্ষ, দুটি ছাত্রীনিবাস, অধ্যাপকদের আবাসন, ইন্ডোর- আউটডোর খেলার মাঠ নির্মাণ করা হয়।
advertisement
5/5
এছাড়াও শিক্ষা প্রাঙ্গণে কলা, বিজ্ঞান, প্রশাসনিক কার্যালয়, জাদুঘর, বিশাল লেক, শরীরচর্চার জন্য জিম, কেন্দ্রীয় গ্রন্থাগার, ৬০০ আসনের আম্পি থিয়েটার হল স্থান পেয়েছে। পাঠদান দিচ্ছেন ৩৮ জন অস্থায়ী অধ্যাপক-অধ্যাপিকা। তার মধ্যে ১৬ জন গেস্ট ফ্যাকাল্টি এবং ৫৪ জন গেস্ট লেকচারার।
এছাড়াও শিক্ষা প্রাঙ্গণে কলা, বিজ্ঞান, প্রশাসনিক কার্যালয়, জাদুঘর, বিশাল লেক, শরীরচর্চার জন্য জিম, কেন্দ্রীয় গ্রন্থাগার, ৬০০ আসনের অ‍্যাম্পি থিয়েটার হল স্থান পেয়েছে। পাঠদান দিচ্ছেন ৩৮ জন অস্থায়ী অধ্যাপক-অধ্যাপিকা। তার মধ্যে ১৬ জন গেস্ট ফ্যাকাল্টি এবং ৫৪ জন গেস্ট লেকচারার।
advertisement
advertisement
advertisement