৪ দিন না খেয়ে রাস্তায় ঘুরে বেড়ানো বৃদ্ধার পাশে দাঁড়ালেন ২ মহিলা পুলিশ! নিরাপদ আশ্রয় পেলেন বৃদ্ধা

Last Updated:
ঘর থেকে বিতাড়িত বৃদ্ধা চার দিন রাস্তায়, দু'ই মহিলা পুলিশ কর্মকর্তার সহায়তায় পেলেন স্বপ্নপুরী বৃদ্ধাশ্রমে নিরাপদ আশ্রয়
1/5
চার দিন না খেয়ে, ভবঘুরের মতো সিউড়ির রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন এক ষাটোর্ধ বৃদ্ধা। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি থাকা সত্ত্বেও কোনও আশ্রয় ও খাওয়ার ব্যবস্থা না থাকায় ভাড়াবাড়িতে আশ্রয় নিলেও তাতে স্থায়িত্ব মেলেনি। অবশেষে অসহায় অবস্থায় তিনি শহরের রাস্তায় একা ঘুরে বেড়াচ্ছিলেন। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
চার দিন না খেয়ে, ভবঘুরের মতো সিউড়ির রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন এক ষাটোর্ধ বৃদ্ধা। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি থাকা সত্ত্বেও কোনও আশ্রয় ও খাওয়ার ব্যবস্থা না থাকায় ভাড়াবাড়িতে আশ্রয় নিলেও তাতে স্থায়িত্ব মেলেনি। অবশেষে অসহায় অবস্থায় তিনি শহরের রাস্তায় একা ঘুরে বেড়াচ্ছিলেন। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
দক্ষিণ তিলপাড়ার বাসিন্দা অভিজিৎ লায়েক বৃদ্ধার সঙ্গে কথা বলে তার কষ্ট ও অসহায় পরিস্থিতি জানতে পারেন। বৃদ্ধার দুর্দশা দেখে তিনি সাহায্যের সিদ্ধান্ত নেন।
দক্ষিণ তিলপাড়ার বাসিন্দা অভিজিৎ লায়েক বৃদ্ধার সঙ্গে কথা বলে তার কষ্ট ও অসহায় পরিস্থিতি জানতে পারেন। বৃদ্ধার দুর্দশা দেখে তিনি সাহায্যের সিদ্ধান্ত নেন।
advertisement
3/5
অভিজিৎ লায়েকের স্ত্রী পিয়াসী লায়েক, যিনি সিউড়ি থানার ট্রাফিক পুলিশের জুনিয়র কনস্টেবল, বৃদ্ধার পাশে দাঁড়ান। তারা দ্রুত যোগাযোগ করেন আরেক প্রাক্তন লেডি কনস্টেবল ছবিলা খাতুন যিনি বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা এএসআই, যিনি পরিচালনা করেন বৃদ্ধাশ্রম
অভিজিৎ লায়েকের স্ত্রী পিয়াসী লায়েক, যিনি সিউড়ি থানার ট্রাফিক পুলিশের জুনিয়র কনস্টেবল, বৃদ্ধার পাশে দাঁড়ান। তারা দ্রুত যোগাযোগ করেন আরেক প্রাক্তন লেডি কনস্টেবল ছবিলা খাতুন যিনি বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা এএসআই, যিনি পরিচালনা করেন বৃদ্ধাশ্রম "স্বপ্নপুরী এক্সপ্রেস"।
advertisement
4/5
ছবিলা খাতুন বৃদ্ধাকে আশ্রয় দেওয়ার জন্য রাজি হন। এরপর অভিজিৎ ও পিয়াসী প্রয়োজনীয় নিয়ম মেনে দরখাস্ত করে আবেদন জানান।
ছবিলা খাতুন বৃদ্ধাকে আশ্রয় দেওয়ার জন্য রাজি হন। এরপর অভিজিৎ ও পিয়াসী প্রয়োজনীয় নিয়ম মেনে দরখাস্ত করে আবেদন জানান।
advertisement
5/5
ফলে, চার দিন না খাওয়া ও অসহায়ভাবে ঘুরে বেড়ানো ওই বৃদ্ধার এখন স্থায়ী ঠিকানা হয়ে যায় স্বপ্নপুরী বৃদ্ধাশ্রম, যেখানে তিনি নিরাপদ এবং সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন।<br />(ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
(ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)" width="1500" height="1000" /> ফলে, চার দিন না খাওয়া ও অসহায়ভাবে ঘুরে বেড়ানো ওই বৃদ্ধার এখন স্থায়ী ঠিকানা হয়ে যায় স্বপ্নপুরী বৃদ্ধাশ্রম, যেখানে তিনি নিরাপদ এবং সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন।(ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
advertisement
advertisement