Birbhum News: প্রভিডেন্ট ফান্ড থেকে ৮ লক্ষ টাকা তুলে গড়ে তুললেন ‘স্বপ্নপুরী’, অসহায় ২৫ মায়ের পাশে ছবিলা খাতুন
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Birbhum News: পুলিশের মহিলা এএসআই ছবিলা খাতুন প্রভিডেন্ট ফান্ড থেকে ৮ লক্ষ টাকা তুলে ও বেতনের বড় অংশ ব্যয় করে গড়ে তুললেন “স্বপ্নপুরী” বৃদ্ধাশ্রম, যেখানে ২৫ জন অসহায় মা পাচ্ছেন নিরাপদ আশ্রয়, ভালোবাসা ও স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্ত।
advertisement
advertisement
advertisement
এই আশ্রমের প্রতিষ্ঠাতা ছবিলা খাতুন, যিনি বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা এএসআই, নিজের গাড়ি বিক্রি করে ও প্রভিডেন্ট ফান্ড তুলে ৮ লক্ষ টাকা সহ বেতনের বড় অংশ ব্যয় করে গড়ে তোলেন “স্বপ্নপুরী”। ২০২২ সালের ২ অক্টোবর তৎকালীন বীরভূম পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement