রেলের চাকরির লোভনীয় অফার! ফাঁদে পা দিলেই খোয়াবেন সর্বস্ব, চাকরিপ্রার্থীদের সতর্ক করল রেল

Last Updated:
Beware of Fake Railway Jobs: রেলের চাকরির ভুয়া অফার থেকে সতর্ক করল পূর্ব রেল। শুধুমাত্র RRB ও RRC-এর মাধ্যমে মেধার ভিত্তিতে নিয়োগ হয়। জাল নিয়োগপত্রে বিশ্বাস না করে প্রতারকদের থেকে সাবধান থাকুন।
1/7
ভুলেও ফাঁদে পা দেবেন না! এই ওয়েবসাইটেই মিলবে রেলের চাকরি!জাল চাকরির র‌্যাকেটের বিরুদ্ধে ইস্টার্ন রেলওয়ে সতর্ক। অন্য কোনও ভাবে নয়, শুধুমাত্র RRB এবং RRC-এর মাধ্যমে মেধার ভিত্তিতে রেলওয়ে নিয়োগের সুযোগ। নিয়োগ সংক্রান্ত বিষয় যাতে মানুষ প্রতারিত না হয়, তৎপরতা রেলের।
ভুলেও ফাঁদে পা দেবেন না! এই ওয়েবসাইটেই মিলবে রেলের চাকরি! জাল চাকরির র‌্যাকেটের বিরুদ্ধে ইস্টার্ন রেলওয়ে সতর্ক। অন্য কোনও ভাবে নয়, শুধুমাত্র RRB এবং RRC-এর মাধ্যমে মেধার ভিত্তিতে রেলওয়ে নিয়োগের সুযোগ। নিয়োগ সংক্রান্ত বিষয় যাতে মানুষ প্রতারিত না হয়, তৎপরতা রেলের।
advertisement
2/7
পূর্ব রেলওয়ে সর্বদা চাকরিপ্রার্থীদের জন্য সতর্কতা জারি করেছে। দেশের বিভিন্ন অংশে প্রতারণামূলক চাকরির স্কিমগুলি থেকে দূরে থাকার সতর্কতা। জাল নিয়োগপত্রে সজ্জিত ব্যক্তিরা রেলের চাকরিপ্রার্থীদের কাছ থেকে উপযুক্ত অর্থ আদায়ের লক্ষ্যে নানাভাবে ফাঁদ পেতে থাকে৷ এক্ষত্রে চাকরিপ্রার্থীদের তাদের কষ্টার্জিত অর্থ থেকে প্রতারণা করে না বরং তাদের আইনি ঝামেলায়ও জড়ায়। কারণ তারা অজান্তে সরকারি চাকরির জন্য জাল নথি উপস্থাপন করে।
পূর্ব রেলওয়ে সর্বদা চাকরিপ্রার্থীদের জন্য সতর্কতা জারি করেছে। দেশের বিভিন্ন অংশে প্রতারণামূলক চাকরির স্কিমগুলি থেকে দূরে থাকার সতর্কতা। জাল নিয়োগপত্রে সজ্জিত ব্যক্তিরা রেলের চাকরিপ্রার্থীদের কাছ থেকে উপযুক্ত অর্থ আদায়ের লক্ষ্যে নানাভাবে ফাঁদ পেতে থাকে৷ এক্ষত্রে চাকরিপ্রার্থীদের তাদের কষ্টার্জিত অর্থ থেকে প্রতারণা করে না বরং তাদের আইনি ঝামেলায়ও জড়ায়। কারণ তারা অজান্তে সরকারি চাকরির জন্য জাল নথি উপস্থাপন করে।
advertisement
3/7
রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) একাধিক জাল নিয়োগ র‌্যাকেট ভেঙে দিয়েছে। বিশ্বাসযোগ্য বুদ্ধিমত্তার ভিত্তিতে কাজ করে। প্রতারণামূলক কার্যকলাপে জড়িত বেশ কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। RPF-এর সক্রিয় পদক্ষেপগুলি অসংখ্য অপরাধীকে গ্রেফতার করে অনেক অসৎ উদ্দেশ্যকে নিষ্পত্তি ঘটিয়েছে। এর মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষী প্রার্থীদের এই প্রতারণামূলক পরিকল্পনার শিকার হওয়া থেকে রক্ষা করেছে৷
রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) একাধিক জাল নিয়োগ র‌্যাকেট ভেঙে দিয়েছে। বিশ্বাসযোগ্য বুদ্ধিমত্তার ভিত্তিতে কাজ করে। প্রতারণামূলক কার্যকলাপে জড়িত বেশ কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। RPF-এর সক্রিয় পদক্ষেপগুলি অসংখ্য অপরাধীকে গ্রেফতার করে অনেক অসৎ উদ্দেশ্যকে নিষ্পত্তি ঘটিয়েছে। এর মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষী প্রার্থীদের এই প্রতারণামূলক পরিকল্পনার শিকার হওয়া থেকে রক্ষা করেছে৷
advertisement
4/7
পূর্ব রেলওয়ে বিভিন্ন সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করেছে যাতে চাকরিপ্রার্থীদের এই ধরনের জাল চাকরির র‌্যাকেটের বিরুদ্ধে চোখ খোলা থাকে। পূর্ব রেলওয়ে আবারও জনসাধারণকে সতর্ক থাকার এবং জাল চাকরীর র‍্যাকেট সংক্রান্ত যেকোন তথ্য আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করার আহ্বান জানাচ্ছে।
পূর্ব রেলওয়ে বিভিন্ন সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করেছে যাতে চাকরিপ্রার্থীদের এই ধরনের জাল চাকরির র‌্যাকেটের বিরুদ্ধে চোখ খোলা থাকে। পূর্ব রেলওয়ে আবারও জনসাধারণকে সতর্ক থাকার এবং জাল চাকরীর র‍্যাকেট সংক্রান্ত যেকোন তথ্য আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করার আহ্বান জানাচ্ছে।
advertisement
5/7
ইস্টার্ন রেলওয়ে কর্মসংস্থানের সুযোগগুলি একচেটিয়াভাবে মেধার উপর ভিত্তি করে নিয়োগ করে। রেলওয়ে যে কোনও প্রতারণামূলক কাজের বিরুদ্ধে যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ এবং চাকরিপ্রার্থীদের তথ্য প্রদানের মাধ্যমে সাহায্য ও সুরক্ষিত রাখে। রেলওয়ে নিয়োগ পদ্ধতি সর্বদা স্বচ্ছ।
ইস্টার্ন রেলওয়ে কর্মসংস্থানের সুযোগগুলি একচেটিয়াভাবে মেধার উপর ভিত্তি করে নিয়োগ করে। রেলওয়ে যে কোনও প্রতারণামূলক কাজের বিরুদ্ধে যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ এবং চাকরিপ্রার্থীদের তথ্য প্রদানের মাধ্যমে সাহায্য ও সুরক্ষিত রাখে। রেলওয়ে নিয়োগ পদ্ধতি সর্বদা স্বচ্ছ।
advertisement
6/7
RRBs এবং RRCs খুব নামমাত্র পরীক্ষা ফি শত শত টিউনে নিয়োগ পরীক্ষা পরিচালনা করে। পূর্ব রেলওয়ে শুধুমাত্র RRB (রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড) ওয়েবসাইট https://www.rrbkolkata.gov.in এবং https://www.rrb.gov.in বা RRC (রেলওয়ে রিক্রুটমেন্ট সেল) ওয়েবসাইট https://www.rrcer.org চাকরি সংক্রান্ত তথ্য এবং যেকোন দ্রুত ক্রিয়াকলাপের দ্রুত প্রতিবেদনের জন্য নির্ভর করার আহ্বান জানায়।
RRBs এবং RRCs খুব নামমাত্র পরীক্ষা ফি শত শত টিউনে নিয়োগ পরীক্ষা পরিচালনা করে। পূর্ব রেলওয়ে শুধুমাত্র RRB (রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড) ওয়েবসাইট https://www.rrbkolkata.gov.in এবং https://www.rrb.gov.in বা RRC (রেলওয়ে রিক্রুটমেন্ট সেল) ওয়েবসাইট https://www.rrcer.org চাকরি সংক্রান্ত তথ্য এবং যেকোন দ্রুত ক্রিয়াকলাপের দ্রুত প্রতিবেদনের জন্য নির্ভর করার আহ্বান জানায়।
advertisement
7/7
রেলের তরফে জানান হয়, রেলওয়ের চাকরি সংক্রান্ত যেকোন নোটিশ/তথ্যের জন্য, তাদের শুধুমাত্র RRBs বা RRC-এর অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করা উচিত*। রেলওয়ের চাকরির বিষয়ে সোশ্যাল মিডিয়া বা কোনো অননুমোদিত এজেন্সিতে প্রচারিত কোনো তথ্য/নোটিশ উপেক্ষা করা উচিত।
রেলের তরফে জানান হয়, রেলওয়ের চাকরি সংক্রান্ত যেকোন নোটিশ/তথ্যের জন্য, তাদের শুধুমাত্র RRBs বা RRC-এর অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করা উচিত*। রেলওয়ের চাকরির বিষয়ে সোশ্যাল মিডিয়া বা কোনো অননুমোদিত এজেন্সিতে প্রচারিত কোনো তথ্য/নোটিশ উপেক্ষা করা উচিত।
advertisement
advertisement
advertisement