সবুজে ঘেরা নিরিবিলি পরিবেশ, জলরাশির কোলে নিভৃত জায়গা খুঁজছেন? প্রিয়জনকে নিয়ে চলে আসুন এখানে

Last Updated:
প্রকৃতির কোলে ঘেরা এই রিসোর্টে রয়েছে বোটিং-এর সুযোগও। জলাশয়ের ধারে রঙিন ফুল, নানা ফলের গাছ আর শ্যামলিমা একসঙ্গে মিশে যেন এক অন্য জগতের অভিজ্ঞতা এনে দেয়। গ্রামের নিরিবিলি পরিবেশে শহরের মানুষ খুঁজে পান এক অনন্য প্রশান্তি।
1/6
জলরাশির কোলে, সবুজে ঘেরা এক প্রশান্ত পরিবেশে একদিনের ভ্রমণ কিংবা পিকনিক কে না চাইবে! ব্যস্ত ও কোলাহলময় নগরজীবন থেকে একটু শান্তির খোঁজে বেরোতে চাইলে নতুন ঠিকানা হতে পারে বসিরহাটের হাড়োয়ার খাসবালান্দা। খুব কাছেই এই মনোরম স্থান আপনাকে দেবে নির্মল বাতাস আর নিভৃতে কাটানো স্বপ্নময় সময়ের স্বাদ।
জলরাশির কোলে, সবুজে ঘেরা এক প্রশান্ত পরিবেশে একদিনের ভ্রমণ কিংবা পিকনিক কে না চাইবে! ব্যস্ত ও কোলাহলময় নগরজীবন থেকে একটু শান্তির খোঁজে বেরোতে চাইলে নতুন ঠিকানা হতে পারে বসিরহাটের হাড়োয়ার খাসবালান্দা। খুব কাছেই এই মনোরম স্থান আপনাকে দেবে নির্মল বাতাস আর নিভৃতে কাটানো স্বপ্নময় সময়ের স্বাদ।
advertisement
2/6
উত্তর ২৪ পরগনার হাড়োয়ার খাসবালান্দায় গড়ে উঠেছে জলছবি ইকো ভিলেজ। একদিকে বিশাল জলাশয়, অন্যদিকে সবুজের সমাহার—এই নির্জন উদ্যান যেন প্রকৃতির আঁচল ভরা শান্তির উপহার। পরিবার বা বন্ধুদের সঙ্গে এখানে কাটানো দিন হয়ে উঠবে স্মরণীয়। চাইলে এখানকার আধুনিক কটেজে রাতও কাটানো যায়, যেখানে জানালার বাইরে মিলবে ঝলমলে জলরাশির অপরূপ দৃশ্য।
উত্তর ২৪ পরগনার হাড়োয়ার খাসবালান্দায় গড়ে উঠেছে জলছবি ইকো ভিজেল। একদিকে বিশাল জলাশয়, অন্যদিকে সবুজের সমাহার—এই নির্জন উদ্যান যেন প্রকৃতির আঁচল ভরা শান্তির উপহার। পরিবার বা বন্ধুদের সঙ্গে এখানে কাটানো দিন হয়ে উঠবে স্মরণীয়। চাইলে এখানকার আধুনিক কটেজে রাতও কাটানো যায়, যেখানে জানালার বাইরে মিলবে ঝলমলে জলরাশির অপরূপ দৃশ্য।
advertisement
3/6
প্রকৃতির কোলে ঘেরা এই রিসোর্টে রয়েছে বোটিং-এর সুযোগও। জলাশয়ের ধারে রঙিন ফুল, নানা ফলের গাছ আর শ্যামলিমা একসঙ্গে মিশে যেন এক অন্য জগতের অভিজ্ঞতা এনে দেয়। গ্রামের নিরিবিলি পরিবেশে শহরের মানুষ খুঁজে পান এক অনন্য প্রশান্তি।
প্রকৃতির কোলে ঘেরা এই রিসোর্টে রয়েছে বোটিং-এর সুযোগও। জলাশয়ের ধারে রঙিন ফুল, নানা ফলের গাছ আর শ্যামলিমা একসঙ্গে মিশে যেন এক অন্য জগতের অভিজ্ঞতা এনে দেয়। গ্রামের নিরিবিলি পরিবেশে শহরের মানুষ খুঁজে পান এক অনন্য প্রশান্তি।
advertisement
4/6
শহুরে জীবন থেকে সামান্য দূরে গিয়ে যদি গ্রাম্য পরিবেশের স্বাদ নিতে চান, তবে এই উদ্যান আপনার জন্য আদর্শ জায়গা। দিনের ব্যস্ততার মাঝেই সহজে পৌঁছে যাওয়া যায় বলে, ছোট্ট একদিনের ভ্রমণের জন্য এটি একেবারেই উপযুক্ত।
শহুরে জীবন থেকে সামান্য দূরে গিয়ে যদি গ্রাম্য পরিবেশের স্বাদ নিতে চান, তবে এই উদ্যান আপনার জন্য আদর্শ জায়গা। দিনের ব্যস্ততার মাঝেই সহজে পৌঁছে যাওয়া যায় বলে, ছোট্ট একদিনের ভ্রমণের জন্য এটি একেবারেই উপযুক্ত।
advertisement
5/6
যাতায়াতও অত্যন্ত সহজ। শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল ধরে হাড়োয়া রোড স্টেশনে নামলেই গাড়িতে মাত্র ২০–২৫ মিনিটে পৌঁছে যাবেন জলছবি উদ্যানে। এক দিনের ভ্রমণ হোক বা পিকনিক, কিংবা কয়েক দিনের জন্য কটেজে থাকা—সব ক্ষেত্রেই এটি নিখুঁত জায়গা।
যাতায়াতও অত্যন্ত সহজ। শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল ধরে হাড়োয়া রোড স্টেশনে নামলেই গাড়িতে মাত্র ২০–২৫ মিনিটে পৌঁছে যাবেন জলছবি উদ্যানে। এক দিনের ভ্রমণ হোক বা পিকনিক, কিংবা কয়েক দিনের জন্য কটেজে থাকা—সব ক্ষেত্রেই এটি নিখুঁত জায়গা।
advertisement
6/6
টাকি ভ্রমণের পাশাপাশি এই মনোমুগ্ধকর গ্রাম্য উদ্যান আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই থাকা উচিত। কলকাতার একেবারেই কাছে প্রকৃতির কোলে কয়েকটি শান্ত সময় কাটাতে চাইলে এই স্পট আপনার মন জয় করবে।
টাকি ভ্রমণের পাশাপাশি এই মনোমুগ্ধকর গ্রাম্য উদ্যান আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই থাকা উচিত। কলকাতার একেবারেই কাছে প্রকৃতির কোলে কয়েকটি শান্ত সময় কাটাতে চাইলে এই স্পট আপনার মন জয় করবে।
advertisement
advertisement
advertisement