সবুজে ঘেরা নিরিবিলি পরিবেশ, জলরাশির কোলে নিভৃত জায়গা খুঁজছেন? প্রিয়জনকে নিয়ে চলে আসুন এখানে
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
প্রকৃতির কোলে ঘেরা এই রিসোর্টে রয়েছে বোটিং-এর সুযোগও। জলাশয়ের ধারে রঙিন ফুল, নানা ফলের গাছ আর শ্যামলিমা একসঙ্গে মিশে যেন এক অন্য জগতের অভিজ্ঞতা এনে দেয়। গ্রামের নিরিবিলি পরিবেশে শহরের মানুষ খুঁজে পান এক অনন্য প্রশান্তি।
advertisement
উত্তর ২৪ পরগনার হাড়োয়ার খাসবালান্দায় গড়ে উঠেছে জলছবি ইকো ভিজেল। একদিকে বিশাল জলাশয়, অন্যদিকে সবুজের সমাহার—এই নির্জন উদ্যান যেন প্রকৃতির আঁচল ভরা শান্তির উপহার। পরিবার বা বন্ধুদের সঙ্গে এখানে কাটানো দিন হয়ে উঠবে স্মরণীয়। চাইলে এখানকার আধুনিক কটেজে রাতও কাটানো যায়, যেখানে জানালার বাইরে মিলবে ঝলমলে জলরাশির অপরূপ দৃশ্য।
advertisement
advertisement
advertisement
advertisement