Rain Alert: লাগাতার ঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাত! শুক্র-শনি নয় জেলা তোলপাড়, ভেস্তে যাবে উইকেন্ড... চৈত্র শেষে হাওয়া বদল
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
দক্ষিণবঙ্গের নয় জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া।
অবশেষে ভ্যাপসা গরম থেকে মুক্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল বঙ্গের তাপমাত্রা। বৃহস্পতিবার থেকেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি শুরু হয়েছিল যা চলবে আগামী বুধবার পর্যন্ত। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সতর্কতা থাকলেও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে। শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও এড়ানো যাচ্ছে না। (Photo: News 18 / File Image )
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শুক্রবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে কালবৈশাখীর সম্ভাবনা সবচেয়ে বেশি। শনিবার দার্জিলিঙে ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের গতিবেগ হতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। (Photo: News 18 / File Image )