East Bardhaman News: পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে প্রথম লন টেনিস টুর্নামেন্ট, ব্যাপক উৎসাহ ও উন্মাদনা

Last Updated:
East Bardhaman News: পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল প্রথম লন টেনিস টুর্ণামেন্ট। জেলায় এই প্রথম এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে তাই ব্যাপক উৎসাহ ও উন্মাদনা লক্ষ্য করা গেল খেলোয়াড় ও দর্শকদের মধ্যে।
1/9
পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল প্রথম লন টেনিস টুর্ণামেন্ট। জেলায় এই প্রথম এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে তাই ব্যাপক উৎসাহ ও উন্মাদনা লক্ষ্য করা গেল খেলোয়াড় ও দর্শকদের মধ্যে। (ছবি ও তথ্য:সায়নী সরকার)
পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল প্রথম লন টেনিস টুর্ণামেন্ট। জেলায় এই প্রথম এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে তাই ব্যাপক উৎসাহ ও উন্মাদনা লক্ষ্য করা গেল খেলোয়াড় ও দর্শকদের মধ্যে।(ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/9
পূর্ব বর্ধমানের পুলিশ সুপার সায়ক দাসের উদ্যোগে এবং জেলাশাসক আয়েষা রাণী এ-এর সহযোগিতায় বর্ধমান পুলিশ টেনিস ক্লাবে অনুষ্ঠিত এই দু’দিনের প্রতিযোগিতা। জেলায় ক্রীড়াক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করল বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।
পূর্ব বর্ধমানের পুলিশ সুপার সায়ক দাসের উদ্যোগে এবং জেলাশাসক আয়েষা রাণী এ-এর সহযোগিতায় বর্ধমান পুলিশ টেনিস ক্লাবে অনুষ্ঠিত এই দু’দিনের প্রতিযোগিতা। জেলায় ক্রীড়াক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করল বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।
advertisement
3/9
এই টুর্নামেন্টে পূর্ব বর্ধমান ছাড়াও বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেছিল মোট ১০৪ জন প্রতিযোগী। প্রথম দিনে বিগিনার, সাব-জুনিয়র ও জুনিয়র বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিগিনার বিভাগে প্রথম হয় সিনজিনি পাল, দ্বিতীয় সৃজিত ঘোষ এবং তৃতীয় স্থান অধিকার করে কথামৃতা ঘোষ।
এই টুর্নামেন্টে পূর্ব বর্ধমান ছাড়াও বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেছিল মোট ১০৪ জন প্রতিযোগী। প্রথম দিনে বিগিনার, সাব-জুনিয়র ও জুনিয়র বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিগিনার বিভাগে প্রথম হয় সিনজিনি পাল, দ্বিতীয় সৃজিত ঘোষ এবং তৃতীয় স্থান অধিকার করে কথামৃতা ঘোষ।
advertisement
4/9
সাব-জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয় অরিত্রিক দাস ও রানার্স-আপ হয় তমসী দণ্ডপাত। জুনিয়র বিভাগে চ্যাম্পিয়নের শিরোপা জেতে বিনায়ক রায় এবং রানার্স-আপ হয় অরণ্য সরকার। প্রথম দিনের খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাব-জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয় অরিত্রিক দাস ও রানার্স-আপ হয় তমসী দণ্ডপাত। জুনিয়র বিভাগে চ্যাম্পিয়নের শিরোপা জেতে বিনায়ক রায় এবং রানার্স-আপ হয় অরণ্য সরকার। প্রথম দিনের খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
advertisement
5/9
প্রতিযোগিতার শেষ দিনে ওপেন সিঙ্গলস, বয়েজ সিঙ্গলস ও গার্লস সিঙ্গলস বিভাগের ম্যাচগুলি অনুষ্ঠিত হয়। গার্লস সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয় হুগলির শ্রীনন্দা গুপ্তা এবং রানার্স-আপ হয় বর্ধমান পুলিশ টেনিস ক্লাবের ছাত্রী শ্রদ্ধা মণ্ডল। ওপেন সিঙ্গলস ও বয়েজ সিঙ্গলস এই দুই বিভাগেই চ্যাম্পিয়নের শিরোপা জেতে হুগলির চুঁচুড়ার এশান কুন্ডু। ওপেন সিঙ্গলসে রানার্স-আপ হয় ইন্ডিয়ানা পাঠক এবং বয়েজ সিঙ্গলসে রানার্স-আপ হয় বর্ধমান পুলিশ টেনিস ক্লাবের ছাত্র স্বপ্ননীল দত্ত।
প্রতিযোগিতার শেষ দিনে ওপেন সিঙ্গলস, বয়েজ সিঙ্গলস ও গার্লস সিঙ্গলস বিভাগের ম্যাচগুলি অনুষ্ঠিত হয়। গার্লস সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয় হুগলির শ্রীনন্দা গুপ্তা এবং রানার্স-আপ হয় বর্ধমান পুলিশ টেনিস ক্লাবের ছাত্রী শ্রদ্ধা মণ্ডল। ওপেন সিঙ্গলস ও বয়েজ সিঙ্গলস এই দুই বিভাগেই চ্যাম্পিয়নের শিরোপা জেতে হুগলির চুঁচুড়ার এশান কুন্ডু। ওপেন সিঙ্গলসে রানার্স-আপ হয় ইন্ডিয়ানা পাঠক এবং বয়েজ সিঙ্গলসে রানার্স-আপ হয় বর্ধমান পুলিশ টেনিস ক্লাবের ছাত্র স্বপ্ননীল দত্ত।
advertisement
6/9
সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েষা রাণী এ (আইএএস), জেলা পুলিশ সুপার সায়ক দাস (আইপিএস), ডিএসপি (এপি) পার্থ রায়, আরআই সুদীপ গুহ নিয়োগী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই টেনিস কোচ সপ্তর্ষি সেন ও নমিতা দাস, ফিটনেস ম্যানেজার মৃন্ময় দাস এবং পূর্ব বর্ধমান পুলিশ টেনিস ক্লাবের একাধিক প্রশিক্ষণার্থী ও স্বেচ্ছাসেবক।বিজয়ী ও রানার্স-আপদের হাতে ট্রফি, সার্টিফিকেট ও নগদ পুরস্কার তুলে দেওয়া হয়।
সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েষা রাণী এ (আইএএস), জেলা পুলিশ সুপার সায়ক দাস (আইপিএস), ডিএসপি (এপি) পার্থ রায়, আরআই সুদীপ গুহ নিয়োগী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই টেনিস কোচ সপ্তর্ষি সেন ও নমিতা দাস, ফিটনেস ম্যানেজার মৃন্ময় দাস এবং পূর্ব বর্ধমান পুলিশ টেনিস ক্লাবের একাধিক প্রশিক্ষণার্থী ও স্বেচ্ছাসেবক।বিজয়ী ও রানার্স-আপদের হাতে ট্রফি, সার্টিফিকেট ও নগদ পুরস্কার তুলে দেওয়া হয়।
advertisement
7/9
পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কেই পার্টিসিপেশন সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়। জেলাশাসক আয়েষা রাণী এ জেলা পুলিশের এই ক্রীড়া উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে জেলার পাশাপাশি অন্যান্য জেলার ছেলেমেয়েরাও টেনিস খেলার সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে এখান থেকেই প্রতিভাবান খেলোয়াড় উঠে এসে রাজ্য ও দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবে বলে।প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজনের আবেদন জানান তিনি।
পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কেই পার্টিসিপেশন সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়। জেলাশাসক আয়েষা রাণী এ জেলা পুলিশের এই ক্রীড়া উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে জেলার পাশাপাশি অন্যান্য জেলার ছেলেমেয়েরাও টেনিস খেলার সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে এখান থেকেই প্রতিভাবান খেলোয়াড় উঠে এসে রাজ্য ও দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবে বলে।প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজনের আবেদন জানান তিনি।
advertisement
8/9
জেলা পুলিশ সুপার সায়ক দাস জানান, আগে এখানে একটি মাত্র টেনিস কোর্ট থাকলেও জেলাশাসকের সহযোগিতায় আরও একটি আধুনিক মানের কোর্ট তৈরি করা হয়েছে। মাত্র দু’দিনের প্রতিযোগিতার জন্য বিপুল সংখ্যক আবেদন আসায় একসময় নাম নথিভুক্তি বন্ধ করতে হয়। ভবিষ্যতে নিয়মিতভাবে এই ধরনের টেনিস প্রতিযোগিতা আয়োজনের বিষয়টি বিবেচনা করা হবে। এই প্রথম আয়োজিত লন টেনিস টুর্নামেন্টের সাফল্য বর্ধমানের ক্রীড়াপ্রেমী মহলে নতুন আশার সঞ্চার করেছে বলে মত ক্রীড়া বিশেষজ্ঞদের।
জেলা পুলিশ সুপার সায়ক দাস জানান, আগে এখানে একটি মাত্র টেনিস কোর্ট থাকলেও জেলাশাসকের সহযোগিতায় আরও একটি আধুনিক মানের কোর্ট তৈরি করা হয়েছে। মাত্র দু’দিনের প্রতিযোগিতার জন্য বিপুল সংখ্যক আবেদন আসায় একসময় নাম নথিভুক্তি বন্ধ করতে হয়। ভবিষ্যতে নিয়মিতভাবে এই ধরনের টেনিস প্রতিযোগিতা আয়োজনের বিষয়টি বিবেচনা করা হবে। এই প্রথম আয়োজিত লন টেনিস টুর্নামেন্টের সাফল্য বর্ধমানের ক্রীড়াপ্রেমী মহলে নতুন আশার সঞ্চার করেছে বলে মত ক্রীড়া বিশেষজ্ঞদের।
advertisement
9/9
উল্লেখ্য, বর্ধমানে আগে পুলিশ টেনিস ক্লাবে একটাই টেনিস কোর্ট ছিল, যার ফলে কোন টেনিস টুর্ণামেন্ট আয়োজন করা সম্ভব হচ্ছিল না। পরে জেলা পুলিশ সুপার সায়ক দাসের উদ্যোগে এবং জেলাশাসক আয়েষা রাণী এ -র সহায়তায় আর একটি উন্নতমানের হার্ড কোর্ট তৈরী করা হয়। যার ফলে এবারে প্রথম সফলভাবে টেনিস প্রতিযোগিতার আয়োজন করা যায়। জেলা পুলিশের এই উদ্যোগের জন্য জেলার ক্রীড়াপ্রেমিরা সাধুবাধ জানিয়েছেন।(ছবি ও তথ্য: সায়নী সরকার)
উল্লেখ্য, বর্ধমানে আগে পুলিশ টেনিস ক্লাবে একটাই টেনিস কোর্ট ছিল, যার ফলে কোন টেনিস টুর্ণামেন্ট আয়োজন করা সম্ভব হচ্ছিল না। পরে জেলা পুলিশ সুপার সায়ক দাসের উদ্যোগে এবং জেলাশাসক আয়েষা রাণী এ -র সহায়তায় আর একটি উন্নতমানের হার্ড কোর্ট তৈরী করা হয়। যার ফলে এবারে প্রথম সফলভাবে টেনিস প্রতিযোগিতার আয়োজন করা যায়। জেলা পুলিশের এই উদ্যোগের জন্য জেলার ক্রীড়াপ্রেমিরা সাধুবাধ জানিয়েছেন। (ছবি ও তথ্য: সায়নী সরকার )
advertisement
advertisement
advertisement