Good Return In Less Time: লাভ হবে বাম্পার, রিটায়ারমেন্টের পুরো কয়েক কোটি টাকা বিনিয়োগ, তারপর যে ভাবে যা হল
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Good Return In Less Time: অনলাইনে টাকা ইনভেস্টমেন্টের করে ভালো রিটার্নের আশায় তাদের জমানো টাকা ইনভেস্ট করেন ৷ তারপর যখন তিনি টাকা তোলার চেষ্টা করেন তখন বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন ৷ খোয়া যাওয়া টাকা কি ভাবে হলো উদ্ধার জেনে নিন
advertisement
নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা অমিত কুমার কুণ্ডু কি ভাবে গিয়েছিল তিনি জানালেন। আবার কীভাবে সেই হারানো টাকা ফিরে পেলেন সেটাও তিনি বললেন। একটি বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন ৷ সম্প্রতি তিনি অবসর নিয়েছেন ৷ অনলাইনে তিনি ইনভেস্টমেন্টের কিছু স্কিম পান ৷ পর্যায় ক্রমে তিনি ভাল রিটার্নের আশায় তার জমান টাকা ইনভেস্ট করেন ৷ তারপর যখন তিনি টাকা তোলার চেষ্টা করেন তখন বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন ৷
advertisement
তখনই তিনি বারুইপুর সাইবার ক্রাইম থানায় ৩১শে জানুয়ারি অভিযোগ দায়ের করেন ৷ ঘটনার তদন্তে নেমে ব্যাঙ্কে ৫৬ লক্ষ টাকা ফ্রিজ করে তা উদ্ধার করে পুলিশ৷ পরবর্তীকালে তদন্ত পর্যায়ক্রমে চালিয়ে গিয়ে সোর্স ও বিভিন্ন তথ্যের উপর নির্ভর করে গুজরাতে একটি প্রতারণা চক্রের হদিশ পান ৷ এই প্রতারণাচক্রের মুল কিংপিনের হদিস পায়৷
advertisement
সেই ব্যক্তি আপাতত একটি সাইবার ক্রাইম প্রতারণার মামলায় পুনে পুলিশের হেফাজতে আছেন৷ তাকে জিজ্ঞাসাবাদ করে ও তদন্ত চালিয়ে বাকি টাকা উদ্ধার করে পুলিশ ৷বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি বলেন অনলাইনে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আরও সচেতন হতে হবে৷ ভুলভাল জায়গায় ইনভেস্ট করা উচিত নয় ৷ তাছাড়া অতিরিক্ত রিটার্নের লোভে পড়ে ইনভেস্ট করলে প্রতারিত হওয়ার সম্ভবনা থাকে ৷
advertisement
এছাড়া ডিজিটাল অ্যারেস্ট নিয়েও তিনি সবাইকে সচেতন করেন। গুজরাতের প্রতারকদের কাছ থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি৷ খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে খুশি অমিত কুমার কুণ্ডু ৷ তিনি বলেন পুলিশের তৎপরতায় এই টাকা উদ্ধার সম্ভব হয়েছে ৷ Input- Suman Saha
