এক হাতে কোদাল, লাঙল, অন্য হাতে তীর-ধনুক! নজরে 'বুলস আই'! জঙ্গলমহল কাঁপাচ্ছেন আদিবাসী মহিলারা

Last Updated:
তীব্র গতিতে ছুটে যাচ্ছে তীর! ১০০ মিটার দূরে 'বুলস আই', মহিলা তীরন্দাজরা কাঁপাচ্ছেন মাঠ।
1/5
সাই সাই করে উড়ে যাচ্ছে তীর। প্রায় ১০০ মিটার দূরে বসান রয়েছে চাঁদমারি অর্থাৎ টার্গেট
<strong>বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়:</strong> সাই সাই করে উড়ে যাচ্ছে তীর। প্রায় ১০০ মিটার দূরে বসানো রয়েছে চাঁদমারি অর্থাৎ টার্গেট "বুল'স আই"। তীর ধনুক নিয়ে একদল মহিলা তীরন্দাজ হাজির বাঁকুড়ার জঙ্গলমহলে। <span style="color: currentcolor;">প্রত্যেকের তীর আলাদা করে চেনার উপায় রয়েছে। কেউ লাল হলুদ আবার কেউ সবুজ তীর ব্যবহার করছেন। সকলের তীর নিক্ষেপ করা শেষ হলে, বিচারক গিয়ে পর্যবেক্ষণ করবেন চাঁদমারি অর্থাৎ বুল'স আই। (ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)</span>
advertisement
2/5
সাদা বোর্ডে আলাদা আলাদা করে লেখা রয়েছে পয়েন্ট। সেই পয়েন্ট অনুযায়ী নির্ধারণ করা রয়েছে পুরস্কার। চাঁদমারি হলে প্রথম পুরস্কার । ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
সাদা বোর্ডে আলাদা আলাদা করে লেখা রয়েছে পয়েন্ট। সেই পয়েন্ট অনুযায়ী নির্ধারণ করা রয়েছে পুরস্কার। চাঁদমারি হলে প্রথম পুরস্কার। (ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
3/5
মৌলিক এই প্রতিযোগিতা সকলের নজর কেড়েছে। হাতের মুঠোফোনের বাইরেও খোলা আকাশের নিচে একটি জগৎ রয়েছে সেই কথাটাই প্রমাণিত করল, বাঁকুড়ার জঙ্গলমহল।
মৌলিক এই প্রতিযোগিতা সকলের নজর কেড়েছে। হাতের মুঠোফোনের বাইরেও খোলা আকাশের নিচে একটি জগৎ রয়েছে সেই কথাটাই প্রমাণিত হল বাঁকুড়ার জঙ্গলমহলে। (ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
4/5
চাষের কাজ করেন কিন্তু বাঁকুড়ার ইন্দপুরের বাসিন্দা শেফালী সরেন দুর্দান্ত একটি তীরন্দাজ। তীর মেরে পেয়েছেন প্রথম স্থান। সিধু কানু স্টেডিয়ামে
চাষের কাজ করেন কিন্তু বাঁকুড়ার ইন্দপুরের বাসিন্দা শেফালী সরেন দুর্দান্ত একজন তীরন্দাজ। তীর মেরে পেয়েছেন প্রথম স্থান। সিধু কানু স্টেডিয়ামে। (ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
5/5
মহিলারা পারেন না এমন কাজ নেই। সেই কারণে জঙ্গলমহলে দেখা গেল এক অদ্ভুত চিত্র। যেখানে ফুটে উঠল মহিলা তীরন্দাজদের অসম্ভব ভাল পারফরমেন্স। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
মহিলারা পারেন না এমন কাজ নেই। সেই কারণে জঙ্গলমহলে দেখা গেল এক অদ্ভুত চিত্র। যেখানে ফুটে উঠল মহিলা তীরন্দাজদের অসম্ভব ভাল পারফরমেন্স। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
advertisement
advertisement