এক হাতে কোদাল, লাঙল, অন্য হাতে তীর-ধনুক! নজরে 'বুলস আই'! জঙ্গলমহল কাঁপাচ্ছেন আদিবাসী মহিলারা
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
তীব্র গতিতে ছুটে যাচ্ছে তীর! ১০০ মিটার দূরে 'বুলস আই', মহিলা তীরন্দাজরা কাঁপাচ্ছেন মাঠ।
<strong>বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়:</strong> সাই সাই করে উড়ে যাচ্ছে তীর। প্রায় ১০০ মিটার দূরে বসানো রয়েছে চাঁদমারি অর্থাৎ টার্গেট "বুল'স আই"। তীর ধনুক নিয়ে একদল মহিলা তীরন্দাজ হাজির বাঁকুড়ার জঙ্গলমহলে। <span style="color: currentcolor;">প্রত্যেকের তীর আলাদা করে চেনার উপায় রয়েছে। কেউ লাল হলুদ আবার কেউ সবুজ তীর ব্যবহার করছেন। সকলের তীর নিক্ষেপ করা শেষ হলে, বিচারক গিয়ে পর্যবেক্ষণ করবেন চাঁদমারি অর্থাৎ বুল'স আই। (ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)</span>
advertisement
advertisement
advertisement
advertisement