Bankura News: কেউ ক্ষ্যাপা বাউল বলে ডাকেন আবার কারও চোখে তিনি বিতর্কিত চরিত্র, দেখুন বিশ্ববরেণ্য শিল্পীর বাড়ি...

Last Updated:
Bankura News: বাঁকুড়া শহরের যোগিপাড়ায় রামকিঙ্কর ছিলেন এক জীবন শিল্পী।
1/6
বাঁকুড়া শহরে রামকিঙ্কর বেইজের বাড়ি। কে ছিলেন রামকিঙ্কর বেইজ, সেটা জেনে নেওয়া যাক। বাঁকুড়া শহরের যোগিপাড়ায় রামকিঙ্কর ছিলেন এক জীবন শিল্পী।
বাঁকুড়া শহরে রামকিঙ্কর বেইজের বাড়ি। কে ছিলেন রামকিঙ্কর বেইজ, সেটা জেনে নেওয়া যাক। বাঁকুড়া শহরের যোগিপাড়ায় রামকিঙ্কর ছিলেন এক জীবন শিল্পী।
advertisement
2/6
শিল্পের সাধক ছিলেন রামকিঙ্কর। তিনি হলেন আধুনিক ভারতীয় ভাস্কর্য শিল্পের রূপকার। চিত্রকলার এক পরিপূর্ণ দেবতা।
শিল্পের সাধক ছিলেন রামকিঙ্কর। তিনি হলেন আধুনিক ভারতীয় ভাস্কর্য শিল্পের রূপকার। চিত্রকলার এক পরিপূর্ণ দেবতা।
advertisement
3/6
কেউ ক্ষ্যাপা বাউল বলে ডাকেন আবার কারও চোখে তিনি একজন বিতর্কিত চরিত্র। আসলে তিনি হলেন এক অপার বিস্ময়। তিনি হলেন এক অসীম চর্চা।
কেউ ক্ষ্যাপা বাউল বলে ডাকেন আবার কারও চোখে তিনি একজন বিতর্কিত চরিত্র। আসলে তিনি হলেন এক অপার বিস্ময়। তিনি হলেন এক অসীম চর্চা।
advertisement
4/6
আকন্ঠ সুরা পান করে, এক অনন্য মানব সত্তার জন্ম দিতে পারতেন রামকিঙ্কর বেইজ। সেই স্বত্বাই তাঁকে নিয়ে যেত স্বপ্নের কল্পলোকে।
আকন্ঠ সুরা পান করে, এক অনন্য মানব সত্তার জন্ম দিতে পারতেন রামকিঙ্কর বেইজ। সেই স্বত্বাই তাঁকে নিয়ে যেত স্বপ্নের কল্পলোকে।
advertisement
5/6
রামকিঙ্করের জন্মভিটে পড়ে রয়েছে নিভৃতে। আজও সেই বাড়িতে রয়েছে প্রাণের সঞ্চার। তাঁর আদলেই করা যে শিল্প গুলি রয়েছে সেগুলি বাড়িতে গেলে দেখা যাবে চাক্ষুষ। বেশিরভাগই রয়েছে শান্তিনিকেতনে।
রামকিঙ্করের জন্মভিটে পড়ে রয়েছে নিভৃতে। আজও সেই বাড়িতে রয়েছে প্রাণের সঞ্চার। তাঁর আদলেই এর সৃষ্টি করা যে শিল্প গুলি রয়েছে সেগুলি বাড়িতে গেলে দেখা যাবে চাক্ষুষ। বেশিরভাগই রয়েছে শান্তিনিকেতনে।
advertisement
6/6
বাড়িটা দেখলে মনে হবে না যে এত বড় মাপের একজন শিল্পীর পৈত্রিক বাড়ি এটি। আটপৌরে ভাঙাচোরা, তবে হেরিটেজ কমিশনের তরফ থেকে বসানো হয়েছে একটি ফলক।
বাড়িটা দেখলে মনে হবে না যে এত বড় মাপের একজন শিল্পীর পৈত্রিক বাড়ি এটি। আটপৌরে ভাঙাচোরা, তবে হেরিটেজ কমিশনের তরফ থেকে বসানো হয়েছে একটি ফলক।
advertisement
advertisement
advertisement