World Cup: ভারতের অনেক ক্রিকেটার অনেক ট্রফি পেয়েছেন, তবে মাত্র ৪ জন টি২০ বিশ্বকাপ এবং বড়দের বিশ্বকাপ জিতেছেন

Last Updated:
World Cup: ২৫-এর বেশি ভারতীয় ক্রিকেটার টি২০ বিশ্বকাপ জিততে পেরেছেন, আর ৫০-এর বেশি ভারতীয় ক্রিকেটার U19 World Cup জিতেছেন, কিন্তু মাত্র ৪ জন খেলোয়াড় আছেন যারা ভারতের হয়ে U19 World Cup আর T২০ World Cup দুটোই জিততে পেরেছেন।
1/8
২৫-এর বেশি ভারতীয় ক্রিকেটার টি২০ বিশ্বকাপ জিততে পেরেছেন, আর ৫০-এর বেশি ভারতীয় ক্রিকেটার U19 World Cup জিতেছেন, কিন্তু মাত্র ৪ জন খেলোয়াড় আছেন যারা ভারতের হয়ে U19 World Cup আর T20 World Cup দুটোই জিততে পেরেছেন। এখানে একবার দেখে নেওয়া যাক:
২৫-এর বেশি ভারতীয় ক্রিকেটার টি২০ বিশ্বকাপ জিততে পেরেছেন, আর ৫০-এর বেশি ভারতীয় ক্রিকেটার U19 World Cup জিতেছেন, কিন্তু মাত্র ৪ জন খেলোয়াড় আছেন যারা ভারতের হয়ে U19 World Cup আর T20 World Cup দুটোই জিততে পেরেছেন। এখানে একবার দেখে নেওয়া যাক:
advertisement
2/8
যুবরাজ, মহম্মদ কাইফের নেতৃত্বে ২০০০ সালে U19 World Cup জিতেছিলেন। ২০০০ সালে U19 World Cup-এ, যুবরাজ ৮টি ম্যাচে ২০৩ রান ও ১২টি উইকেট নিয়ে Player Of The Series পুরস্কার পেয়েছিল। (Picture Credit: AFP)
যুবরাজ, মহম্মদ কাইফের নেতৃত্বে ২০০০ সালে U19 World Cup জিতেছিলেন। ২০০০ সালে U19 World Cup-এ, যুবরাজ ৮টি ম্যাচে ২০৩ রান ও ১২টি উইকেট নিয়ে Player Of The Series পুরস্কার পেয়েছিল। (Picture Credit: AFP)
advertisement
3/8
যুবরাজ ২০০৭ সালের T২০ World Cup-এ ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন। তিনি ৬টি ম্যাচে ১৪৮ রান করেন এবং ১৯ সেপ্টেম্বর, ২০০৭-এ ডারবানে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে এক ওভারে ৬টি ছয় মেরেছিল। (Picture Credit: AFP)
যুবরাজ ২০০৭ সালের T২০ World Cup-এ ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন। তিনি ৬টি ম্যাচে ১৪৮ রান করেন এবং ১৯ সেপ্টেম্বর, ২০০৭-এ ডারবানে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে এক ওভারে ৬টি ছয় মেরেছিল। (Picture Credit: AFP)
advertisement
4/8
কিংবদন্তি বিরাট কোহলি ছিলেন ভারতের অধিনায়ক, তাঁর অধিনায়কত্বে ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন। (Picture Credit: AFP)
কিংবদন্তি বিরাট কোহলি ছিলেন ভারতের অধিনায়ক, তাঁর অধিনায়কত্বে ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন। (Picture Credit: AFP)
advertisement
5/8
কোহলি ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে T20 World Cup শিরোপা জিতেছিল। বারবাডোজে ২৯ জুন, ২০২৪-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে ৫৯ বলে ৭৬ রান করে কোহলি টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন। জাডেজা ছিলেন সেই দলের সহ-অধিনায়ক। (Picture Credit: AFP)
কোহলি ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে T20 World Cup শিরোপা জিতেছিল। বারবাডোজে ২৯ জুন, ২০২৪-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে ৫৯ বলে ৭৬ রান করে কোহলি টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন। জাডেজা ছিলেন সেই দলের সহ-অধিনায়ক। (Picture Credit: AFP)
advertisement
6/8
কোহলির মতো, জাডেজাও ২০২৪ সালে রোহিতের নেতৃত্বে টি২০ বিশ্বকাপ জিতেছিলেন। (Picture Credit: AFP)
কোহলির মতো, জাডেজাও ২০২৪ সালে রোহিতের নেতৃত্বে টি২০ বিশ্বকাপ জিতেছিলেন। (Picture Credit: AFP)
advertisement
7/8
অর্শদীপ সিং, পৃথ্বী শ-এর নেতৃত্বে ২০১৮ সালে U19 World Cup final-এ Australia-কে হারিয়ে বিশ্বকাপ জিতেছিলেন। (Picture Credit: AFP)
অর্শদীপ সিং, পৃথ্বী শ-এর নেতৃত্বে ২০১৮ সালে U19 World Cup final-এ Australia-কে হারিয়ে বিশ্বকাপ জিতেছিলেন। (Picture Credit: AFP)
advertisement
8/8
অর্শদীপ ২০২৪ সালের ভারতের হয়ে টি২০ বিশ্বকাপ জেতেন। T20 World Cup ২০২৪-এ আর্শদীপ যৌথ ভাবে সর্বোচ্চ উইকেট পেয়েছিলেন। (Picture Credit: Instagram)
অর্শদীপ ২০২৪ সালের ভারতের হয়ে টি২০ বিশ্বকাপ জেতেন। T20 World Cup ২০২৪-এ আর্শদীপ যৌথ ভাবে সর্বোচ্চ উইকেট পেয়েছিলেন। (Picture Credit: Instagram)
advertisement
advertisement
advertisement