Bharat Gaurav Ratna Shri Sammaan: তিনবার কোভিড পজিটিভ, তবু থামেননি! ‘ভারত গৌরব রত্ন শ্রী সম্মান’ পেলেন বাঁকুড়ার ভূমিপুত্র
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Bharat Gaurav Ratna Shri Sammaan: তিনবার কোভিড পজিটিভ হয়েও অটুট সেবা, বাঁকুড়ার ব্যবসায়ী পেলেন জাতীয় ‘ভারত গৌরব রত্নশ্রী সম্মান’।
কোভিড অতিমারির বিভীষিকাময় সময়ে যখন ভয়, অনিশ্চয়তা আর অসহায়তা গ্রাস করেছিল সমাজকে, তখন নিঃশব্দে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত গড়ে তুলেছিলেন বাঁকুড়া শহরের বাসিন্দা ও ব্যবসায়ী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সংকটের সেই কঠিন দিনে টানা ৩৫ দিন ধরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি থাকা ৭৫ থেকে ১০০ জন রোগী এবং তাঁদের পরিবারকে প্রতিদিন দুই বেলা খাদ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি।(ছবি ও তথ্য - নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
এই মানবিক উদ্যোগ কোনও একদিনের নয়, ছিল ধারাবাহিক ও সুসংগঠিত প্রয়াস। হাসপাতালের চত্বর, রোগীর আত্মীয়দের অপেক্ষার জায়গা, সবখানেই পৌঁছে যেত গরম খাবার। লকডাউন, যানবাহনের অভাব, আতঙ্ক- কোনও কিছুই তাঁকে থামাতে পারেনি। আশ্চর্যের বিষয়, এই সেবাকাজ করতে গিয়েই তিনি তিন তিনবার কোভিড পজিটিভ হন। তবুও সুস্থ হয়েই ফের ফিরে আসেন সেবার ময়দানে।
advertisement
এই নিঃস্বার্থ সমাজসেবার স্বীকৃতি হিসেবেই সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পেলেন ‘ভারত গৌরব রত্ন শ্রী সম্মান’। যা একটি উল্লেখযোগ্য জাতীয় সম্মান। বাঁকুড়ার মাটিতে জন্ম নেওয়া এক ব্যবসায়ীর হাতে এমন মর্যাদাপূর্ণ পুরস্কার উঠে আসায় গর্বিত গোটা জেলা। সমাজসেবার মানচিত্রে আরও একবার উজ্জ্বল হল বাঁকুড়ার নাম।
advertisement
আসলে প্রসেনজিতের সমাজসেবার ইতিহাস শুধুই কোভিড সময়ে সীমাবদ্ধ নয়। ছোটবেলা থেকেই পশুপ্রেমী এই মানুষটি বরাবরই আড়ালেই কাজ করতে স্বচ্ছন্দ। প্রতিবছর নিজ উদ্যোগে পাঁচ থেকে ছয়টি রক্তদান শিবির, চক্ষু শিবির, চিকিৎসা শিবির আয়োজন ও পরিচালনা করে আসছেন তিনি। কোনও প্রচার নয়, মানুষের পাশে থাকা, এটাই তাঁর মূল দর্শন।
advertisement
advertisement







