জলজটে বিপর্যস্ত, ভয়াবহ অবস্থা বাঁকুড়ায়! একের পর এক সেতু ভাসছে জলে

Last Updated:
যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে প্রায় ৪০ টি গ্রামে। শহরেও দুর্ভোগের শেষ নেই। মুক্তির পথ খুঁজছেন মানুষ।
1/6
ভয়ঙ্কর অবস্থা বাঁকুড়ায়! দুই দিনের বৃষ্টিতে নাজেহাল বাঁকুড়ার মানুষ। জলের তলায় শহরের একাধিক অংশ এবং শহর সংলগ্ন গুরুত্বপূর্ণ ব্রিজগুলি। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
ভয়ংকর অবস্থা বাঁকুড়ায়! দুই দিনের বৃষ্টিতে নাজেহাল বাঁকুড়ার মানুষ। জলের তলায় শহরের একাধিক অংশ এবং শহর সংলগ্ন গুরুত্বপূর্ণ ব্রিজগুলি। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
2/6
বর্ষা এলেই চরম সমস্যায় পড়েন বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর দুপারে অবস্থিত ২০ থেকে ২৫ টি গ্রাম। কারণ, বর্ষার জলে ডুবে যায় মানকানালি ব্রিজ।
বর্ষা এলেই চরম সমস্যায় পড়েন বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর দুপারে অবস্থিত ২০ থেকে ২৫ টি গ্রাম। কারণ, বর্ষার জলে ডুবে যায় মানকানালি ব্রিজ। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
3/6
বাঁকুড়া শহর লাগোয়া গুরুত্বপূর্ণ দুই সেতু ভাদুল ও মীনাপুর ইতিমধ্যেই চলে গেছে জলের তলায়। ফলতই ওই দুটি সেতু দিয়ে পারাপার একপ্রকার বন্ধ হয়ে গেছে। ভাদুল সেতু বন্ধ হয়ে যাওয়ায় মহা সমস্যায় পড়েছেন সোনাতপল, বালিয়াড়া, সুরপানগর, মালাতোড় সহ বহু গ্রাম।
বাঁকুড়া শহর লাগোয়া গুরুত্বপূর্ণ দুই সেতু ভাদুল ও মীনাপুর ইতিমধ্যেই চলে গিয়েছে জলের তলায়। ফলত ওই দুটি সেতু দিয়ে পারাপার একপ্রকার বন্ধ হয়ে গিয়েছে। ভাদুল সেতু বন্ধ হয়ে যাওয়ায় মহা সমস্যায় পড়েছেন সোনাতপল, বালিয়াড়া, সুরপানগর, মালাতোড় সহ বহু গ্রাম। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
4/6
একনাগাড়ে বৃষ্টি বাঁকুড়া জেলা জুড়ে! জলের তলায় একে একে ডুবে যাচ্ছে সেতুর পর সেতু। তবে বছরের পর বছর একই বিষয় ঘটে আসছে বাঁকুড়ার একটি মহা গুরুত্বপূর্ণ সেতুতে। সেতু তৈরির পর প্রায় তিনবার করা হয়েছে সেতু মেরামত। শেষবার মেরামত হয় পাঁচ বছর আগে। তখন থেকেই হাঁটাচলার অযোগ্য হয়ে পড়ে রয়েছে বাঁকুড়া শহর সংলগ্ন ভাদুল সেতু।
একনাগাড়ে বৃষ্টি বাঁকুড়া জেলা জুড়ে! জলের তলায় একে একে ডুবে যাচ্ছে সেতুর পর সেতু। তবে বছরের পর বছর একই বিষয় ঘটে আসছে বাঁকুড়ার একটি মহা গুরুত্বপূর্ণ সেতুতে। সেতু তৈরির পর প্রায় তিনবার করা হয়েছে সেতু মেরামত। শেষবার মেরামত হয় পাঁচ বছর আগে। তখন থেকেই হাঁটাচলার অযোগ্য হয়ে পড়ে রয়েছে বাঁকুড়া শহর সংলগ্ন ভাদুল সেতু। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
5/6
এদিকে শহরের ভিতরে জল নামছে না কিছুতেই। সতিঘাট থেকে ভৈরবস্থান, পুরোটাই জলের তলায়। বাঁকুড়া শহরের উপ পৌর প্রধান হীরালাল চট্টরাজ জানান,
এদিকে শহরের ভিতরে জল নামছে না কিছুতেই। সতীঘাট থেকে ভৈরব স্থান পুরোটাই জলের তলায়। বাঁকুড়া শহরের উপ পৌর প্রধান হীরালাল চট্টরাজ জানান,"আমরা দেখে এসেছি। ইঞ্জিনিয়ার গিয়ে দেখে এসেছেন। তিন মাস ধরে বৃষ্টি হচ্ছে। আমরা চেষ্টা করছি পরিষেবা দেওয়ার।" ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
6/6
তারই মধ্যে দুদিন ব্যাপী টানা বৃষ্টি অব্যাহত বাঁকুড়ায়। আর সেই বৃষ্টির কারণেই দারকেশ্বর নদ যেন ফুঁসছে। জলস্তর বেড়ে যাওয়ার কারণে ডুবে গেছে একাধিক সেতু। পারাপার বন্ধ হয়ে গেছে মীনাপুর সেতু ও ভাদুল সেতুতে। এক নাগাড়ে বৃষ্টিতে ফুঁসছে বাঁকুড়ার নদীগুলি।
তারই মধ্যে দুদিন ব্যাপী টানা বৃষ্টি অব্যাহত বাঁকুড়ায়। আর সেই বৃষ্টির কারণেই দারকেশ্বর নদ যেন ফুঁসছে। জলস্তর বেড়ে যাওয়ার কারণে ডুবে গিয়েছে একাধিক সেতু। পারাপার বন্ধ হয়ে গেছে মীনাপুর সেতু ও ভাদুল সেতুতে। এক নাগাড়ে বৃষ্টিতে ফুঁসছে বাঁকুড়ার নদীগুলি। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
advertisement
advertisement