Bangla News: পেশায় রাজমিস্ত্রি, প্যাশনে কবি! বাংলার ছেলেকে আশীর্বচন দিয়ে কে চিঠি দেন জানেন?

Last Updated:
Bangla News: ছোট্ট এক খুপড়ি ঘরে বাস। সারাদিন কাটে ছেনি-হাতুড়ি নিয়ে। পেশায় রাজমিস্ত্রি বাঁকুড়ার আব্দুল সামাদের এই কাহিনি জানলে গর্বে বুক ফুলে উঠবে।
1/6
ছোট্ট এক খুপড়ি ঘরে বাস। সারাদিন কাটে ছেনি-হাতুড়ি নিয়ে। পেশায় রাজমিস্ত্রি আব্দুল সামাদ।
ছোট্ট এক খুপড়ি ঘরে বাস। সারাদিন কাটে ছেনি-হাতুড়ি নিয়ে। পেশায় রাজমিস্ত্রি আব্দুল সামাদ।
advertisement
2/6
হাড়ভাঙ্গা খাটনির পর নিজের এক কামরার ভাড়া করা খুপড়ি ঘরে রেডিও চালিয়ে কবি কাজী নজরুল ইসলামকে পাথেয় করে লেখেন খাতার পর খাতা কবিতা।
হাড়ভাঙ্গা খাটনির পর নিজের এক কামরার ভাড়া করা খুপড়ি ঘরে রেডিও চালিয়ে কবি কাজী নজরুল ইসলামকে পাথেয় করে লেখেন খাতার পর খাতা কবিতা।
advertisement
3/6
কী ভাবছেন রাজমিস্ত্রি কবি? এও কি সম্ভব? আব্দুল সামাদ লিখেছেন, ৩০০-র বেশি কবিতা। রয়েছে পাঁচটি কবিতার বই। রয়েছে নিজস্ব পত্রিকা।
কী ভাবছেন রাজমিস্ত্রি কবি? এও কি সম্ভব? আব্দুল সামাদ লিখেছেন ৩০০-র বেশি কবিতা। রয়েছে পাঁচটি কবিতার বই। রয়েছে নিজস্ব পত্রিকা।
advertisement
4/6
একবার স্নেহের সামাদকে চিঠি পর্যন্ত লিখেছিলেন মহাশ্বেতা দেবী। পুঁথিগত বিদ্যার দিক থেকে
একবার স্নেহের সামাদকে চিঠি পর্যন্ত লিখেছিলেন মহাশ্বেতা দেবী। পুঁথিগত বিদ্যার দিক থেকে "নাইন ফেল" আব্দুল সামাদ অর্জন করেছেন প্রচুর সম্মান। কবিতার জগতে রয়েছে বিপুল জনপ্রিয়তা।
advertisement
5/6
তিনি জানান, কিছু গঠনমূলক করতে চেয়েছিলেন সব সময়। স্কুল জীবন থেকে শুরু করেন কবিতা লেখা। বাড়ি মুর্শিদাবাদে। কাজের সন্ধানে বাঁকুড়া এসেছেন বহু দিন হল।
তিনি জানান, কিছু গঠনমূলক করতে চেয়েছিলেন সব সময়। স্কুল জীবন থেকে শুরু করেন কবিতা লেখা। বাড়ি মুর্শিদাবাদে। কাজের সন্ধানে বাঁকুড়া এসেছেন বহু দিন হল।
advertisement
6/6
চাকরির দোহাই দিয়ে যাঁরা নিজেদের সৃজনশীল প্যাশনকে ছুড়ে ফেলে দিচ্ছেন, তাঁদেরকে চোখে আঙুল দিয়ে শিক্ষা দিলেন বাঁকুড়ার রাজমিস্ত্রি কবি আব্দুল সামাদ।
চাকরির দোহাই দিয়ে যাঁরা নিজেদের সৃজনশীল প্যাশনকে ছুড়ে ফেলে দিচ্ছেন, তাঁদেরকে চোখে আঙুল দিয়ে শিক্ষা দিলেন বাঁকুড়ার রাজমিস্ত্রি কবি আব্দুল সামাদ।
advertisement
advertisement
advertisement