'এই' জিনিসটি ছাড়া শহরের নামকরণ বৃথা! বড় উদ্যোগ, এবার ফিরবে নামের গরিমা
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Rintu Panja
Last Updated:
নামের মহিমা ফিরবে। বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে আসানসোলের এই কলেজ। জানলে আপনিও চমকে যাবেন।
পশ্চিম বর্ধমান জেলার অন্যতম শহর আসানসোল। শহরটি মূলত কয়লা ও ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। জনশ্রুতি, একসময় এই শহর গড়ে উঠেছিল 'আসান' গাছের নাম অনুসারে। কিন্তু বর্তমানে আসানসোল রয়েছে, শিল্পও রয়েছে, কিন্তু নেই সেই আসান গাছ। এই গাছ আজ বিলুপ্তির পথে। সেই গাছকে বাঁচাতে একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছে আসানসোলের বি বি কলেজ। বর্ধমান সেরিকালচার দফতর এর সঙ্গে বি বি কলেজ একত্রিত হয়ে কলেজের উদ্ভিদবিদ্যা এবং এন এস এস বিভাগের পক্ষ থেকে কলেজে প্রায় ৩৫০০ টি বীজ রোপন করে ফুটিয়ে তোলা হয়েছে 'আসান' গাছ এর চারা । ইতিমধ্যে সে গাছগুলি বিতরণ করা শুরু হয়েছে বিভিন্ন এলাকায়। (ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
advertisement
আসানসোল শহর শিল্প ও সংস্কৃতির একটি শহর। এই শহরেই রয়েছেন বহু গুণীজন ও সচেতন নাগরিক । কেউ রয়েছেন সংগীত শিল্পী, কেউ আলোক চিত্রশিল্পী, আর্টিস্ট, বিশিষ্ট শিক্ষক, কলেজের অধ্যাপক, বিশিষ্ট চিকিৎসক। এই সমস্ত সচেতন নাগরিকদের হাতে এই চারা গাছ তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন নার্সিংহোমকেও এই চারা গাছ বিতরণ করা হয়। (ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
advertisement
আসানসোল গ্রীন হেভেন সোসাইটির পক্ষ থেকে বৃক্ষরোপন অভিযান এর আয়োজন করা হয়। সেখানে চারা গাছ নিজের হাতে লাগান বি বি কলেজের অধ্যক্ষ অমিতাভ বসু। অমিতাভ বসু বলেন “ আসান গাছের সঙ্গে আসানসোলের নাম জড়িয়ে আছে। সেই ঐতিহ্যকে বাঁচাতে এবং আসানসোলেকে সবুজ শহর গড়ার চিন্তা ভাবনা নিয়েই আমাদের এই উদ্যোগ”। (ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
advertisement
এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বাচ্চারাও এসে হাতে হাত লাগান। বাচ্চারা বড় হয়ে উঠার সঙ্গে সঙ্গে আসান গাছটিও বড় হয়ে উঠবে এবং আগামী প্রজন্মের ছেলে মেয়েদেরকে এই গাছ দেখিয়ে বলতে পারবে যে এই আসান গাছের সঙ্গে আসানসোলের নাম জড়িয়ে আছে। সেই ঐতিহ্যকে অক্ষুন্ন রাখতে কলেজের একটি বিশেষ প্রয়াস। (ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
advertisement
আসানসোল বি বি কলেজ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে রয়েছে। কলেজ প্রতিষ্ঠা হয়েছিল ১৯৪৪ সালে। কলেজে বিভিন্ন রকম বিষয় নিয়ে পড়াশোনা হয়। স্নাতক বিষয়ের পাশাপাশি স্নাতকোত্তর বিষয়েও পড়ান হয়। পড়াশোনার পাশাপাশি কলেজের ছাত্র ছাত্রীদের হাতের কাজেও সুশিক্ষায় পারদর্শী করে তোলা হয়। আগামীতে সবুজ আসানসোল ও সুস্থ সমাজ গড়ার ডাক দিয়ে আসানসোল বিবি কলেজ এই আসানসোল শহরের বিভিন্ন জায়গায় আসান গাছের চারা লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে। তাদের এই উদ্যোগকে এলাকার সকলেই সাধুবাদ জানিয়েছেন।(ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
advertisement
গাছ শুধু লাগালেই হবে না। সে গাছকে বেড়ে ওঠার জন্য সঠিক ভাবে পরিচর্যা করতে হবে। কিভাবে পরিচর্যা করবেন তার জন্য কলেজও একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। গাছগুলি বিতরণের সঙ্গে সঙ্গে কলেজের পক্ষ থেকে একটি করে বিশেষ টিপস দেওয়া হচ্ছে এবং রীতিমত কলেজের পক্ষ থেকে যে সমস্ত এলাকায় চারা গাছে বিতরণ করা হচ্ছে সেই সমস্ত এলাকাগুলিতে পরবর্তীতে খোঁজও নেওয়া হবে বলে জানা গিয়েছে।(ছবি ও তথ্য রিন্টু পাঁজা)