Arijit Singh: স্ত্রীকে স্কুটিতে চড়িয়ে ভোটকেন্দ্রে! জিয়াগঞ্জের মন জয় করে ভোটদান ভূমিপুত্র অরিজিতের, ভিডিও নিমেষে ভাইরাল!

Last Updated:
Arijit Singh | WB Municipal Poll 2022: স্ত্রীকে নিয়ে সাধারণের মতোই স্কুটি চালিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে যান অরিজিৎ। স্ত্রী-র হাত ধরে একপ্রকার ছুট্টে ঢুকে পড়েন বুথে।
1/7
এ যেন ভিনি-ভিডি-ভিসি! এলেন, ভোট দিলেন আর জয় করলেন। পুরভোটের দিন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের 'জিয়া' অর্থাৎ প্রাণ ছুঁয়ে দিলেন গায়ক অরিজিৎ সিং।
এ যেন ভিনি-ভিডি-ভিসি! এলেন, ভোট দিলেন আর জয় করলেন। পুরভোটের দিন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের 'জিয়া' অর্থাৎ প্রাণ ছুঁয়ে দিলেন গায়ক অরিজিৎ সিং।
advertisement
2/7
বলিউডের প্রথম সারির এই সঙ্গীতশিল্পী কাজের সূত্রে বেশিরভাগ সময়টাই বাংলার বাইরে থাকেন। কিন্তু এবার তিনি পুরভোটে (WB Municipal Elections) নিজে ভোট দিলেন। শুধু তিনিই নন। সঙ্গে ছিলেন স্ত্রী।
বলিউডের প্রথম সারির এই সঙ্গীতশিল্পী কাজের সূত্রে বেশিরভাগ সময়টাই বাংলার বাইরে থাকেন। কিন্তু এবার তিনি পুরভোটে (WB Municipal Elections) নিজে ভোট দিলেন। শুধু তিনিই নন। সঙ্গে ছিলেন স্ত্রী।
advertisement
3/7
স্কুটি চালিয়ে স্ত্রীকে নিয়ে সাধারণের মতোই ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে যান শিল্পী অরিজিৎ। স্ত্রী-র হাত ধরে একপ্রকার ছুট্টে ঢুকে পড়েন বুথে।
স্কুটি চালিয়ে স্ত্রীকে নিয়ে সাধারণের মতোই ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে যান শিল্পী অরিজিৎ। স্ত্রী-র হাত ধরে একপ্রকার ছুট্টে ঢুকে পড়েন বুথে।
advertisement
4/7
ভূমিপুত্রকে ভোটের দিন একঝলক চোখের দেখা দেখতে ভিড় ছিল চোখে পড়ার মতোই। সেই ভিড় খানিকটা এড়িয়েই নির্বিঘ্নে নিজের গণতান্ত্রিক অধিকার ও কর্তব্য করেন অরিজিৎ।
ভূমিপুত্রকে ভোটের দিন একঝলক চোখের দেখা দেখতে ভিড় ছিল চোখে পড়ার মতোই। সেই ভিড় খানিকটা এড়িয়েই নির্বিঘ্নে নিজের গণতান্ত্রিক অধিকার ও কর্তব্য করেন অরিজিৎ।
advertisement
5/7
এরপরে সাংবাদিক ও উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে সামান্য সৌজন্য বিনিময়ের পরে ভোটগ্রহণ কেন্দ্র ছাড়েন শিল্পী। তাঁকে ঘিরে জনতার ভিড় ও অতি উৎসাহে যাতে ভোটদান প্রক্রিয়ায় কোনওরকম ব্যাঘাত না ঘটে সেদিকেও সতর্ক ছিলেন অরিজিৎ সিং।
এরপরে সাংবাদিক ও উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে সামান্য সৌজন্য বিনিময়ের পরে ভোটগ্রহণ কেন্দ্র ছাড়েন শিল্পী। তাঁকে ঘিরে জনতার ভিড় ও অতি উৎসাহে যাতে ভোটদান প্রক্রিয়ায় কোনওরকম ব্যাঘাত না ঘটে সেদিকেও সতর্ক ছিলেন অরিজিৎ সিং।
advertisement
6/7
জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার (WB Municipal Poll 2022) ৬ নম্বর ওয়ার্ডের বাদুরতলা জৈন ধর্মশালায় ২৫ নম্বর বুথে এদিন সস্ত্রীক ভোট দিতে পৌঁছন অরিজিৎ সিং। এদিন ভোট গ্রহণ কেন্দ্রে কার্যত দৌড়ে এক নিমেষে ঢুকে পরেন অরিজিৎ ও তাঁর স্ত্রী।
জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার (WB Municipal Poll 2022) ৬ নম্বর ওয়ার্ডের বাদুরতলা জৈন ধর্মশালায় ২৫ নম্বর বুথে এদিন সস্ত্রীক ভোট দিতে পৌঁছন অরিজিৎ সিং। এদিন ভোট গ্রহণ কেন্দ্রে কার্যত দৌড়ে এক নিমেষে ঢুকে পরেন অরিজিৎ ও তাঁর স্ত্রী।
advertisement
7/7
রবিবার পুরভোটের সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে নানা রকম অশান্তির একাধিক খবর আসতে থাকে। সকাল থেকে মুর্শিদাবাদের বহরমপুরের (Baharampur) ভোটকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। দুপুর গড়াতেই ফের অধীর চৌধুরীকে (Adhir Chowdhury) ঘিরে ধুন্ধুমার বাঁধে বহরমপুরেক ২৬ নম্বর ওয়ার্ডে। তবে সবমিলিয়ে মোটের ওপর ভোটদান প্রক্রিয়া ছিল শান্তিপূর্ণ।
রবিবার পুরভোটের সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে নানা রকম অশান্তির একাধিক খবর আসতে থাকে। সকাল থেকে মুর্শিদাবাদের বহরমপুরের (Baharampur) ভোটকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। দুপুর গড়াতেই ফের অধীর চৌধুরীকে (Adhir Chowdhury) ঘিরে ধুন্ধুমার বাঁধে বহরমপুরেক ২৬ নম্বর ওয়ার্ডে। তবে সবমিলিয়ে মোটের ওপর ভোটদান প্রক্রিয়া ছিল শান্তিপূর্ণ।
advertisement
advertisement
advertisement