Anubrata Mondal and Corona Virus: শ্বাসকষ্ট, গলায় ব্যাথা, নাক দিয়ে গড়াচ্ছে জল, করোনা টেস্ট অনুব্রত মন্ডলের, কী হল কেষ্ট-র

Last Updated:
Anubrata Mondal and Corona Virus: করোনা আক্রান্ত অনুব্রত!কী হয়েছে তাঁর?
1/6
বীরভূম: বীরভূমের তিনটি সাব ডিভিশনে পরপর তিনদিন মহামিছিলে যোগদান করেছিলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। সূত্রের খবর তিন দিন ধরে মহা মিছিল হয়েছে। ভীষণ ঘাম হয়েছিল কেষ্টর শরীরে।ঘামে ভিজে ছিল গোটা গা। তারপর থেকেই শরীর খারাপ শুরু হয়। প্রচণ্ড ঠান্ডা লাগে। কাশি হয় তার সঙ্গে গলা ব্যথা শুরু হয়। শ্বাসকষ্টও হয়।নাক দিয়ে জল গড়াতে শুরু করে। অনেকটা কফ বেরিয়েছে।ডাক্তার ওষুধ দিয়েছেন। তবে যেভাবে আবার পুনরায় কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে তাই অনুব্রত মণ্ডল করোনা টেস্ট করাতে চান। 
বীরভূম: বীরভূমের তিনটি সাব ডিভিশনে পরপর তিনদিন মহামিছিলে যোগদান করেছিলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। সূত্রের খবর তিন দিন ধরে মহা মিছিল হয়েছে। ভীষণ ঘাম হয়েছিল কেষ্টর শরীরে।ঘামে ভিজে ছিল গোটা গা। তারপর থেকেই শরীর খারাপ শুরু হয়। প্রচণ্ড ঠান্ডা লাগে। কাশি হয় তার সঙ্গে গলা ব্যথা শুরু হয়। শ্বাসকষ্টও হয়।নাক দিয়ে জল গড়াতে শুরু করে। অনেকটা কফ বেরিয়েছে।ডাক্তার ওষুধ দিয়েছেন। তবে যেভাবে আবার পুনরায় কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে তাই অনুব্রত মণ্ডল করোনা টেস্ট করাতে চান।
advertisement
2/6
প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাতে অনুব্রতের অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর থেকে তোলপাড় রাজ্য থেকে শুরু করে রাজনীতি। অনুব্রত ঘনিষ্ঠ বীরভূমের TMC নেতা গগন সরকার দাবি করেছেন, ওই কণ্ঠস্বর অনুব্রতর নয়।বরং AI দিয়ে করানো হয়েছে।এতে BJP-র ষড়যন্ত্র থাকতে পারে অথবা দলেরও একাংশের হাত থাকতে পারে বলে বিস্ফোরক অভিযোগ করেন ওই নেতা।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাতে অনুব্রতের অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর থেকে তোলপাড় রাজ্য থেকে শুরু করে রাজনীতি। অনুব্রত ঘনিষ্ঠ বীরভূমের TMC নেতা গগন সরকার দাবি করেছেন, ওই কণ্ঠস্বর অনুব্রতর নয়।বরং AI দিয়ে করানো হয়েছে।এতে BJP-র ষড়যন্ত্র থাকতে পারে অথবা দলেরও একাংশের হাত থাকতে পারে বলে বিস্ফোরক অভিযোগ করেন ওই নেতা।
advertisement
3/6
দু'দুবার পুলিশের তলব পেয়েও হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। পুলিশকে জানানো হয়েছে তিনি অসুস্থ।
দু'দুবার পুলিশের তলব পেয়েও হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। পুলিশকে জানানো হয়েছে তিনি অসুস্থ।
advertisement
4/6
ডাক্তারের মেডিক্যাল সার্টিফিকেট জমাও করা হয়েছে বোলপুরের SDPO অফিসে। অনুব্রত তরফ থেকে জানা যায় ঘামে ভিজে সর্দি লেগে গিয়েছে।কাশি হচ্ছে,রয়েছে গলাই ব্যাথাও। তাই কোনও ঝুঁকি না নিয়ে কোভিড টেস্ট করানোর চিন্তাভাবনা করছেন অনুব্রত।
ডাক্তারের মেডিক্যাল সার্টিফিকেট জমাও করা হয়েছে বোলপুরের SDPO অফিসে। অনুব্রত তরফ থেকে জানা যায় ঘামে ভিজে সর্দি লেগে গিয়েছে।কাশি হচ্ছে,রয়েছে গলাই ব্যাথাও। তাই কোনও ঝুঁকি না নিয়ে কোভিড টেস্ট করানোর চিন্তাভাবনা করছেন অনুব্রত।
advertisement
5/6
তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে তাঁকে দেওয়া ডাক্তারের সার্টিফিকেট নিয়ে বিতর্ক।পুলিশ সূত্রে খবর, অনুব্রতের যে মেডিক্যাল রিপোর্ট তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে, সেটি শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের।
তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে তাঁকে দেওয়া ডাক্তারের সার্টিফিকেট নিয়ে বিতর্ক।পুলিশ সূত্রে খবর, অনুব্রতের যে মেডিক্যাল রিপোর্ট তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে, সেটি শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের।
advertisement
6/6
ওই মেডিক্যাল রিপোর্টে সই রয়েছে হিটলার চৌধুরী নামে জনৈক চিকিৎসকের। আর সেখানেই বিতর্ক দানা বেঁধেছে। তবে অনুব্রত মণ্ডলকে যেহেতু পাঁচ দিন শয্যাশায়ী থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসক তাহলে তিনি কী কোভিড টেস্ট কোনও বেসরকারি নার্সিংহোম বা সরকারি হাসপাতাল অথবা বাড়িতে করাবেন নাকি সেই নিয়ে এখনও কিছু পরিষ্কার নয়। Input- Souvik Roy 
ওই মেডিক্যাল রিপোর্টে সই রয়েছে হিটলার চৌধুরী নামে জনৈক চিকিৎসকের। আর সেখানেই বিতর্ক দানা বেঁধেছে। তবে অনুব্রত মণ্ডলকে যেহেতু পাঁচ দিন শয্যাশায়ী থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসক তাহলে তিনি কী কোভিড টেস্ট কোনও বেসরকারি নার্সিংহোম বা সরকারি হাসপাতাল অথবা বাড়িতে করাবেন নাকি সেই নিয়ে এখনও কিছু পরিষ্কার নয়। Input- Souvik Roy
advertisement
advertisement
advertisement