Phalharini Kali Puja: ফলহারিণী কালীপুজোর তিথি পড়ে গেছে, তারাপীঠে মা তারাকে কী ভোগ দিয়ে পুজো করা হচ্ছে জানেন

Last Updated:
Phalharini Kali Puja: ফলহারিণী কালী পুজোতে মাকে দেওয়া হয় নানা ভোগ, রাজবেশে পূজিতা হন মা তারা
1/5
বীরভূম: ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠ মন্দিরে ভক্তের ঢল। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী রূপে পূজিতা হন মা তারা। আর জ্যৈষ্ঠ অমাবস্যাকে পালিত হয় ফলহারিণী অমাবস্যা হিসেবে। ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী। ফলহারিণী রূপে আদ্যাশক্তি মহামায়া মা কালী সব অশুভ ফল হরণ করেন। হিন্দুমতে প্রচলিত বিশ্বাস অনুসারে এই তিথিতে মা কালীর পুজো করলে অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল লাভ হয়।
বীরভূম: ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠ মন্দিরে ভক্তের ঢল। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী রূপে পূজিতা হন মা তারা। আর জ্যৈষ্ঠ অমাবস্যাকে পালিত হয় ফলহারিণী অমাবস্যা হিসেবে। ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী। ফলহারিণী রূপে আদ্যাশক্তি মহামায়া মা কালী সব অশুভ ফল হরণ করেন। হিন্দুমতে প্রচলিত বিশ্বাস অনুসারে এই তিথিতে মা কালীর পুজো করলে অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল লাভ হয়।
advertisement
2/5
এই অমাবস্যায় মা তারাকে ফলের ভোগ নিবেদন করলে ইচ্ছেপূরণ হয় বলে বিশ্বাস। তাই ফল দিয়ে তারাকে পুজো করেন ভক্তরা। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে তারা মায়ের নিশিরাতে পুজো ও আরতি হয়।
এই অমাবস্যায় মা তারাকে ফলের ভোগ নিবেদন করলে ইচ্ছেপূরণ হয় বলে বিশ্বাস। তাই ফল দিয়ে তারাকে পুজো করেন ভক্তরা। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে তারা মায়ের নিশিরাতে পুজো ও আরতি হয়।
advertisement
3/5
রাতে মাকে ফুল এবং ফলের মালা দিয়ে রাজবেশে সাজানো হয়। যে ফল বিগ্রহকে নিবেদন করা হয়, সেই ফল খাওয়া যায় না। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে আরতি হয় তিনবার।
রাতে মাকে ফুল এবং ফলের মালা দিয়ে রাজবেশে সাজানো হয়। যে ফল বিগ্রহকে নিবেদন করা হয়, সেই ফল খাওয়া যায় না। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে আরতি হয় তিনবার।
advertisement
4/5
মা তারাকে দু'বার ভোগ নিবেদন করা হয়। রাতে প্রসাদ হিসেবে দেওয়া হয় পাঁচ রকমের ভাজা, খিচুড়ি, পাঁঠার মাংসের ভোগ। এই তিথিতে দেবীর আরাধনায় অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ ফলপ্রাপ্তি হয়।
মা তারাকে দু'বার ভোগ নিবেদন করা হয়। রাতে প্রসাদ হিসেবে দেওয়া হয় পাঁচ রকমের ভাজা, খিচুড়ি, পাঁঠার মাংসের ভোগ। এই তিথিতে দেবীর আরাধনায় অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ ফলপ্রাপ্তি হয়।
advertisement
5/5
সোমবার বেলা ১১টা ৯মিনিটে ফলহারিণী আমবস্যা তিথি শুরু হবে। থাকবে পরের দিন সকাল ৮টা ৪৬মিনিট পর্যন্ত। Input- Akshay Dhibar 
সোমবার বেলা ১১টা ৯মিনিটে ফলহারিণী আমবস্যা তিথি শুরু হবে। থাকবে পরের দিন সকাল ৮টা ৪৬মিনিট পর্যন্ত। Input- Akshay Dhibar
advertisement
advertisement
advertisement