১৪-১৫ বছরের অপেক্ষার অবসান! আমতা-ধর্মতলা বাস রুটের যাত্রীদের জন্য বড় সুখবর

Last Updated:
Bus Route : এই বাস আমতা'র কিষাণ মান্ডি থেকে যাত্রা শুরু করে আমতা দেবান্দী, মুন্সিরহাট, দাশনগর গিয়ে দ্বিতীয় হুগলি সেতু হয়ে ধর্মতলা পৌঁছবে।
1/5
আমতা , রাকেশ মাইতি: আরও সহজে ধর্মতলা! এক যুগেরও বেশি সময় পর, আবার রাস্তায় নামল আমতা-ধর্মতলা রুটে বাস। বন্ধ হওয়া রুটে পুনরায় সোমবার ৪/৮/২০২৫ থেকে বাস পরিষেবা পেয়ে খুশি সাধারণ মানুষ।
আমতা , রাকেশ মাইতি: আরও সহজে ধর্মতলা! এক যুগেরও বেশি সময় পর, আবার রাস্তায় নামল আমতা-ধর্মতলা রুটে বাস। বন্ধ হওয়া রুটে পুনরায় সোমবার থেকে বাস পরিষেবা পেয়ে খুশি সাধারণ মানুষ।
advertisement
2/5
প্রায় ১৪-১৫ বছর পর পুনরায় চালু হল আমতা-ধর্মতলা বাস পরিষেবা। এই বাস আমতা থেকে যাত্রা শুরু করে মুন্সিরহাট হয়ে ধর্মতলা যাবে। রবিবার আনুষ্ঠানিক ভাবে এই রুটে বাস চলাচলের সূচনা করেন বিধায়ক ডাঃ নির্মল মাজি। ছবি ও তথ্য : রাকেশ মাইতি
প্রায় ১৪-১৫ বছর পর পুনরায় চালু হল আমতা-ধর্মতলা বাস পরিষেবা। এই বাস আমতা থেকে যাত্রা শুরু করে মুন্সিরহাট হয়ে ধর্মতলা যাবে। রবিবার আনুষ্ঠানিক ভাবে এই রুটে বাস চলাচলের সূচনা করেন বিধায়ক ডাঃ নির্মল মাজি। ছবি ও তথ্য : রাকেশ মাইতি
advertisement
3/5
সোমবার থেকে এই রুটে বাস চলাচল শুরু করল। শুরুতে এই রুটে আপাতত কয়েকটি বাস চলবে। পরবর্তী কয়েক মাসের মধ্যে এই রুটে বাসের সংখ্যা আরও বাড়ান হবে বলে জানা গেছে। ছবি ও তথ্য : রাকেশ মাইতি
সোমবার থেকে এই রুটে বাস চলাচল শুরু করল। শুরুতে এই রুটে আপাতত কয়েকটি বাস চলবে। পরবর্তী কয়েক মাসের মধ্যে এই রুটে বাসের সংখ্যা আরও বাড়ান হবে বলে জানা গেছে। ছবি ও তথ্য : রাকেশ মাইতি
advertisement
4/5
এই বাস আমতা'র কিষাণ মান্ডি থেকে যাত্রা শুরু করে আমতা দেবান্দী, মুন্সিরহাট, দাশনগর গিয়ে দ্বিতীয় হুগলি সেতু হয়ে ধর্মতলা পৌঁছবে। এই রুটে বাস বন্ধ হবার পর স্থানীয় ১২ -১৫ টিরও বেশি গ্রামের মানুষ সমস্যায় পড়েন। তাদেরকে ঘুর পথে অথবা বেশি খরচ করে গন্তব্যে পৌঁছতে হত। পুনরায় বাস চালু হয় স্বস্তিতে সেই সমস্ত মানুষ। ছবি ও তথ্য : রাকেশ মাইতি
এই বাস আমতা'র কিষাণ মান্ডি থেকে যাত্রা শুরু করে আমতা দেবান্দী, মুন্সিরহাট, দাশনগর গিয়ে দ্বিতীয় হুগলি সেতু হয়ে ধর্মতলা পৌঁছবে। এই রুটে বাস বন্ধ হবার পর স্থানীয় ১২ -১৫ টিরও বেশি গ্রামের মানুষ সমস্যায় পড়েন। তাদেরকে ঘুর পথে অথবা বেশি খরচ করে গন্তব্যে পৌঁছতে হত। পুনরায় বাস চালু হয় স্বস্তিতে সেই সমস্ত মানুষ। ছবি ও তথ্য : রাকেশ মাইতি
advertisement
5/5
জানা যায়, প্রায় ১৫ বছর আগে কিছু কারণে এই রুটে বাস চলাচল বন্ধ হয়। তারপর আমতার বড় অংশের এলাকার মনুষের কাছে কলকাতা'র ধর্মতলা পৌঁছন কিছুটা কঠিন হয়ে পড়ে। এলাকায় সেই সময় থেকে বর্তমান সময়ে ধর্মতলা পৌঁছান যাত্রী সংখ্যাও বেড়েছে। ফলে এই রুট চালু হওয়ায় বড় অংশের মানুষ উপকৃত হবে। ছবি ও তথ্য : রাকেশ মাইতি
জানা যায়, প্রায় ১৫ বছর আগে কিছু কারণে এই রুটে বাস চলাচল বন্ধ হয়। তার পর আমতার বড় অংশের এলাকার মনুষের কাছে কলকাতা'র ধর্মতলা পৌঁছন কিছুটা কঠিন হয়ে পড়ে। এলাকায় সেই সময় থেকে বর্তমান সময়ে ধর্মতলা পৌঁছান যাত্রী সংখ্যাও বেড়েছে। ফলে এই রুট চালু হওয়ায় বড় অংশের মানুষ উপকৃত হবে। ছবি ও তথ্য : রাকেশ মাইতি
advertisement
advertisement
advertisement