Alipore Zoo:ঢোকা যাবে সোজা খাঁচায়, এই শীতে আলিপুর চিড়িয়াখানায় বিরাট চমক

Last Updated:
এই শীতে আলিপুর চিড়িয়াখানায় আসছে নতুন অতিথি। সেই সঙ্গে পাওয়া যাবে বিশেষ সুবিধা
1/6
শীতকাল মানেই চিড়িয়াখানায় ঢুঁ! এ যেন এক নস্টালজিয়া...
শীতকাল মানেই চিড়িয়াখানায় ঢুঁ! এ যেন এক নস্টালজিয়া...
advertisement
2/6
 এবার চিড়িখানা ঘোরার মজাই আলাদা। এক্কেবারে খাঁচার মধ্যে ঢুকে যেতে পারবেন। এহেন অভিনব সুযোগ দিতে চলেছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে বাঘ অথবা সিংহের খাঁচায় নয়। ঢোকা যাবে পাখির খাঁচায়।
এবার চিড়িখানা ঘোরার মজাই আলাদা। এক্কেবারে খাঁচার মধ্যে ঢুকে যেতে পারবেন। এহেন অভিনব সুযোগ দিতে চলেছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে বাঘ অথবা সিংহের খাঁচায় নয়। ঢোকা যাবে পাখির খাঁচায়।
advertisement
3/6
চিড়িয়াখানায় একটি পাখির খাঁচা তৈরি করা হয়েছে। এখানে থাকবে বিভিন্ন প্রজাতির পাখি‌। আলিপুর চিড়িয়াখানার দেড়শো বছর পূর্তি উপলক্ষে দর্শকদের এই উপহার দিতে চলেছে কর্তৃপক্ষ।
চিড়িয়াখানায় একটি পাখির খাঁচা তৈরি করা হয়েছে। এখানে থাকবে বিভিন্ন প্রজাতির পাখি‌। আলিপুর চিড়িয়াখানার দেড়শো বছর পূর্তি উপলক্ষে দর্শকদের এই উপহার দিতে চলেছে কর্তৃপক্ষ।
advertisement
4/6
শীতের মরশুমে আলিপুরে আসছে নয়া অতিথি। শিলিগুড়ি বেঙ্গল সাফারি থেকে আসছে একটি চিতা-বিড়াল অথবা লেপার্ড ক্যাট। এই প্রথম আলিপুরে আসছে চিতা-বিড়াল।
শীতের মরশুমে আলিপুরে আসছে নয়া অতিথি। শিলিগুড়ি বেঙ্গল সাফারি থেকে আসছে একটি চিতা-বিড়াল অথবা লেপার্ড ক‌্যাট। এই প্রথম আলিপুরে আসছে লেপার্ড ক্যাট।
advertisement
5/6
ভিনরাজ্যে এরকম অনেক চিড়িয়াখানা রয়েছে যেখানে পশুপাখিদের খাঁচায় প্রবেশের অনুমতি রয়েছে দর্শকদের। কিন্তু এ রাজ্যে এমন কোনও ব্যবস্থা ছিল না। এই প্রথম আলিপুর চিড়িয়াখানায় দর্শকদের খাঁচায় প্রবেশের ছাড়পত্র মিলছে।
ভিনরাজ্যে এরকম অনেক চিড়িয়াখানা রয়েছে যেখানে পশুপাখিদের খাঁচায় প্রবেশের অনুমতি রয়েছে দর্শকদের। কিন্তু এ রাজ্যে এমন কোনও ব্যবস্থা ছিল না। এই প্রথম আলিপুর চিড়িয়াখানায় দর্শকদের খাঁচায় প্রবেশের ছাড়পত্র মিলছে।
advertisement
6/6
এই খাঁচার মধ্যে থাকছে ওয়াকিং ওয়ে। থাকবে ছবি তোলার পরিবেশ। প্রায় ১২ প্রজাতির পাখি থাকবে সেখানে।
এই খাঁচার মধ্যে থাকছে ওয়াকিং ওয়ে। থাকবে ছবি তোলার পরিবেশ। প্রায় ১২ প্রজাতির পাখি থাকবে সেখানে।
advertisement
advertisement
advertisement