Weather Alert: বঙ্গোপসাগরে ফুঁসছে গভীর নিম্নচাপ, কয়েক ঘণ্টায় প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, জানুন আজকের ওয়েদার আপডেট

Last Updated:
Ajker Weather Update: আজ আর ২-৩ ঘণ্টার মধ্যেই দক্ষিণ ২৪ পরগণা থেকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে৷  
1/10
#কলকাতা: বাংলার খাঁড়ির ওপর তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে ফুঁসছে৷ এর ফলে আগামী তিনদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি  প্রবল৷ ওড়িশা ও পশ্চিমবঙ্গে আগামী তিন দিনে প্রবল বৃষ্টি হবে৷ শনিবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্ষেত্র ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ তটভূমি থেকে দূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরীয় খাঁড়িতে কেন্দ্রিত হয়ে রয়েছে৷ Photo- File
#কলকাতা: বাংলার খাঁড়ির ওপর তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে ফুঁসছে৷ এর ফলে আগামী তিনদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি  প্রবল৷ ওড়িশা ও পশ্চিমবঙ্গে আগামী তিন দিনে প্রবল বৃষ্টি হবে৷ শনিবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্ষেত্র ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ তটভূমি থেকে দূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরীয় খাঁড়িতে কেন্দ্রিত হয়ে রয়েছে৷ Photo- File
advertisement
2/10
আজ আর ২-৩ ঘণ্টার মধ্যেই দক্ষিণ ২৪ পরগণা থেকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে৷  Photo- File
আজ আর ২-৩ ঘণ্টার মধ্যেই দক্ষিণ ২৪ পরগণা থেকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে৷  Photo- File
advertisement
3/10
প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ থেকে বাঁচতে আবহাওয়া দফতর সতর্কতা জারি করা হয়েছে এবং মানুষজনকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে৷ Photo- File
প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ থেকে বাঁচতে আবহাওয়া দফতর সতর্কতা জারি করা হয়েছে এবং মানুষজনকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে৷ Photo- File
advertisement
4/10
মৌসম বিভাগ ওয়েদার আপডেট অনুযায়ি আজকের ওয়েদার আপডেট অনুযায়ি আলাদা আলাদা এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে৷ পাশাপাশি ঘণ্টা ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিতে বইবে ঝোড়ো হাওয়া৷ উপকূল এলাকায় প্রবল দাপট দেখাবে বৃষ্টি ও হাওয়ার দাপট৷ Photo Courtesy- IMD/ Sattellite Image 
মৌসম বিভাগ ওয়েদার আপডেট অনুযায়ি আজকের ওয়েদার আপডেট অনুযায়ি আলাদা আলাদা এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে৷ পাশাপাশি ঘণ্টা ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিতে বইবে ঝোড়ো হাওয়া৷ উপকূল এলাকায় প্রবল দাপট দেখাবে বৃষ্টি ও হাওয়ার দাপট৷ Photo Courtesy- IMD/ Sattellite Image 
advertisement
5/10
কলকাতার আজকের ওয়েদার আপডেট অনুযায়ি  দিনের বিভিন্ন সময়ে মাঝারি বৃষ্টিপাত হবে৷ কলকাতার তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷ Photo- File
কলকাতার আজকের ওয়েদার আপডেট অনুযায়ি  দিনের বিভিন্ন সময়ে মাঝারি বৃষ্টিপাত হবে৷ কলকাতার তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷ Photo- File
advertisement
6/10
আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৩ শতাংশ ৷ ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে৷ Photo- File
আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৩ শতাংশ ৷ ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে৷ Photo- File
advertisement
7/10
মৌসম বিভাগের ওয়েদার আপডেট অনুযায়ি ওড়িশা, গুজরাত , কোঙ্কণ, গোয়া এবং মধ্য মহারাষ্ট্র আলাদা আলাদাভাবে ভারী বৃষ্টির সম্ভবনা জারি৷ Photo Courtesy- IMD/ Sattellite Image 
মৌসম বিভাগের ওয়েদার আপডেট অনুযায়ি ওড়িশা, গুজরাত , কোঙ্কণ, গোয়া এবং মধ্য মহারাষ্ট্র আলাদা আলাদাভাবে ভারী বৃষ্টির সম্ভবনা জারি৷ Photo Courtesy- IMD/ Sattellite Image 
advertisement
8/10
এছাড়া সৌরাষ্ট্র , কচ্ছ , তটবর্তী দক্ষিণ অন্তবর্তী কর্ণাটক , ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ , মধ্যপ্রদেশ , মারাঠাবাড়া,বিদর্ভ , ছত্তীশগড়, তেলঙ্গানা আজ ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে৷ Photo- File
এছাড়া সৌরাষ্ট্র , কচ্ছ , তটবর্তী দক্ষিণ অন্তবর্তী কর্ণাটক , ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ , মধ্যপ্রদেশ , মারাঠাবাড়া,বিদর্ভ , ছত্তীশগড়, তেলঙ্গানা আজ ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে৷ Photo- File
advertisement
9/10
আইএমডি-র ওয়েদার ফোরকাস্ট অনুযায়ি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র, ছত্তিসগড়,  তটবর্তী এবং উত্তর কর্ণাটকে, কেরল , মাহেতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হবে৷ Photo- File
আইএমডি-র ওয়েদার ফোরকাস্ট অনুযায়ি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র, ছত্তিসগড়,  তটবর্তী এবং উত্তর কর্ণাটকে, কেরল , মাহেতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হবে৷ Photo- File
advertisement
10/10
এছাড়া নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, হিমালয়ের নিম্নবর্তী পশ্চিমবঙ্গ , সিকিম বিহার, পূর্ব রাজস্থান, তটবর্তী অন্ধ্রপ্রদেশ, যনম , তেলেঙ্গানাতেও প্রবল বৃষ্টি হওয়ার সম্ভবনা জারি৷ Photo- File
এছাড়া নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, হিমালয়ের নিম্নবর্তী পশ্চিমবঙ্গ , সিকিম বিহার, পূর্ব রাজস্থান, তটবর্তী অন্ধ্রপ্রদেশ, যনম , তেলেঙ্গানাতেও প্রবল বৃষ্টি হওয়ার সম্ভবনা জারি৷ Photo- File
advertisement
advertisement
advertisement