Abhishek Banerjee: রামপুরহাটে সভা, নাতি অভিষেকের জন্য কুসুম্বা গ্রামে অপেক্ষায় দাদু অনিল মুখোপাধ্যায়
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Abhishek Banerjee: তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে বীরভূম সফরে এসে সন্ধ্যা নাগাদ বীরভূমের রামপুরহাটের কুসম্বা গ্রামে দাদুর বাড়িতে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
*বীরভূম: তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে বীরভূম সফরে এসে সন্ধ্যা নাগাদ বীরভূমের রামপুরহাটের কুসম্বা গ্রামে দাদুর বাড়িতে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিন বছর পর ফের এইদিন রামপুরহাটে জনসভা করতে আসছেন তিনি। এবারও কী সভার শেষে দাদুর সঙ্গে দেখা করতে আসবেন অভিষেক?
advertisement
*অপেক্ষায় বছর নব্বই ছুঁইছুঁই দাদু অনিল মুখোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান রামপুরহাটের চাকাইপুর গ্রাম হলেও লাগোয়া কুসুম্বা গ্রামের মামার বাড়িতেই বেশি থাকতে ভালবাসতেন তিনি। কুসুম্বা গ্রামেই তাঁর বেড়ে ওঠা। বীরভূম সফরে এসে বেশ কয়েকবার মামার বাড়িতে এসেছেন তিনি। ২০২৩ সালের ৫ মে মুর্শিদাবাদের সফর শেষ করে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে কলকাতায় ফেরার পথে রামপুরহাট স্টেশনে তৃণমূলের দলীয় নেতৃত্বদের জানিয়েছিলেন বীরভূম সফরে এলে গ্রামের বাড়ি যাওয়ার পাশাপাশি তারাপীঠ মা তারার মন্দিরে পুজো দেবেন।
advertisement
*আর এর ঠিক চারদিনের পরেই নবজোয়ার কর্মসূচিতে বীরভূম এসে সন্ধ্যা নাগাদ কুসুম্বা গ্রামে গিয়ে দাদুর শীরিরিক অবস্থার খোঁজ নেন অভিষেক। হঠাৎ নাতিকে দেখে দাদুও আনন্দতে কেঁদে ফেলেন স্নেহের ছোঁয়ায় জড়িয়ে ধরেন নাতিকে। মামা নীহার ও মামিমা পম্পা মুখোপাধ্যায়কে দাদুকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যেতে বলেছিলেন অভিষেক। ঘুরে দেখেন মুখ্যমন্ত্রীর স্মৃতি বিজরিত সেই মাটির বাড়িটিও। তিনবছর আগের সেই স্মৃতি এখনও টাটকা অনিল মুখোপাধ্যায়ের।
advertisement
*অনিল মুখোপাধ্যায় বলেন, "এখন আমার শরীর ভাল নেই। জনসভায় নাতিকে দেখতে যাওয়ার ইচ্ছা থাকলেও শরীরের সেই ক্ষমতা নেই। তিনবছর আগে সন্ধায় হঠাৎই এসে আমার সঙ্গে দেখা করে গিয়েছিল। প্রায় আধঘণ্টা ছিলেন অভিষেক। এবারও তেমনভাবে আসবে কী না জানি না। সময় পেলে নিশ্চয়ই আসবে।"একইভাবে শাসকদলের সেকেন্ড ইন কমান্ডের আসার অপেক্ষায় গোটা কুসুম্বা গ্রাম।
advertisement






