

• দিঘার সমুদ্রে স্নান করতে নেমে আতঙ্ক ছড়াল পর্যটকদের মধ্যে । হঠাৎই নাকি তাঁদের পায়ে কিছু জড়িয়ে গিয়েছিল এবং জলের নীচে টেনে নিয়ে যাচ্ছিল সেই বস্তুটি । মনে হচ্ছে যেন জলের তলা থেকে কেউ পা ধরে টানছে । এই ঘটনা মুহূর্তে ছড়িয়ে পড়ে দিঘার সমুদ্র সৈকতে ।


• পর্যটকদের চেঁচামেচিতে ছুটে আসেন নুলিয়ারা । শেষ পর্যন্ত তাঁদের চেষ্টাতেই উদ্ধার হল দিঘার সমুদ্রে তলিয়ে নিখোঁজ হয়ে যাওয়া এক পর্যটকের মৃতদেহ! মৃত যুবকের নাম অজয় মুর্মু।


• কেশিয়াড়ি থেকে দলবেঁধে বন্ধুদের সঙ্গে দিঘা এসেছিলেন অজয়। বন্ধুদের সঙ্গে স্নানে নেমে সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজির পর তাঁর দেহ উদ্ধার হয়েছে।


• পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থেকে অজয় মুর্মু(২৮) চল্লিশ জনের একটি দলের সাথে পিকনিক করতে দিঘা পর্যটন কেন্দ্রে আসেন । সঙ্গে ছিলেন ছোট ভাই কালো চাঁদ মুর্মু। বেলা ১০ টার সময় নিউ দিঘা মেরিনাঘাটে সমুদ্র স্নানে নেমে নিখোঁজ হয়ে যান তিনি । সঙ্গে থাকা ছোট ভাই ও অন্যান্যরা বহু খোঁজাখুঁজির পরও তাঁকে দেখতে না পেয়ে দিঘা থানায় জানান। নিখোঁজ অভিযোগ পেয়ে নুলিয়ারা ও দিঘা থানার পুলিশ ওল্ড দিঘার জগন্নাথ সমুদ্র স্নান ঘাটে এক মৃত ব্যক্তির দেহ দেখতে পান ।