Snake : বাড়ির সামনে আবর্জনা রাখেন? বাঁকুড়ার সোনামুখীতে রাস্তার উপর যা হল... ভয়ানক কাণ্ড

Last Updated:
Python- সোনামুখীর চৌধুরীপাড়া এলাকায় স্থানীয়রা হঠাৎ দেখেন রাস্তার ধারে ঘোরাঘুরি করছে রক পাইথন, খবর ছড়াতেই বিশাল ভিড় মানুষের।
1/7
রাতের অন্ধকারে রাস্তার ধারে বসে থাকেন তাহলে খুব সাবধান, বাড়ির সামনে নোংরা আবর্জনা রাখেন তাহলে এবার সতর্ক হন! কারণ রাতের অন্ধকারে গ্রামের রাস্তাতে চরে বেড়াচ্ছে রক পাইথন ( ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
রাতের অন্ধকারে রাস্তার ধারে বসে থাকলে খুব সাবধান! বাড়ির সামনে নোংরা আবর্জনা রাখেন, তা হলে এবার সতর্ক হোন! কারণ রাতের অন্ধকারে গ্রামের রাস্তায় চরে বেড়াচ্ছে রক পাইথন (ছবি ও তথ্য: অনেকের বাউরী)
advertisement
2/7
আবারও বিশাল আকারের রক পাইথন উদ্ধার করল বন দফতর! বাঁকুড়ার সোনামুখী পৌর শহরের চৌধুরীপাড়া এলাকায় মঙ্গলবার রাত্রে রাস্তার ধারে একটি রক পাইথনকে ঘুরে বেড়াতে দেখে স্থানীয়রা। রীতিমত আতঙ্কিত হয়ে তারা খবর দেন সোনামুখী বনদফতরে! (ছবি ও তথ্য: অনেকের বাউরী)
আবারও বিশাল আকারের রক পাইথন উদ্ধার করল বন দফতর! বাঁকুড়ার সোনামুখী পৌর শহরের চৌধুরীপাড়া এলাকায় মঙ্গলবার রাতে রাস্তার ধারে একটি রক পাইথনকে ঘুরে বেড়াতে দেখে স্থানীয়রা। রীতিমতো আতঙ্কিত হয়ে তাঁরা খবর দেন সোনামুখী বনদফতরে! (ছবি ও তথ্য: অনেকের বাউরী)
advertisement
3/7
এলাকায় এই খবর ছড়াতেই সেখানে এলাকার মানুষ ভিড় জমায় এবং রক পাইথনটি রাস্তার ধারে থাকা ডাস্টবিনের ভেতর ঢুকে পড়ে। তড়িঘড়ি ঘটনা স্থলে আসে সোনামুখীর বনকর্মীরা! (ছবি ও তথ্য: অনেকের বাউরী)
এলাকায় এই খবর ছড়াতেই সেখানে এলাকার মানুষ ভিড় জমায় এবং রক পাইথনটি রাস্তার ধারে থাকা ডাস্টবিনের ভেতর ঢুকে পড়ে। তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন সোনামুখীর বনকর্মীরা! (ছবি ও তথ্য: অনেকের বাউরী)
advertisement
4/7
সোনামুখী ফরেস্ট রেঞ্জার নিলয় রায়ের নেতৃত্বে বণকর্মীরা ওই রক পাইথনটিকে উদ্ধার করে পুনরায় সোনামুখীর এক গভীর জঙ্গলে ছেড়ে দেয়! (ছবি ও তথ্য: অনেকের বাউরী)
সোনামুখী ফরেস্ট রেঞ্জার নিলয় রায়ের নেতৃত্বে বণকর্মীরা ওই রক পাইথনটিকে উদ্ধার করে পুনরায় সোনামুখীর এক গভীর জঙ্গলে ছেড়ে দেন। (ছবি ও তথ্য: অনেকের বাউরী)
advertisement
5/7
সোনামুখী ফরেস্ট রেঞ্জার নিলয় রায় জানান, এটি একটি পূর্ণবয়স্ক রক পাইথন এর ওজন সাড়ে নয় থেকে দশ কিলো এবং সাত ফুট লম্বা এই সাপটি! (ছবি ও তথ্য: অনেকের বাউরী)
সোনামুখী ফরেস্ট রেঞ্জার নিলয় রায় জানান, এটি একটি পূর্ণবয়স্ক রক পাইথন। ওজন সাড়ে নয় থেকে দশ কিলো এবং সাত ফুট লম্বা এই সাপটি! (ছবি ও তথ্য: অনেকের বাউরী)
advertisement
6/7
সাধারণ মানুষের উদ্দেশ্যে জানান হয়েছে কেউ আতঙ্কিত হবেন না, এই সাপটির কোনও বিষ নেই এবং কোনওরকম ভাবে মানুষের ক্ষতি করে না। এছাড়াও বলা হয়েছে বাড়ির সামনে যেন কেউ নোংরা আবর্জনা না রাখে! (ছবি ও তথ্য: অনেকের বাউরী)
সাধারণ মানুষের উদ্দেশ্যে জানান হয়েছে কেউ আতঙ্কিত হবেন না, এই সাপটির কোনও বিষ নেই এবং কোনওরকম ভাবে মানুষের ক্ষতি করে না। এছাড়াও বলা হয়েছে বাড়ির সামনে যেন কেউ নোংরা আবর্জনা না রাখে! (ছবি ও তথ্য: অনেকের বাউরী)
advertisement
7/7
নোংরা আবর্জনাকেই বেছে নেয় এই সাপ গুলি! বিশাল আকারের এই রক পাইথন দেখে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে তবে সাপটি উদ্ধারের পর আতঙ্ক মুক্ত হয় এলাকার মানুষ! (ছবি ও তথ্য: অনেকের বাউরী)
নোংরা আবর্জনাকেই বেছে নেয় এই সাপগুলি! বিশাল আকারের এই রক পাইথন দেখে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তবে সাপটি উদ্ধারের পর আতঙ্ক মুক্ত হয় এলাকার মানুষ! (ছবি ও তথ্য: অনেকের বাউরী)
advertisement
advertisement
advertisement