৫০০ মেগা ভোল্টের ট্রান্সফর্মার সুভাষগ্রামে, মিটবে সমস্যা
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
এই বিশালাকার ট্রান্সফর্মার ১২৮ চাকার বিশেষ হাইড্রোলিক ট্রাকে করে আনা হচ্ছে। কোলাঘাট থেকে নদীপথে বজবজে আনা হয় এই ট্রান্সফর্মারকে। কিন্তু সড়ক পথে নিয়ে যাওয়ার আগে বিদ্যুৎ বিভাগ, পাওয়ার গ্রিডের আধিকারিকরা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। বজবজ থেকে আমতলা দিয়ে বারুইপুর পেরিয়ে সুভাষগ্রামে ঢুকবে এই যন্ত্র
![দিনদিন বাড়ছে চাহিদা। তাই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য আরও একটি ৫০০ মেগা ভোল্ট অ্যাম্ফিয়ার (এমভিএ) ট্রান্সফর্মার বসতে চলেছে সুভাষগ্রাম পাওয়ার গ্রিডে।[তথ্য ও ছবি: সুমন সাহা] দিনদিন বাড়ছে চাহিদা। তাই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য আরও একটি ৫০০ মেগা ভোল্ট অ্যাম্ফিয়ার (এমভিএ) ট্রান্সফর্মার বসতে চলেছে সুভাষগ্রাম পাওয়ার গ্রিডে।[তথ্য ও ছবি: সুমন সাহা]](https://images.news18.com/static-bengali/uploads/2025/08/HYP_5414779_20250829_152818_watermark_29082025_153035_2.jpg?impolicy=website&width=827&height=620)