Kolkata Book Fair: কলকাতা বইমেলার থিমে এবার কোন দেশ? বইপ্রেমীদের জন‍্য এবার কী কী থাকছে আকর্ষণ?

Last Updated:
এদিন সল্টলেকের সেন্ট্রাল পার্ক বইমেলা প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
1/6
জার্মানির থিমেই উদ্বোধন হল ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। এদিন সল্টলেকের সেন্ট্রাল পার্ক বইমেলা প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(রিপোর্টার: রুদ্র নারায়ণ রায়)
জার্মানির থিমেই উদ্বোধন হল ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। এদিন সল্টলেকের সেন্ট্রাল পার্ক বইমেলা প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (রিপোর্টার: রুদ্র নারায়ণ রায়)।
advertisement
2/6
গত বছর বইমেলার থিম ছিল বাংলাদেশ, এবছর সেই জায়গায় জার্মানিকেই থিম হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। আজ থেকে শুরু হওয়া বই মেলা চলবেন ৯ ফেব্রুয়ারি পর্যন্ত
গত বছর বইমেলার থিম ছিল বাংলাদেশ, এবছর সেই জায়গায় জার্মানিকেই থিম হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। আজ থেকে শুরু হওয়া বইমেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
advertisement
3/6
ঘন্টা বাজিয়ে এদিন মুখ্যমন্ত্রীর হাতেই সূচনা হল বই প্রেমীদের মহা উৎসবের। এবছর ১০৫০টি স্টল থাকছে মেলা প্রাঙ্গনে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জার্মান রাষ্ট্রদূত ডক্টর ফিলিপ আকারমান, রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম, সুজিত বসু, ইন্দ্রনীল সেন সহ বিশিষ্ট সাহিত্যিকরাও
ঘন্টা বাজিয়ে এদিন মুখ্যমন্ত্রীর হাতেই সূচনা হল বই প্রেমীদের মহা উৎসবের। এবছর ১০৫০টি স্টল থাকছে মেলা প্রাঙ্গনে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জার্মান রাষ্ট্রদূত ড: ফিলিপ আকারমান, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু, ইন্দ্রনীল সেন-সহ বিশিষ্ট সাহিত্যিকরাও।
advertisement
4/6
সলিল চৌধুরী এবং ঋত্বিক ঘটকের নামে করা হয়েছে প্রধান গেট। মুখ্যমন্ত্রী এদিন ঘুরে দেখেন মেলা প্রাঙ্গণ, কলকাতা পুলিশের স্টলসহ বেশ কিছু স্টলেও ঢু মারতে দেখা যায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে। অন্যান্য বছরের মতো এবছর বইমেলাকে ঘিরে কলকাতা পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছে
সলিল চৌধুরী এবং ঋত্বিক ঘটকের নামে করা হয়েছে প্রধান গেট। মুখ্যমন্ত্রী এদিন ঘুরে দেখেন মেলা প্রাঙ্গণ, কলকাতা পুলিশের স্টল-সহ বেশ কিছু স্টলেও ঢুঁ মারতে দেখা যায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে। অন্যান্য বছরের মতো এবছর বইমেলাকে ঘিরে কলকাতা পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছে।
advertisement
5/6
থাকছে অতিরিক্ত বাস পরিষেবাও। রাত পর্যন্ত চলবে মেট্রো। ৪৮ বছরেই প্রথম জার্মানিকে থিম ভাবনায় ফুটিয়ে তোলা হয়েছে কলকাতা বইমেলার ইতিহাসে। তবে, এ বছর বইমেলায় থাকছে না বই মেলা কে ঘিরে আকর্ষণের অন্যতম বাংলাদেশ স্টল। ১৯৯৬ সাল থেকেই কলকাতা বইমেলার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছিল বাংলাদেশ। তবে বর্তমান টানাপোটেনের পরিস্থিতিতে এবছর বাংলাদেশকে বাদ রেখেই হচ্ছে মেলা
থাকছে অতিরিক্ত বাস পরিষেবাও। রাত পর্যন্ত চলবে মেট্রো। ৪৮ বছরেই প্রথম জার্মানিকে থিম ভাবনায় ফুটিয়ে তোলা হয়েছে কলকাতা বইমেলার ইতিহাসে। তবে, এ বছর বইমেলায় থাকছে না বই মেলাকে ঘিরে আকর্ষণের অন্যতম বাংলাদেশ স্টল। ১৯৯৬ সাল থেকেই কলকাতা বইমেলার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছিল বাংলাদেশ। তবে বর্তমান টানাপোড়েনের পরিস্থিতিতে এবছর বাংলাদেশকে বাদ রেখেই হচ্ছে মেলা।
advertisement
6/6
থিম কে ফুটিয়ে তুলতে জার্মান স্থাপত্যের অনুকরণে করা হয়েছে দুটি গেট। প্রথম দিনেই বহু মানুষ ভিড় জমিয়েছিলেন বইমেলা প্রাঙ্গনে। তাই আগামী ১৩ দিন এভাবেই চলবে শহর তিলোত্তমার বইয়ের উৎসব কলকাতা বইমেলা
থিম কে ফুটিয়ে তুলতে জার্মান স্থাপত্যের অনুকরণে করা হয়েছে দুটি গেট। প্রথম দিনেই বহু মানুষ ভিড় জমিয়েছিলেন বইমেলা প্রাঙ্গনে। তাই আগামী ১৩ দিন এভাবেই চলবে শহর তিলোত্তমার বইয়ের উৎসব কলকাতা বইমেলা। 
advertisement
advertisement
advertisement