Howrah News: ছেলেদের টেক্কা দিল মেয়েরা! ইদ, নববর্ষের আগে কেমন অবস্থায় মঙ্গলা হাট

Last Updated:
প্রায় ৩৫০ বছর প্রাচীন হাওড়ার মঙ্গলা হাটে ইদের বাজার! ইদের শেষ মঙ্গলবার মানে হাওড়ার মঙ্গলা হাটে সকাল থেকে সন্ধ্যা জমাটি ভিড়।
1/5
প্রায় ৩৫০ বছর প্রাচীন হাওড়ার মঙ্গলা হাটে ইদের বাজার! ইদের শেষ মঙ্গলবার মানে হাওড়ার মঙ্গলা হাটে সকাল থেকে সন্ধ্যা জমাটি ভির। ইদ আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হলেও মঙ্গলা হাট পোশাক ব্যবসায়ীদের ঈদের বাজারে শেষ প্রায়।
প্রায় ৩৫০ বছর প্রাচীন হাওড়ার মঙ্গলা হাটে ইদের বাজার! ইদের শেষ মঙ্গলবার মানে হাওড়ার মঙ্গলা হাটে সকাল থেকে সন্ধ্যা জমাটি ভিড়। ইদ আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হলেও মঙ্গলা হাট পোশাক ব্যবসায়ীদের ইদের বাজারে শেষ প্রায়।
advertisement
2/5
এশিয়ার অন্যতম প্রাচীন হাওড়ার মঙ্গলা হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সারাবছর ক্রেতা বিক্রেতা হাজির হয় এখানে। খুচরো পাইকারি ক্রেতা বিক্রেতা স্কুলে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এখানে।
এশিয়ার অন্যতম প্রাচীন হাওড়ার মঙ্গলা হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সারাবছর ক্রেতা বিক্রেতা হাজির হয় এখানে। খুচরো, পাইকারি ক্রেতা বিক্রেতা স্কুলে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এখানে।
advertisement
3/5
পোশাক সম্ভারে প্রাচীন এই হাট। সারা বছর সোম মঙ্গলবার মানে জমাটি হাট। সারা বছরে দুর্গা পুজোর কিছুদিন আগে এবং ইদের কিছুদিন আগে থেকে জোর বাজার হয়। পাইকারি বাজার কয়েক মাস আগে থেকে শুরু হয়। ক্ষুদ্র বেচাকেনা বেশি হয় উৎসব যত কাছাকাছি হয়।
পোশাক সম্ভারে প্রাচীন এই হাট। সারা বছর সোম মঙ্গলবার মানে জমাটি হাট। সারা বছরে দুর্গা পুজোর কিছুদিন আগে এবং ইদের কিছুদিন আগে থেকে জোর বাজার হয়। পাইকারি বাজার কয়েক মাস আগে থেকে শুরু হয়। ক্ষুদ্র বেচাকেনা বেশি হয় উৎসব যত কাছাকাছি হয়।
advertisement
4/5
ইদ আরও কিছুদিন বাকি থাকলেও হাওড়ার মঙ্গল হাটের পোশাক ব্যবসায়ীদের কাছে এই মঙ্গলবারই প্রায় শেষ বাজার। বাজারে ছোট বড় পুরুষ মহিলা সমস্ত ধরনের পোশাক সম্ভার। সর্বাধিক মহিলাদের পোশাকের এবার বেশি চাহিদা।
ইদ আরও কিছুদিন বাকি থাকলেও হাওড়ার মঙ্গল হাটের পোশাক ব্যবসায়ীদের কাছে এই মঙ্গলবারই প্রায় শেষ বাজার। বাজারে ছোট বড় পুরুষ মহিলা সমস্ত ধরনের পোশাক সম্ভার। সর্বাধিক মহিলাদের পোশাকের এবার বেশি চাহিদা।
advertisement
5/5
হাট ব্যবসায়ীদের কথায় জানা যায়, অন্যান্য বছরের মত বেশ কয়েক সপ্তাহ আগে থেকে পাইকারি বেচাকেনা শুরু হয়। তবে শেষ মঙ্গলবার দুপুর পর্যন্ত সেভাবে বাজার মেলেন। কিছু ব্যবসায়ীদের কথায় জানা যায়, খুচরো বেচাকেনা কিছুটা থাকলেও পাইকারি বেচাকেনা কম। এবার বাংলা নববর্ষের বাজারের অপেক্ষায় ব্যবসায়ীরা।
হাট ব্যবসায়ীদের কথায় জানা যায়, অন্যান্য বছরের মত বেশ কয়েক সপ্তাহ আগে থেকে পাইকারি বেচাকেনা শুরু হয়। তবে শেষ মঙ্গলবার দুপুর পর্যন্ত সেভাবে বাজার মেলেন। কিছু ব্যবসায়ীদের কথায় জানা যায়, খুচরো বেচাকেনা কিছুটা থাকলেও পাইকারি বেচাকেনা কম। এবার বাংলা নববর্ষের বাজারের অপেক্ষায় ব্যবসায়ীরা।
advertisement
advertisement
advertisement