Raj Chakraborty: ব্যারাকপুরের মানুষের পাশে রাজ চক্রবর্তী, সবার হাতে তুলে দিলেন মাস্ক-স্যানিটাইজার-খাবারের প্যাকেট

Last Updated:
প্রায় ২ হাজার মানুষকে এদিন খাবার পরিবেশনও করা হয় ৷ নিজে গিয়ে সবার হাতে খাবারের প্যাকেট দিয়ে আসেন ব্যারাকপুরের বিধায়ক ৷
1/5
করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা বাংলার মানুষের ৷ সংক্রমণের সংখ্যা ক্রমশই ঊর্ধ্বমুখী ৷ রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা প্রায় ২০ হাজারের কাছাকাছি ৷ কার্যত লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই অনেক মানুষকেই অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে ৷ এই অবস্থায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে নেমে পড়েছেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের নব নির্বাচিত বিধায়ক রাজ চক্রবর্তী ৷ Photo Courtesy: Kankurgachi TMC Chhatra Parishad/Raj Chakraborty
করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা বাংলার মানুষের ৷ সংক্রমণের সংখ্যা ক্রমশই ঊর্ধ্বমুখী ৷ রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা প্রায় ২০ হাজারের কাছাকাছি ৷ কার্যত লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই অনেক মানুষকেই অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে ৷ এই অবস্থায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে নেমে পড়েছেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের নব নির্বাচিত বিধায়ক রাজ চক্রবর্তী ৷ Photo Courtesy: Kankurgachi TMC Chhatra Parishad/Raj Chakraborty
advertisement
2/5
কঠিন পরিস্থিতিতে টিটাগড় ও ব্যারাকপুরের মানুষদের পাশে দাঁড়িয়েছেন রাজ ৷ Photo Courtesy: Kankurgachi TMC Chhatra Parishad/Raj Chakraborty
কঠিন পরিস্থিতিতে টিটাগড় ও ব্যারাকপুরের মানুষদের পাশে দাঁড়িয়েছেন রাজ ৷ Photo Courtesy: Kankurgachi TMC Chhatra Parishad/Raj Chakraborty
advertisement
3/5
এলাকার মানুষদের বিতরণ করেন মাস্ক এবং স্যানিটাইজার ৷ শুধু তাই নয় নিজের হাতে সকলকে মাস্ক পরিয়ে দেন রাজ চক্রবর্তী ৷ Photo Courtesy: Kankurgachi TMC Chhatra Parishad/Raj Chakraborty
এলাকার মানুষদের বিতরণ করেন মাস্ক এবং স্যানিটাইজার ৷ শুধু তাই নয় নিজের হাতে সকলকে মাস্ক পরিয়ে দেন রাজ চক্রবর্তী ৷ Photo Courtesy: Kankurgachi TMC Chhatra Parishad/Raj Chakraborty
advertisement
4/5
 পাশাপাশি প্রায় ২ হাজার মানুষকে খাবার পরিবেশনও করা হয় ৷ নিজের গিয়ে গিয়ে সবার হাতে খাবারের প্যাকেট দিয়ে আসেন ব্যারাকপুরের বিধায়ক ৷ Photo Courtesy: Kankurgachi TMC Chhatra Parishad/Raj Chakraborty
পাশাপাশি প্রায় ২ হাজার মানুষকে খাবার পরিবেশনও করা হয় ৷ নিজের গিয়ে গিয়ে সবার হাতে খাবারের প্যাকেট দিয়ে আসেন ব্যারাকপুরের বিধায়ক ৷ Photo Courtesy: Kankurgachi TMC Chhatra Parishad/Raj Chakraborty
advertisement
5/5
 ভোটের সময় দেওয়া কোনও প্রতিশ্রুতি যে মিথ্যা নয়, এই কঠিন সময় মানুষের সেবা করে প্রমাণ করলেন রাজ চক্রবর্তী ৷ Photo Courtesy: Kankurgachi TMC Chhatra Parishad/Raj Chakraborty
ভোটের সময় দেওয়া কোনও প্রতিশ্রুতি যে মিথ্যা নয়, এই কঠিন সময় মানুষের সেবা করে প্রমাণ করলেন রাজ চক্রবর্তী ৷ Photo Courtesy: Kankurgachi TMC Chhatra Parishad/Raj Chakraborty
advertisement
advertisement
advertisement