Cyclone Yaas: বুধবার দুপুরেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘ইয়াস’, শেষ মূহুর্তের মহড়া কোস্ট গার্ডের
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
শক্তি বাড়িয়েই বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas)
advertisement
advertisement
advertisement
পরিস্থিতি দেখে, এখন থেকেই পূর্ণ প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্য সরকার। ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে সুন্দরবনে। আর তাই সুন্দরবন কোস্টাল থানা ও গোসাবা থানার অধীনে সুন্দরবনের দ্বীপগুলিকে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই ওই পাঁচ দ্বীপের জন্য বিশেষ পুলিশ বাহিনী গঠন করা হয়েছে।
advertisement
তাই আগে থেকেই চলছে মাইকিং। আগে থেকেই তাইমৎস্যজীবীদের সতর্ক করতে শুরু করল জেলা প্রশাসন। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় মাইকিং শুরু হয়ে গিয়েছে। যাঁরা গভীর সমুদ্রে গিয়েছেন তাঁদের ফিরে আসার বার্তা দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে NDRF ও SDRF। গ্রামে ঢুকে সচেতন করা হচ্ছে গ্রামবাসীদের। ঘূর্ণিঝড় যশ সম্পর্কে সচেতন করতে উপকূলীয় এলাকায় মাইকিং করা হচ্ছে। সমুদ্র এলাকা থেকে নিরাপদ দূরে সরে যাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় জিনিষপত্র সঙ্গে রাখারও বার্তা দেওয়া হচ্ছে।
advertisement
ইয়াস- এর অবস্থান বর্তমানে দিঘা থেকে ৬৩০ কিমি দূরে রয়েছে। ইতিমধ্যেই ‘ইয়াস’ মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম। উপকূলবর্তী জেলাগুলিতে সমুদ্রের কাছাকাছি থাকা বাড়িগুলি থেকে মানুষদের সরিয়ে নিরাপদে আনা হয়েছে। ত্রাণ শিবির খোলা হয়েছে। কেউ যাতে সুমদ্রের দিকে না যায় সে বিষয়েও কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।
