*রায়চৌধুরী বাড়ির বর্তমান কর্তা অমিয়কৃষ্ণ রায়চৌধুরী বলেন, 'আজ থেকে প্রায় ৩০০ বছর আগে জমিদারি হাতে পেয়েছিলেন রাজবল্লভ চৌধুরী। বারুইপুরে আদিগঙ্গার পাড়ে প্রাসাদোপম বাড়ি, ঠাকুরদালান ও সেরাস্তা তৈরি করিয়ে ছিলেন তিনি। তাঁর জমিদারি সুন্দরবন পর্যন্ত বিস্তৃত ছিল। কর্নওয়ালিশের আমলে সেই জমিদারি ফুলে ফেঁপে ওঠে। কথিত আছে, একদিন রাজবল্লভের ইচ্ছে হয় পুরিতে জগন্নাথ দেবের দর্শনে যাবেন। রাতে স্বপ্নাদেশে পেয়ে নিজের বাড়িতেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠা করে রথ যাত্রার সূচনা করেছিলেন। সেই থেকে এখনও নিয়ম মেনে চলছে বারুইপুরের রায়চৌধুরী বাড়ির রথ যাত্রা।